| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজু রণরাজ
''নিষিদ্ধের জীবনী'' নিষেধ না মানা পথিক আমি নিষিদ্ধ আচরণে অভ্যস্ত। নিষিদ্ধ কোন নদী অথবা মাঠ ধরে ছুটে চলা নির্জীব আবেগ। আমি নিষিদ্ধ কিছু দেখলেই বলি ছুঁয়ে ফেলো ছুঁয়ে ফেলো নিষিদ্ধ অনুভবে . ডাক ও শাঁখের শব্দে আমি নগ্ন নৃত্য করি নিষিদ্ধ ভঙ্গিতে। আমার উল্লাস সব নিষিদ্ধ মন্ত্রের মতো। নিষিদ্ধ সবকিছু আমার ভালো লাগে। নিষিদ্ধ জীবন, নিষিদ্ধ সুখ, নিষিদ্ধ কষ্ট, নিষিদ্ধ যৌনতা, আমি প্রিয়ার শরীর ছুঁয়ে নিষিদ্ধ সময়ে নিষিদ্ধ আনন্দ খুঁজি। আমার ভালো লাগেনা নিষেধ মানতে। আমি নিষেধ না মানা নিষিদ্ধ কেউ। আমি নিষিদ্ধ শক্তির ঠাকুর। আমি আজন্ম নিষিদ্ধ ভগবানের নিষিদ্ধ মৃত্যু দুত। আমি নিষিদ্ধ দেবতার নিষিদ্ধ আতংক . আমি শুধু নিষিদ্ধের নিষিদ্ধ কলংক। প্রবল পূর্ণিমা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় নিষিদ্ধ বাস্তবতা। আমি সেদিকেই পা বাড়াই। আমি নিষিদ্ধ গোলাপ মুঠো করে ধরে রক্তাক্ত হই নিষিদ্ধ হৃদয়ের হাতছানিতে। নিষিদ্ধ সব কিছু থেকে অমি প্রেরনা পাই। -রাজু রনরাজ
কি কুদরত দেখাও হে মহামান্য রাষ্ট্রপতি,
হাতে ধরা কাগজখানা খসে পরার আগেই খসে পরো যেন নিজে!
এদিকে ভয়াবহ মহামারী টেনে ধরেছে রাষ্ট্রের লাগাম!
আর কতকাল শোকার্ত হবে পা হারানো স্ত্রীর মৃত্যুশোকে?
এবার একটু মানুষের জন্য কাঁদো!
খবিস শকুন আবারো জেগেছে দিকে দিকে,
পুলিশ মেরে মানুষ মেরে পালিশ করে দিচ্ছে গণতন্ত্রের অহংকার!
টনক নড়েনা তোমার?
আর কতকাল এভাবে রক্ত দেখে ঝিম মেরে থাকি নেশাখোর আহাম্মকের মতো!
আর যে সহেনা অপমানের জ্বালা
খাটাও হে তোমার নুন্যতম অধিকার;হে পুতুল তুমি মানুষ হও,জাগো মহামান্য জাগো-
রুখে দাঁড়াও
কাঁধে ভর দিয়ে হলেও দাঁড়াও....
আমরা সাধারন জনতা
অবাক নয়নে তাকিয়ে থেকেছি
বোবা কান্নায়!
আমাদের হাতে অস্ত্র নেই শক্তি নেই
বেঁচে আছি বিবস্ত্র মানচিত্রে
না পারার অপমানে!
আশ্চর্য আর কি কোন মহামানবের জন্ম হবেনা?
প্রবল বিশ্বাস বুকে নিয়ে যে বলতে পারে,
''ঘরে ঘরে দূর্গ গড়ে তোলো''
এবারের সংগ্রাম আবারো মুক্ত হবার সংগ্রাম?
শুধুই কি পশুর জন্ম হবে,
আর কোনো মানুষ কি জন্মাবেনা এ দেশে?
©somewhere in net ltd.