নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রংবাজপোলা

রংবাজপোলা › বিস্তারিত পোস্টঃ

টিভির এ্যনটেনা

০৯ ই জানুয়ারি, ২০২২ ভোর ৬:৩১



পোলা আমায় একটা বোতান টিইপ্প্যা
হাজির কইরা দিল কত্ত যে ইউটুউবের চ্যানেল।
যার যা ইচ্ছা আপলুড কইরা দিত্যাছে
হেইগুলা দেইখ্যা মনে হয় -
হালারা নিজেরাও হেগুলি দ্যাহে কিনা সনদেহ।
মুই হাসা কথা কই- হেই যে দিনগুল্যা ছিল
সাদাকালো আর বিটিভির যুগ,
হেইগুল্যা মনেতে অহনও মনে দাগ কাইট্যা আছে।

আগেরতন টিভির উপুরে এরিয়ল নামের
একটা ভি আকারের এ্যনটেনা থাকতো।
আরো ফকফকা কইরন লাইগ্যা
বাড়ির ছাদেতেও এ্যনটেনা থাকতো।
পাড়ার লোকেরা বুঝতো - হেই বাড়িতে টিভি আছে।

টিভিতে ছবি একটু ঝিরঝির করলেই
ছাদের উপরে উইঠ্ঠা - এ্যনটেনাটা ঝাকা দিতে হইতো।
হেই সময় পাশের বাসার মাইয়াটারে
দ্যাহনের শখটাও একটু মিটতো।
এহন তো হেইসব সুযোগ নাইক্ক্যা।

উপর থ্যাকন চিৎকুর কইরা বলতে হইতো
ডানেতে ঘুরন লাগবো - নাকি বামেতে।
নিচ থ্যাইক্যা জবার দিতে, হইনাইক্ক্যা।
এমন কততো কসরত যে করতে হইতো।

কোনমতে যদি ঠিকঠাক ছবি আইতো,
তয় বড় ইনজিনিয়ার হইয়্যা
হেব্বি একটা দেমাক লইতাম।
বাড়িআলার মাইয়ারে চোখ টিপা মাইরা
শিয়ানটারে বড় কইরা - জব্বর একখান পোজ লইতাম।

অহন কি অমন দিন আছে!
বোতান টিইপ্যা আমেরিকা থাইক্যা লাইভ ইসটিরিম হয়।
ফকফকা ছবি দেইহ্যা চোখ জুড়াই বটে,
মাগার দিলতে সেই সাদাকালো বিটিভির
দিনগুলা বইস্যা আছে।

পদ্মাপাড়ের কবি হেই দিনগুল্যার
কথা মনে কইরা হা হুতাস করতাসে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.