নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যকে যানুন এবং অন্যকে যানান

রংধনু00 রং

যতটুকু সত্য যানি , সকলকে তা যানাব মিথ্যা থেকে দূরে থাকব।

রংধনু00 রং › বিস্তারিত পোস্টঃ

শিম্পান্জির গর্ভে কি কখোন মানুষ জন্ম নিয়েছে?? বিবর্তনবাদীরা দয়া করে এই সমস্যার সমাধান করুন

০৯ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

আমি একটা বিষয় নিয়ে খুব ধন্দের মধ্যে আছি। বিবর্তনবাদীরা বলছে এপ বা শিম্পান্জী জাতীয় প্রাণী থেকে মানুষ এসেছে। কিন্তু ক্রমোজম এনালাইসিসে দেখা যাচ্ছে মানুষের ক্রমোজম সংখ্যা ২৩ জোড়া বা ৪৬ টি। আবার শিম্পান্জীর ক্রমোজম সংখ্যা ২৪ জোড়া বা ৪৮ টি। কিন্তু বাস্তবে শিম্পান্জী জাতীয় প্রাণী থেকে মানুষ বিবর্তিত হতে হলে, কোন না কোন সময় শিম্পান্জীর গর্ভে মানুষের জন্ম হতে হবে।



অর্থাৎ কিছু কিছু মানুষ অবশ্যই এমন হতে হবে যাদের মা, বাবা, দাদা শিম্পান্জী। কারণ কোন না কোন সময় শিম্পান্জীর ২৪ জোড়া ক্রমোজম থেকে এক জোড়া ক্রমোজম কমে ২৩ জোড়া হয়েছে, সেক্ষেত্রে উক্ত শিম্পান্জী আর শিম্পান্জী থাকেনি , বরং জেনেটিক্যালি মানুষে পরিনত হয়েছে। অর্থাৎ শিম্পান্জির গর্ভে জন্ম নিয়েছে মানুষ। কিন্তু বাস্তবে তা কি সম্ভব?



বিস্তারিত এখনে---

Click This Link

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৬

রাগ ইমন বলেছেন: জেনেটিক্স নিয়ে একটু পড়ালেখা করেন। জেনেটিক মিউটেশন নিয়ে পড়ালেখা করেন, জানবেন। বিশেষ করে জেনেটিক রোগ গুলো নিয়ে। ক্রোমোজোমাল ডিজিজ লিখে সার্চ দেন।

ক্রোমোজোমের কম বেশি হওয়া নেচারে খুব রেয়ার হইলেও অসম্ভব না। সবচেয়ে বেশি জানা রোগ হইলো ডাউন সিন্ড্রোম। ৪৬ এর বদলে ৪৭টা ক্রোমোজোম থাকে।

ক্রোমোজোম যে বদলাইতে পারে এইটা প্রমাণিত সত্য। তবে বান্দর থেকে মানুষ এসেছে কি না সেইটা প্রমাণ করতে হইলে আরো অনেক রিসার্চ , পড়ালেখার ব্যাপার আছে।

আপাতত এইটা বিশ্বাস। ধর্মের মতই। না দেখে বিশ্বাস ।

০৯ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৬

রংধনু00 রং বলেছেন: ক্রোমোজোমের কম বেশি হওয়া নেচারে খুব রেয়ার হইলেও অসম্ভব না। সবচেয়ে বেশি জানা রোগ হইলো ডাউন সিন্ড্রোম। ৪৬ এর বদলে ৪৭টা ক্রোমোজোম থাকে।

কথা একদম ঠিক। জেনেটিক্স নিয়ে আমার ওনেক পড়া-শুনা আছে। জেনেটিক্স বলছে যখনই ক্রমোজম সংখ্যা পরিবর্তন হয়, তখন সেই একই প্রাণি আর স্বাভাবিক থাকে না, বরং রোগাক্রান্ত হয়। যেমন আপনি একটি উদাহরণ দিয়েছেন।

২| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৬

রাগ ইমন বলেছেন: বিজ্ঞানে যেমন অনেক রহস্য আছে , সেই রকম ধর্মের ও অনেক রহস্য আছে।

যেমন আদম (আঃ) এবং হাওয়া (রাঃ) থেকে সমস্ত মানুষের জন্ম। তাই যদি হয় তাহলে,

প্রথম প্রজন্ম = আদম (আঃ) ও হাওয়া (রাঃ)

২য় প্রজন্ম = উপরের দুইজন মানুষ থেকে জন্ম নেওয়া সকল আপন ভাইবোন। মনে করেন, আদম(আঃ) এবং হাওয়া (রাঃ) থেকে ১০০ জন ছেলে আর ১০০ জন মেয়ে হইলো।

সংখ্যা যাই হোক , এরা কিন্তু সকলেই আপন ভাই বোন।

৩য় প্রজন্ম = এইখানেই লাগলো সমস্যা।

আপনি যেভাবেই পারমুটেশন কম্বিনেশন করেন না কেন, দুনিয়াতে তখন পুরুষ বলতে পিতা আদম (আঃ) এবং উনার ১০০ ছেলে। আর নারী বলতে বিবি হাওয়া (রাঃ) এবং উনার ১০০ জন মেয়ে।

ফলে, দ্বিতীয় থেকে তৃতীয় প্রজন্মে আসতে হলে , ভাইয়ের সাথে বোন, পিতার সাথে কন্যা, মাতার সাথে পুত্রের সহবাস বা সেক্স ছাড়া সম্ভব না।

দুনিয়ার প্রথম মানুষ এবং প্রথম পুরুষ আদম (আঃ) এবং বিবি হাওয়া (রাঃ) থেকেই যদি সকল মানুষের জন্ম হয়ে থাকে , এইটা যদি আমি বিশ্বাস করি, তাহলে কিন্তু আমাকে এইটাও বিশ্বাস করে নিতে হবে যে ,

৩য় প্রজন্মে এসে আপন ভাই বোন কিংবা পিতা কন্যা কিংবা মাতা পুত্রের ভিতরে সহবাস হয়েছিল।

এই সমস্যার কোন সমাধান কি আছে কারো কাছে ?

-----------------------------------

হয়ত এইজন্যই ধর্মে বলা আছে ,

"ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না" ।

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩০

রংধনু00 রং বলেছেন: রাগ ইমন
এখানে ধর্ম নিয়ে কোন আলাপ হচ্ছে না। হচ্ছ বিবর্ত্ন নিয়ে।
আলোচনা নিদ্রিষ্ট ব্যাপারে সিমাবদ্ধ রাখুন

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪

রাগ ইমন বলেছেন: পড়াশোনা যদি জেনেটিক্সেই থাকে তাহলে ক্রোমোজোমাল মিউটেশন বুঝতে সমস্যা তো হওয়ার কথা না। সব মিউটেশনে যে রোগ হয় না, সেইটাও তো জানার কথা।

০৯ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫

রংধনু00 রং বলেছেন: সব মিউটেশনে যে রোগ হয় না, সেইটাও তো জানার কথা।
মিউটেশন ঘটেছে কিন্তু কোন রোগ হয় নি, মানুষ অথবা শিম্পান্জির ব্যপারে এরকম শুধু একটি উদাহরণ দিন।

বাকি আলোচনা এর পরে হবে।

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬

রাগ ইমন বলেছেন: আপনি জেনেটিক্স নিয়ে পড়ালেখা করে থাকলে আপনি একটু বলেন, ক্রোমোজোম এর উপর অভ্যন্তরীন এবং বাহ্যিক এনভায়রন্মেন্টাল ফ্যাক্টরের ইফেক্ট সম্পর্কে আপনার ধারণা কি?

তারপর আলোচনা এগুনো যাবে আশা করছি।

০৯ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪

রংধনু00 রং বলেছেন: আপনি একটু বলেন, ক্রোমোজোম এর উপর অভ্যন্তরীন এবং বাহ্যিক এনভায়রন্মেন্টাল ফ্যাক্টরের ইফেক্ট সম্পর্কে আপনার ধারণা কি?
এই উ ত্তর সংখেপে দেয়া যাবে না।
তবে এতটুকু বলতে পারি ক্রোমোজোম এর উপর অভ্যন্তরীন এবং বাহ্যিক এনভায়রন্মেন্টাল ফ্যাক্টরের ইফেক্ট যাই হোক না কেন তাতে এক স্পেসিস থেকে অন্য স্পেসিসে রুপান্তর জেনেটিক্যালি সম্ভব নয়।
আপনার কি ধারনা বাহ্যিক ইনফ্লুয়েন্সে এক প্রজাতি জেনেটিক্যালি অন্য স্পেসিসে পরিণত হতে পারে??

৬| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

শাহ আজিজ বলেছেন: আরো বিস্তর আলাপ আলোচনা প্রয়োজন । আমার একটা বিশ্বাস হয়েছে সাম্প্রতিক সময়ে অসংখ্য জারনাল পড়ে টোড়ে । মানুষের আগমন বাইরে থেকে যেমনটি মানুষ আবার মঙ্গলে ফিরে যাচ্ছে । কিন্তু কিভাবে মানুষ
সৃষ্টি হয়েছিল তা জানা হয়নি , সম্ভবত কখনই হবে না । তারপরও গবেষণা চলবে এবং এক অসম্ভব বিষয়কে ট্যাগ করা চলতে থাকবে যে বানর থেকে মানুষের বিবর্তন । আদম এবং হাওয়া আরব মিথ ।

০৯ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০০

রংধনু00 রং বলেছেন:
আরো বিস্তর আলাপ আলোচনা প্রয়োজন । আমার একটা বিশ্বাস হয়েছে সাম্প্রতিক সময়ে অসংখ্য জারনাল পড়ে টোড়ে । মানুষের আগমন বাইরে থেকে

তাহলে কি বিবর্তনবাদ বিজ্ঞানের মিথ??
ঠিক যেমন আদম এবং হাওয়া আরব মিথ ।

৭| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: @রাগ ইমন-
আপনার প্রশ্নে থমকে যাবারতো কিছূ নেই। এটা ঐ সময়ের জণ্য সত্য বিধান। ঐ সময়ে এটাই নিয়ম ছিল- আগের গর্ভের ছেলের সাথে পরের গর্ভের মেয়ে এভাবে ক্রস বিবাহ হতো।
এবং পৃথিবীর প্রথম খুনটিও হয়েছিল এই বিধানে হাবিল -কাবিলের মাঝে বিধানের বিপরীতে আপন বোনকে বিয়ে করতে চাওয়ার বিরোধে।

কিন্তু তা ছিল ঐ সময়ের বিধাণ্ । যেমন মূসা আ: এর সময়েও একসাথে দুইবোনকে বিয়ে করা যেত।

পরবর্তীতে মানব সভ্যতার ব্যাপক বিকাশের পর সবশেষে ইসলামে এসে পূর্ববর্তী সকল বিধানকে রদ করা হয়েছে। পূর্বে যা হয়েছে হয়েছে- এখন তোমাদের জন্য বিধান এই" - বলে।

আর সবশেষে যদি লালন গুরুর মৌলিক বিধানে আসেন সেখানেতো বিধানের মূল বলা হয়েছে সহজ ভাষায়
-যে সমস্যা অনুসারে ভিন্ন বিধান হতে পারে
লালন বলে তাই জানিলে পাপ-পূন্যের আর নাই বালাই!!!!! :)

৮| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৬

শাহ আজিজ বলেছেন: তাহলে কি বিবর্তনবাদ বিজ্ঞানের মিথ??
ঠিক যেমন আদম এবং হাওয়া আরব মিথ




আপাতত তাই মনে হচ্ছে কেননা জিন আবিস্কারের পর পূর্ববর্তী সব ধারনা বাতিল হচ্ছে। এই জিন গঠন এর উপর নিত্য নতুন তথ্য মিলছে এবং এই মুহূর্তে কোন পারফেক্ট সিদ্ধান্তে আসা যাচ্ে না। আমি স্রষ্টায় বিশ্বাসী ঠিক নাসার কিছু বিজ্ঞানি যেমন এক মহাশক্তির সন্ধান পেয়েছেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.