![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাত বিছানায় তার ঠোঁটে ঠোঁট রেখে
হয়ত ভেবে নেবে এই নির্জনতায় তুমি একা নও,
হয়ত ভেবে নেবে তার কোমলে কোমল পেতে,
আজ রাত্রিতে তুমি একা নও!
যে রকম জোড়া চোখ চেয়ে থাকে অপলক জোড়া চোখে
যে রকম যুগল স্নানে নেমে পড় ফুলেল বিছানা সমুদ্র ভেবে
যে রকম কামনার হাতে উদ্ধত থাকে বিচলিত আঙ্গুলেরা
হয়ত ভেবে নেবে এই ঘুম ঘোরে খুব তুমি একা নও!
হয়ত ভেবে নেবে এই জনারণ্যে তুমি একা নও
হয়ত ভেবে নেবে এই মিছিলের ভিড়ে তুমি একা নও
হয়ত ভেবে নেবে অফিস ফেরত পথে ট্রাফিক সিগন্যালে
মুহূর্ত আটকা পড়ে তুমি একা নও
যদি একা নও তাহলে কেন
একটি উদাস পাখি ডেকে গেলে আচানক
এই নির্জন দুপুরে তুমি নিজেকে নিজের ভেতরে
লুকালে সুচতুর!
০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৭
রনন বলেছেন: আপনার জন্য অনেক অনেক শুভ কামনা, সাথে কৃতজ্ঞতাও।
ভালো থাকুন সব সময়।
©somewhere in net ltd.
১|
৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৭
রুদ্র জাহেদ বলেছেন: ভালো লেগেছে কবিতা+