![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন মানুষের কাছে নত হয়ে জেনে গেছি ফুলের আহত জীবন! কী গোপন ব্যথা বুকে পুষে রেখে ঘাসেরাও ফোটায়- শিশিরের ফুল। জেনে গেছি মানুষেরা কত সহজেই ভুলে যায় মাটির নরমে গেঁথে আসা পাথুরেছাপ অকৃতজ্ঞ আঙ্গুলে; মাটির নীরব যাতনা
জলেরও কান্না আছে, যে শুনেছে সেও জেনে গেছে গোপন বেদনার নাম – হয়তো মানুষজন্ম। আমাকে কাঁদাও বলে হে চতুরতা আমিও ভুলে যাই – এ জীবন একদিন শিখেছিল মাটির মিশেলে কাদাময় বেঁচে থাকা; পলি-বেলে ঘ্রাণে জীবনের সহজাত হাসি
তোমাকে না ছুঁয়ে ছুঁয়ে একদিন যে হৃদয় বিবশ ব্যথায়, সে হৃদয় এখন না ছোঁয়াতেই বলে বেশ দারুণ আছি। আহা ভালো থাকা! কতোটা ক্রূর হলে আর কতোটা পাথর হলে বলো আর ভাঙ্গবো না; কেবল নির্দয় বোধে জেনে যাবো এইসব মানুষ হওয়াতে কোনো বেদনা থাকে না
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮
রনন বলেছেন: অনেক ধন্যবাদ পাঠের জন্য। শুভেচ্ছা জানুন।
©somewhere in net ltd.
১|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯
আহমেদ জী এস বলেছেন: রনন ,
কতোটা ক্রূর হলে আর কতোটা পাথর হলে বলো আর ভাঙ্গবো না;.....
অনেক সুন্দর আবেগীয় লেখা ।
শুভেচ্ছান্তে ।