নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যকে যানুন এবং অন্যকে যানান

রংধনু00 রং

যতটুকু সত্য যানি , সকলকে তা যানাব মিথ্যা থেকে দূরে থাকব।

রংধনু00 রং › বিস্তারিত পোস্টঃ

কোরানের আয়াতের বিশ্বয়কর প্রমাণপত্র (পর্ব- ১)

২১ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪১

পবিত্র কোরানের দুটি আয়াতের ব্যাপারে সম্মানিত পাঠকদের দৃষ্টি আকর্ষন করছি। প্রথমটি সূরা মুদ্দাসসির৩০ নং আয়াত এবং অপরটি সুরা ফা’জর: ৩-৫ নং আয়াত



عَلَيْهَا تِسْعَةَ عَشَرَ

এর উপর নিয়োজিত আছে উনিশ । [সুরা মুদ্দাসসির: ৩০]





শপথ দশ রাত্রির, শপথ তার, যা জোড় ও যা বিজোড় ,এর মধ্যে আছে শপথ জ্ঞানী ব্যক্তির জন্যে। [সুরা ফা’জর: ৩-৫]



অত্যন্ত বিশ্বয়কর ব্যাপার হচ্ছে সাম্প্রতিক পবিত্র কোরানে এই ১৯ ও জোড় -বেজ়ড়ের যোগসূত্র পাওয়া গেছে। নীচের চার্টগুলো দেখুন--



আমরা যদি ১১৪টি সূরাকে মোট ছয়টি ভাগে ভাগ করি এবং প্রতিভাগে থাকে ১৯টি করে সূরা তাহলে দেখবো প্রতিভাগের ১৯ট সূরার মধ্যে জোড় আয়াত বিশিষ্ট সূরা কয়টি আর বেজোড় আয়াত বিশিষ্ট সূরা কয়টি এবং দেখবো ছয়টি ভাগের মোট ১২টি ঘরে জোড় বেজোড়ের মাঝে কি অপূর্ব সমন্বয় ও ছন্দ সৃষ্টি হয়েছে।



নীচের চার্টে

১ম সারিতে দেয়া হয়েছে সূরার সিরিয়াল নাম্বার।

২য় সারিতে দেয়া হয়েছে সূরার নাম।

৩য় সারিতে দেয়া হয়েছে সূরার আয়াত সংখ্যা।

৪র্থ সারিতে দেয়া হয়েছে বেজোড় আয়াত বিশিষ্ট সূরাসমূহের সংখ্যা।

৫ম সারিতে দেয়া হয়েছে জোড় আয়াত বিশীষ্ট সূরাসমূহের সংখ্যা।

(ছবি কিছুটা ছোট দেখালে কি বোর্ডের ctrl বাটন চেপে ধরে উপরের ডান দিকে যেই বাটনে যোগ চিহ্ন আছে সেটা দু’তিনবার চাপুন তাহলে ওয়েব পেজটি আকারে বড় হয়ে যাবে।)











সত্যিই অপূর্ব! ছয় ভাগের ১২টি ঘরের কোথাও ছন্দ পতন হয়নি। প্রত্যেক ঘরেই বেজোড় আয়াত বিশিষ্ট সূরার মোট সংখ্যা একটি জোড় সংখ্যা, আর প্রত্যেক ঘরেই জোড় আয়াত বিশিষ্ট সূরার মোট সংখ্যা একটি বেজোড় সংখ্যা।



চলবে----







মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.