নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রংবাজপোলা

রংবাজপোলা › বিস্তারিত পোস্টঃ

পরামর্শের জন্য দস্তখত দিলাম

১৭ ই জানুয়ারি, ২০২২ ভোর ৬:৩০

সকাল বেলাতেই এক্কেবারেই ফুরফুরা লাগতাছে। লাগবোনা! সামু মামা জানালাইলো আমি অহন নিয়মিত লেহা পোসট দিবার পারুম। হেই আনন্দে দিলাম একখান নাচ।

বউ খোচা দিয়া কইল, “কি হইলো আমাগো রংবাজ পোলার?”
বউরে কইলাম, “তুমি তো আমাকে পাত্তাই দাওনা। দেহ দেহ সামু মামা হামারে পদন্নতি দিইছে। অহন থাইকা ব্যাবাক লোকজন আমার লেহন পড়তে পাইরবো।“

বউ কইলো, “হেইটা কইরা টাহা পাইবা নি? তাইল্লে একটা গয়না কিইন্ন্যা দিউন লাগবো। পাশের বাড়ির ভাবির থাইক্যা বড় একটা গইনা এইবার চাই চাই। এত্তদিন তোমার দিকে কেউ ফিইরা চাইনাইক্যা। এইবার সামু কিন্তু ঠিকই চিইনবার পারলো। অহন আর কোন কথা ঘুরাইবার পারবা না। দাড়াও তোমারে এককাপ চা কইরা আইন্যা দিই। তুমি সামুতে বেবাক পোস্ট কর।“

কি উত্তর দিমু বুইঝবার পারছি না। একটু পরামর্শ দিইইয়েন এই অবালারে।

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০২২ ভোর ৬:৫৮

বিষন্ন পথিক বলেছেন: ভাবীর গয়নার আশায় পেলাচ
ভাবীরে কন, সামু থিকা গাইল খাইয়াই কুল পাইনা, আবার টেকা-টুকা

১৭ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:১৩

রংবাজপোলা বলেছেন: ধইননোবাইদ।

কদমবুছি লইয়েন।

২| ১৭ ই জানুয়ারি, ২০২২ সকাল ৭:২২

নজসু বলেছেন:


প্রথম পাতায় স্বাগতম।
ব্লগীয় জীবন আনন্দে পরিপূর্ণ হোক।
ব্লগাররা আপনার কাছ থেকে সুন্দর সুন্দর লেখা উপহার পাবেন।

ভাবীকে বাংলা সিনেমার জনপ্রিয় একটি গান শোনাবেন-
:সোনা দানা দামী গহনা
প্রেমের কাছে কিছুই মানায় না
তুমি গাছের পাতা ছিঁড়ে গড়ো
আমার গহনা আমার গহনা:

এবং মনোযোগ দিয়ে শুনতে বলবেন। শুভ ব্লগিং।

১৭ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:১৪

রংবাজপোলা বলেছেন:

গানটার জইনন্যে ধইননোবাইদ। দিয়া দেখুমনে। দেহি কাজ হয় কিনা।

কদমবুছি লইয়েন।

৩| ১৭ ই জানুয়ারি, ২০২২ সকাল ৮:১৮

শেরজা তপন বলেছেন: প্রথম পাতায় আপনাকে স্বাগতম!
প্রথম পোষ্টে বোঝা যাচ্ছে দারুন কিছু লেখা ভবিষ্যতে পাব আপনার কাছ থেকে।
লেখালেখির পাশাপাশি নিয়মিত অন্যের লেখায় মন্তব্য করলে হতাশ হবেন না।

পাদটিকাঃ এখানে লেখা লেখি কইরা অনেকেই বউরে গয়না কিনে দিছে- অনেকে আবার বউ এর গয়না চুরি কইরা বেচছেও :)

১৮ ই জানুয়ারি, ২০২২ ভোর ৬:১১

রংবাজপোলা বলেছেন: হক কথাই কইছেন। কদমবুসি লইয়েন।

৪| ১৭ ই জানুয়ারি, ২০২২ সকাল ৮:২৭

বিটপি বলেছেন: চা কি খাইছেন না খান নাই - হেইডা আগে কন। হের পর 'মত প্রকাশের স্বাধীনতা' বিষয়ে একখান বক্তৃতা ঝাড়েন। হেই মাল যে টেকা পয়সার চেয়ে কুনো দিকে কম না, হেইডা হেরে বুঝান। না পারলে আমারে হের নাম্বার দেন, বুঝাইয়া কইতাছি।

১৮ ই জানুয়ারি, ২০২২ ভোর ৬:১৩

রংবাজপোলা বলেছেন: চা তো খাইছিই। মাগার বক্তৃতা দেবার পারিনাই। তার আগেই বাজারে পাঠাইয়া দিল। লেখালিখি কইরা তো আর বাজার আইবো না।
কদমবুসি লইয়েন।

৫| ১৭ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
স্বাগতম প্রথম পাতায় রংবাজ পোলা।

এবার লেখা নিয়ে রংবাজির খেল দেখান।

১৮ ই জানুয়ারি, ২০২২ ভোর ৬:১৪

রংবাজপোলা বলেছেন: ধইনেবাদ। আপনাগো আশির্বাদ পাইলে আরো রংবাজী করুমনে।

ভালা থাইক্যেন। কদমবুসি লইয়েন।

৬| ১৭ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভকামনা
এবার রংবাজী চালু করুন
সাথেই আছি

১৮ ই জানুয়ারি, ২০২২ ভোর ৬:১৪

রংবাজপোলা বলেছেন: ধইনেবাদ। আপনাগো আশির্বাদ পাইলে আরো রংবাজী করুমনে।

ভালা থাইক্যেন। কদমবুসি লইয়েন।

৭| ১৭ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১:০০

ঋণাত্মক শূণ্য বলেছেন: সামুর টাকা দেওয়া লাগবে ক্যা? এমনেই ভাবীরে গয়না কিন্না দেন।

১৮ ই জানুয়ারি, ২০২২ ভোর ৬:১৭

রংবাজপোলা বলেছেন: আপনে যে সামুর লোক তা বোঝন যায়। একটু আধটা টাহা পাইলে ভালা হইতো। এই ল্যাইগ্যা বলছিলাম আর কি। তয় একটু অপেক্ষা করেন। সামনে ওয়েব ৩ (তিন) আসতাছে। তহন আমরা লেখকরা একটু টাহা পাইবো বইল্যা মনে করি।

আশির্বাদ দিইয়েন ও ভালা থাইক্যেন। কদমবুসি লইয়েন।

৮| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৪

মিরোরডডল বলেছেন:




এই নিক থেকে কিছু মজার পোষ্ট আশা করেছিলাম কিন্তু কোন খবর নেই :(

শেরজা তপন বলেছেন:
এখানে লেখা লেখি কইরা অনেকেই বউরে গয়না কিনে দিছে- অনেকে আবার বউ এর গয়না চুরি কইরা বেচছেও :)


তাই নাকি? শেরজা জানলো কি করে? তাহলে কি শেরজা তার বউ এর গয়না .............. ???
না থাক, না বলি :)


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.