নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেবতার দেবতা আমি মানুষ..

দেবতার দেবতা আমি মানুষ..

রাজু রণরাজ

''নিষিদ্ধের জীবনী'' নিষেধ না মানা পথিক আমি নিষিদ্ধ আচরণে অভ্যস্ত। নিষিদ্ধ কোন নদী অথবা মাঠ ধরে ছুটে চলা নির্জীব আবেগ। আমি নিষিদ্ধ কিছু দেখলেই বলি ছুঁয়ে ফেলো ছুঁয়ে ফেলো নিষিদ্ধ অনুভবে . ডাক ও শাঁখের শব্দে আমি নগ্ন নৃত্য করি নিষিদ্ধ ভঙ্গিতে। আমার উল্লাস সব নিষিদ্ধ মন্ত্রের মতো। নিষিদ্ধ সবকিছু আমার ভালো লাগে। নিষিদ্ধ জীবন, নিষিদ্ধ সুখ, নিষিদ্ধ কষ্ট, নিষিদ্ধ যৌনতা, আমি প্রিয়ার শরীর ছুঁয়ে নিষিদ্ধ সময়ে নিষিদ্ধ আনন্দ খুঁজি। আমার ভালো লাগেনা নিষেধ মানতে। আমি নিষেধ না মানা নিষিদ্ধ কেউ। আমি নিষিদ্ধ শক্তির ঠাকুর। আমি আজন্ম নিষিদ্ধ ভগবানের নিষিদ্ধ মৃত্যু দুত। আমি নিষিদ্ধ দেবতার নিষিদ্ধ আতংক . আমি শুধু নিষিদ্ধের নিষিদ্ধ কলংক। প্রবল পূর্ণিমা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় নিষিদ্ধ বাস্তবতা। আমি সেদিকেই পা বাড়াই। আমি নিষিদ্ধ গোলাপ মুঠো করে ধরে রক্তাক্ত হই নিষিদ্ধ হৃদয়ের হাতছানিতে। নিষিদ্ধ সব কিছু থেকে অমি প্রেরনা পাই। -রাজু রনরাজ

রাজু রণরাজ › বিস্তারিত পোস্টঃ

কুকুরের যৌনতা ও জামাত শিবির...

২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

কুকুরের দল আবারো মাঠে নেমেছে!ট্রাইবুনাল বাতিল ও তাদের শীর্ষ বাপদের মুক্তির দাবী নিয়ে আগ্রাসন!ইদানীং বড় বেশী মর্মাহত হই,জামাত শিবির রাস্তায় নামা কে কুকুরের যৌন মিলনের মতোই অসস্তিকর আর জঘন্য মনে হয়!কি হচ্ছে এসব করে?এই যে প্রশাসনের উপর হামলা কর্ছে রক্তপাত ঘটাচ্ছে কক্টেল ফাটাচ্ছে কাজের কাজ হচ্ছেটা কি?বাল হচ্ছে!কিছুই না। আমার মতে এই হায়েনাদের সময় থাকতেই পুড়িয়ে মারা উচিত। এদের পুষে রাখা মানেই কোনো এক ভাদ্র মাসে আবারো তাদের জেগে ওঠা। সেই সুযোগ দেয়া কি উচিত হবে সরকারের?অবশ্যই না!আসুন একটা একটা জামাত শিবির ধরে টুকরো টুকরো করে কেটে রাজপথে ছড়িয়ে রাখি যাতে ভবিষ্যতে এই ধরনের কাজ করার সাহস কেউ না পায়। আমরা শান্তি ও স্বাধীনতা চাই। আগামী প্রজন্মের জন্য রক্তাক্ত পিচ্ছিল পথ নয় মঙ্গলময় পৃথিবী রেখে যেতে চাই।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

সব্যসাচী গায়েন বলেছেন: জামাত শিবির চেনার উপায় খুঁজছি... চাইনা বিশ্বজিতের মতো বেঘোরে প্রাণ হারাক কেউ

২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: পোস্টে +++++

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

নিয়েল ( হিমু ) বলেছেন: সেটাই ;) ;)

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

জাহাজ ব্যাপারী বলেছেন: “এদের পুষে রাখা মানেই কোনো এক ভাদ্র মাসে আবারো তাদের জেগে ওঠা।“ কুকুর জেগে ওঠে কার্তিক মাসে - ভাদ্র মাসে না। রাগের মাথায় বুদ্ধি লোপ পেয়ে গেল যে! =p~ :P

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৯

রাজু রণরাজ বলেছেন: কুকুর দেখলেই চেনা যায়!বিশ্বজিতের ব্যাপারটা আরেকদল কুকুরের কারসাজি!প্রথমে পাগলা কুকুর(জামাত শিবির)তারপর সেইসব আবাল কুকরদের ধরা হবে। কাউকে ক্ষমা করা হবেনা।

৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫০

রিফাত উকিল বলেছেন: এই শালারা নাকি বেশ পাল্টায়া ফেলব এখন, গোয়েন্দারা রিপোর্ট করছে।

এগুলারে একটা একটা করে মাথায় গুলি করে গনকবর বানিয়ে পুতে ফেলতে মন চায় .... ।

মুক্তিযুদ্ধে আমার দাদা শহীদ, দুই চাচা শহীদ। আমার ইচ্ছা করে এগুলারে খুন কইরা ফালাই। আমার ফাসি হলে হোক।

৭| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২০

রাজু রণরাজ বলেছেন: @রিফাত... প্রথমেই সম্মান জানাই আপনাকে। আমি একজন অন্তত বিশ্বাস করি,আপনার আমার মতো শুভ চিন্তার মানুষ এখনো এ দেশে অগনিত। আমরা বেঁচে থাকতে এ দেশের ক্ষতি হবেনা!ওরা একদিন এমনিতেই ধ্বংস হয়ে যাবে।

৮| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৩

দায়িত্ববান নাগরিক বলেছেন: জামাত শিবির ধরে টুকরো টুকরো করে কেটে রাজপথে ছড়িয়ে রাখি যাতে ভবিষ্যতে এই ধরনের কাজ করার সাহস কেউ না পায়। আমরা শান্তি ও স্বাধীনতা চাই।

৯| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫০

স্বপনবাজ বলেছেন: পশ্রয় পেয়েই এরা আজ এই জায়গায় আসছে ! যে কোন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে যে কোন সরকার বা দল যদি এদের আবার পশ্রয় দেয় তবে তা দেশের মানুষের সাথে বেঈমানী করা হবে !

১০| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৩

রাজু রণরাজ বলেছেন: @ স্বপ্নবাজ... সহমত। কিন্ত এই সহজ কথাটা অনেকেই বুঝতে চায়না!যে সাপকে তারা বড়ো করছে সে সাপ যে তাদেরকে ছোবল দিতেও দ্বিধা করবেনা তো এক শ্রেণীর মানুষ বুঝেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.