নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যকে যানুন এবং অন্যকে যানান

রংধনু00 রং

যতটুকু সত্য যানি , সকলকে তা যানাব মিথ্যা থেকে দূরে থাকব।

রংধনু00 রং › বিস্তারিত পোস্টঃ

শিম্পান্জির গর্ভে কি কখোন মানুষ জন্ম নিয়েছে?? বিবর্তনবাদীরা দয়া করে এই সমস্যার সমাধান করুন

০৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১১

আমি একটা বিষয় নিয়ে খুব ধন্দের মধ্যে আছি। বিবর্তনবাদীরা বলছে এপ বা শিম্পান্জী জাতীয় প্রাণী থেকে মানুষ এসেছে। কিন্তু ক্রমোজম এনালাইসিসে দেখা যাচ্ছে মানুষের ক্রমোজম সংখ্যা ২৩ জোড়া বা ৪৬ টি। আবার শিম্পান্জীর ক্রমোজম সংখ্যা ২৪ জোড়া বা ৪৮ টি। কিন্তু বাস্তবে তা অসম্ভব, কারন সেক্ষেত্রে কোন না কোন সময় শিম্পান্জীর গর্ভে মানুষের জন্ম হতে হবে।



অর্থাৎ কিছু কিছু মানুষ অবশ্যই এমন হতে হবে যাদের মা, বাবা, দাদা শিম্পান্জী। কারণ কোন না কোন সময় শিম্পান্জীর ২৪ জোড়া ক্রমোজম থেকে এক জোড়া ক্রমোজম কমে ২৩ জোড়া হয়েছে, সেক্ষেত্রে উক্ত শিম্পান্জী আর শিম্পান্জী থাকেনি , বরং জেনেটিক্যালি মানুষে পরিনত হয়েছে। অর্থাৎ শিম্পান্জির গর্ভে জন্ম নিয়েছে মানুষ। কিন্তু বাস্তবে তা কি সম্ভব?

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরে কার জিগান????

ওরা জ্ঞানপাপী!!

ওরা বিভ্রান্তি সৃস্টির জন্যই নানা ধারনার উপর তত্ত্ব নিয়ে কপচায়!!!!

২| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

princejohn বলেছেন: কে বলতে পারে, হয়ত ৩০ লাখ বছর আগে ২৩ জোড়া ক্রমোজম নিয়েই একটি শিম্পান্জী জন্মায় যা আধুনিক মানুষ হিসেবে পরিচিত।

০৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬

রংধনু00 রং বলেছেন: যা বলবেন একটু ভেবে চিন্তে বলুন। ৩০ লাখ বছর আগে ২৩ জোড়া ক্রমোজম নিয়ে একটি শিম্পান্জী জন্মালে তা থেকে আস্ত মানবজাতী আসতে পারে না। বরং অনেক ২৪ জোরা ক্রমোজমের শিম্পান্জীর গর্ভে ২৩ জোড়া ক্রমোজমের মানুষ জন্মালে তবেই মানবজাতী হতে পারে।
প্রথিবীতে অনেক প্রজাতীর প্রানি আছে । প্রত্যেকের ক্রমজম সংখ্যা নিদ্রষ্ট। একটিও এমন উদাহরন নেই যে একই মায়ের পেটে ভিন্ন সংখ্যার ক্রমোজমের সুস্থ বাচ্চা জন্ম নিতে পারে।

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬

রংধনু00 রং বলেছেন: princejoh

যা বলবেন একটু ভেবে চিন্তে বলুন। ৩০ লাখ বছর আগে ২৩ জোড়া ক্রমোজম নিয়ে একটি শিম্পান্জী জন্মালে তা থেকে আস্ত মানবজাতী আসতে পারে না। বরং অনেক ২৪ জোরা ক্রমোজমের শিম্পান্জীর গর্ভে ২৩ জোড়া ক্রমোজমের মানুষ জন্মালে তবেই মানবজাতী হতে পারে।
প্রথিবীতে অনেক প্রজাতীর প্রানি আছে । প্রত্যেকের ক্রমজম সংখ্যা নিদ্রষ্ট। একটিও এমন উদাহরন নেই যে একই মায়ের পেটে ভিন্ন সংখ্যার ক্রমোজমের সুস্থ বাচ্চা জন্ম নিতে পারে।

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

টয়ম্যান বলেছেন: B:-) B:-)

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

তাজুল_ইসলাম বলেছেন: ওদের ভুল হচ্ছে ওরা নিজেকে জ্ঞানী ভাবে। ওদের মানসিকতা আর বুদ্ধি আসলেই শিপ্পাঞ্জির মতো। একটা অপ্রমাণিত তথ্য নিয়ে এত লাফালাফি, যা শুধু মাত্র ধারনার উপর প্রতিষ্টিত।

৬| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৮

মধু নদীর জোলা বলেছেন: শিম্পান্জির গর্ভে জন্ম নিয়েছে মানুষ। কিন্তু বাস্তবে তা কি সম্ভব? B:-) B:-/

০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫০

রংধনু00 রং বলেছেন: অবাক হইতেছেন । আমিও অবাক।

৭| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

কলাবাগান১ বলেছেন: এই জ্ঞান নিয়ে আসছেন ইভুলিউশনকে ডিসপ্রুভ করতে........হার্ভাড-এম-আইটির সকল বায়োলজিস্টদের চাকরী নট হয়ে যাওয়া উচিত...... তারা কি সব কার্বন ডেটিং করে ফসিলের বয়স বলে দেয় ১০০ মিলিয়ন বছর আগের উদ্ভিদ/পশু, যেখানে আমরা জানি যে পৃথিবীতে প্রান এসেছে মাত্র ৭০০০ বছর আগে......... এখন আবার বলে বইসেন না যে কার্বন ডেটিং দিয়ে বয়স বলা সম্ভব না
শিম্পান্জী পেঠ থেকে মানুষ তৈরী হওয়ার ত্বত্ত দেওয়ার জন্য আপনাকে ...........।

৮| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪০

কলাবাগান১ বলেছেন: কয়দিন আগেই জাপানিজ সাইনটিস্টরা ইদুর তৈরী করেছেন যেখানে তার Y chromosome এর ৯৮% বাদ দেওয়া ছিল

মানুষের অনেক ডিজিজ হয় যেখানে ক্রমোজমের অনেক বিরাট অংশ ডিলিটেড থাকে......

মানুষের উৎপত্তি কেন শিম্পান্জীর উদর থেকে হতে হবে???

০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৫

রংধনু00 রং বলেছেন: ভাইজান, বিবর্তবাদীরা বলতেসেন যে মানুষের পুর্বপুরুষ হচ্ছে এপ বা শিম্পাঞ্জী জাতীয় প্রাণি। এসব প্রানীই লক্ষ লক্ষ বছর ধরে খুব ধীরে ধীরে বিবর্তিত হয়ে মানুষে পরিনত হয়েছে।

কিন্তু সমস্যা অন্যখানে। সেটা হচ্ছে--

শিম্পান্জী, গরিলা, ওরাং ওটাং ইত্যাদি যেসব প্রনীকে মানুষের পুর্বপুরুষ ভাবা হয় তাদের ক্রমোজম সংখ্যা ২৪ জোড়া বা ৪৮ টি। কিন্তু মানুষের ক্রমোজম সংখ্যা ২৩ জোড়া বা ৪৬ টি।
কখনই ২৩ জোড়া ক্রমোজমের সুস্থ শিম্পান্জী খুজে পাওয়া যায় না।
তার মানে কোন না কোন সময় শিম্পান্জীর ২৪ জোড়া ক্রমোজম থেকে এক জোড়া ক্রমোজম কমে ২৩ জোড়া হয়েছে, সেক্ষেত্রে উক্ত শিম্পান্জী আর শিম্পান্জী থাকেনি , বরং জেনেটিক্যালি মানুষে পরিনত হয়েছে। অর্থাৎ শিম্পান্জির গর্ভে জন্ম নিয়েছে মানুষ। কিন্তু বাস্তবে তা কি সম্ভব কি না আমি তাই জানতে চাচ্ছি।
জানলে দয়া করে সঠিক উত্তরটি দিন।

৯| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:২৮

মানুষ নই বলেছেন: chimpanzees, gorillas, humans এবং orangutans এদেরকে একসঙ্গে বলা হয় Hominidae বা Great Apes। এরা কেউ কারো থেকে উদ্ভব হয়নি বরং এরা হচ্ছে পরস্পর cousins। অ্থাৎ এরা সবারই পূর্বপুরুষ কোনো এক সুদূর অতীতে একজন ছিল, net আছে একটু পড়াশোনা করেন না কেন!!!!!!!!!!!!!!!

০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৪

রংধনু00 রং বলেছেন: chimpanzees, gorillas, humans এবং orangutans এদেরকে একসঙ্গে বলা হয় Hominidae বা Great Apes। এরা কেউ কারো থেকে উদ্ভব হয়নি বরং এরা হচ্ছে পরস্পর cousins। অ্থাৎ এরা সবারই পূর্বপুরুষ কোনো এক সুদূর অতীতে একজন ছিল,

তাহলে সেই 'একজন' টা কে? তার ক্রমোজম সংখ্যা কত?
তার একই গর্ভ থেকে কিভাবে ভিন্ন ভিন্ন সংখ্যার ক্রমোজমের ভিন্ন ভিন্ন স্পেসিস এল?

নেটে সন্তোষজনক কিছুই পাচ্ছি না। দয়া করে আপনিই উত্তর দিন।

১০| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৫৭

দি সুফি বলেছেন: বিবর্তনবাদগো মত গরু খুব একটা নাই! এরা নিজেগো মানুষ না ভাইবা বান্দর ভাবতেই বেশি পছন্দ করে :-P :-P

১১| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৬

মানুষ নই বলেছেন: আপনি বড্ড অদ্ভুত কথা বলছেন, সহজ বিষয়টাকে জটিল করে ভাবছেন। কেন আপনি কি জানেন না আজকের সকল প্রাণের সূচনা হয়েছে এককোষি এমিবা থেকেই, এখন আপনি যদি বলেন কিভাবে?
এরই নাম বিবর্তন, এটা লাখ লাখ বছরে ঘটে বিভিন্ন কার্যকারনে। তাই বললাম পড়ে দেখুন, আপনি বললেন পাচ্ছেন না। নিচের লাইন গুলো wikipedia থেকে নেয়া। পড়ে দেখুন না, ক্রমোজম সংখ্যা জানতে পারলেও আইডিয়া পাবেন। দঃখজনক হল এই গোত্রের খুব বেশী পুরনো ফসিল এখনও পর্যন্ত পাওয়া যায়নি

The most recent common ancestor of the Hominidae lived roughly 14 million years ago


Species close to the last common ancestor of gorillas, chimpanzees, bonobos and humans may be represented by Nakalipithecus fossils found in Kenya and Ouranopithecus found in Greece

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৬

রংধনু00 রং বলেছেন: আপনি বড্ড অদ্ভুত কথা বলছেন, সহজ বিষয়টাকে জটিল করে ভাবছেন। কেন আপনি কি জানেন না আজকের সকল প্রাণের সূচনা হয়েছে এককোষি এমিবা থেকেই, এখন আপনি যদি বলেন কিভাবে?
আমি মোটেও অদ্ভুত কথা বলছি না, অদ্ভুত কথা বলছে তারা, যারা ভাবে এককোষি এমিবা থেকে মানুষ এসেছে।
জেনেটিক্স বিবর্তনের ধারনাকে সম্পুর্ন পাল্টে দিয়েছে, ক্রমোজমের সংখ্যা পাল্টে সম্পুর্ন নতুন স্পেসিস জেনেটিক্সের ভাষায় অসম্ভব।
দয়া করে আগে জেনেটিক্স নিয়ে পড়াশুনা করুন তারপরে মন্তব্য করুন।
শুধু ফসিল আর শিল্পির আকা কাল্পনিক ছবি দিয়ে বিবর্তনকে আর ডিফেন্ড করা যায় না।

১২| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৮

রংধনু00 রং বলেছেন: আগ্রহী পাঠকেরা এই লিংকটাও দেখতে পারেন।
Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.