নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রংবাজপোলা

রংবাজপোলা › বিস্তারিত পোস্টঃ

এততো তথ্য লইয়া কইরমুটা কি?

০৬ ই মার্চ, ২০২২ সকাল ৯:৩১



এততো তথ্য লইয়া কইরমুটা কি?

আগের দিনে বানের পানিতে বেবাক জিনিসপত্র ডুইব্যাই যাইতো।
ঘর বাড়ি, স্কুল কলেজ, অফিস আদালত, চালের আড়ত সহ কত্ত কি?
অহন সেই দিন নাইক্ক্যা। অহন আমরা সবধানে থাকবার শিইখছি।

তয় নতুন এক বান আইতাছে অহন।
কি মসকরা কইরতাছি নাকি?
নারে ভাই, এই কবি কোন মসকরা করাতাছে না।
এই বান হইছে তথ্যের বান।

এইদিক সেইদিক থাইক্যা কত খবর আছতাছে,
যার যা মনে হইতাছে, ল্যাখতাছে, বলতাছে ও লাইভ মারতাছে।
কি বলছে, কি দ্যাখাইছে হেইটা নিয়্যা কোন মাথা ব্যাথা নাইক্যা।
প্রচার কইরা নিজের কথা বলতে হইবেক।
নিজে কি খাইলাম, বাসার বাগানে কি আছে,
নিজের পোলা মাইয়াগো কি খাওয়ালাইম,
কোথায় হাগু মুতু করলাম সহ কত্ত কি?
দোকানে যাইয়া লাইভ মারতাছে,
খাবার খাইতে খাইতে লাইভ মারতাছে,
ডাকতর রা সার্জারি করতে করতে লাইভ মারতাছে,
গানের গতক রা গাই গাইতে গাইত লাইভ মারতাছে।
লেখকরা আজে বাজে যার যা পুস্ট আছে,
হেইসব লইয়া বই লেখতাসে। হ্যাগো কান্ড কারখানা
দেইখলেই টাসকি লাইগ্যা যাইতাছে।

ওইসব ধানদাবাজরা আজ আবার নতুন লাইনে আসছে,
ধর্ম, রাজনীতি, শিল্প , অরথনিতি কোন জিনিসই নাইক্ক্যা
যেটার একসুপার্ট হে নয়। এক্কেবারেই বিচেস ধরনের বিশেষজ্ঞ।
অহন তাগো নতুন নতুন তথ্য লইয়া - এই কবি আগের দিনের মতন
বানের বিপদে পইরা গ্যাছে।

হেলেবেলায় মুরুব্বিরা কইছিলো-
বেশি কইরা তথ্য লইবি, সব কিছুর খোঁজ খবর লাইবি।
তথন কত বালা গান শুইনছি গো। কততো বালাবালা কবিতা পড়ছি।
আইজ এইসব আজে বাজে কবিতা ও গান লাইয়্যা কি করুম?
হেইসব শিল্প, ভিডিও ও খবরগুইলা মাথাটারেই নষ্ট কইরা দিতাছে।
মাগার অহন এততো তথ্য লইয়া কইরমু টা কি?

অহন নিজেগো এই সব আজাইরা তথ্য থাইক্যা
কেমনে রইখখ্যা করুমনে হেইটা লইয়া বিপদে আছে
পদ্মাপাড়ের এই রংবাজ পোলা।


মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০২২ সকাল ১১:৪৯

আহমেদ জী এস বলেছেন: রংবাজপোলা,




হালের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলির বাস্তব চিত্র। খাঁটি কথাই বলেছেন, এতো এতো তথ্য নিয়ে কি করবেন ! রংবাজী না করে
ওয়াক থুঃ বলে সব তথ্য নর্দমায় ছুঁড়ে ফেলুন এবং কি ভাবে ছুঁড়লেন সে তথ্যটিও আবার আপলোড করুন ...... :|

সত্যি কি বিচিত্র এই সোস্যাল মিডিয়া আর তার মানুষগুলো !!!!!!!!!!!!

২| ০৬ ই মার্চ, ২০২২ দুপুর ১:৩২

রাজীব নুর বলেছেন: একটু গুছিয়ে, একটু সহজ ভাষা ব্যবহার করলে আমার জন্য সুবিধা হতো।
কদমবুসি লইয়েন।

৩| ০৬ ই মার্চ, ২০২২ দুপুর ২:২৯

রংবাজপোলা বলেছেন: দইনেবাদ রাজিব স্যার।



আপনের লাগান ব্যাস্ত ব্লগার স্যার আমার লেহায় কমেন্ট দিইছেন হেইটা আমার বড়ো পাওয়া।

মাগার ভাষাটা অহনও ঠিক লাহান রপ্ত করতে পারি নাইকা। খিস্তি মারতে মারতে অইভ্যাস খারাপ কইরা ফালছি। দোআ কইরেন যেন শিক্ষিত মানুষের লাহান লিখতে পারি।

কদমবুসি লইয়েন।

৪| ০৬ ই মার্চ, ২০২২ দুপুর ২:৩৪

রংবাজপোলা বলেছেন:
দইন্নেবাদ আহমেদ স্যার।

দিলের কথাটা ঠিকই ধরছেন।

মুই আপাতত ওই সকল আজাইরা লাইভ থাইক্যা নিরাপদে থাকনের লাইগ্গা ফিসবুকেই লগিন করি নাইক্কা বছর খানিক হইলো। পুরান দিনের লাহান আমার পর্তিকা তেই ভরসা। আর এর সামু মামুর কাছে ভালাই খবর পাই।

কদমবুসি লইয়েন স্যার।।

৫| ০৬ ই মার্চ, ২০২২ বিকাল ৫:০৪

গেঁয়ো ভূত বলেছেন: দারুন ! ভাল্লাগছে !

৬| ০৬ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:০৬

শেখ শান্ত বিন আব্দুর রাজ্জাক বলেছেন: সত্যকথা কইছেন মিয়াভাই

৭| ০৬ ই মার্চ, ২০২২ রাত ৮:১৩

ঋণাত্মক শূণ্য বলেছেন: অতিরিক্ত তথ্য এখন মানসিক বিকারতা নিয়ে আসছে!

৮| ০৬ ই মার্চ, ২০২২ রাত ১১:২৪

এপোলো বলেছেন: হক কথা ।
সোশ্যাল মিডিয়ার এই যুগে সঠিক তথ্যের চাইতে আগাছা বেশি ছড়াচ্ছে।
আপনার কাব্যটা ভাল লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.