নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেবতার দেবতা আমি মানুষ..

দেবতার দেবতা আমি মানুষ..

রাজু রণরাজ

''নিষিদ্ধের জীবনী'' নিষেধ না মানা পথিক আমি নিষিদ্ধ আচরণে অভ্যস্ত। নিষিদ্ধ কোন নদী অথবা মাঠ ধরে ছুটে চলা নির্জীব আবেগ। আমি নিষিদ্ধ কিছু দেখলেই বলি ছুঁয়ে ফেলো ছুঁয়ে ফেলো নিষিদ্ধ অনুভবে . ডাক ও শাঁখের শব্দে আমি নগ্ন নৃত্য করি নিষিদ্ধ ভঙ্গিতে। আমার উল্লাস সব নিষিদ্ধ মন্ত্রের মতো। নিষিদ্ধ সবকিছু আমার ভালো লাগে। নিষিদ্ধ জীবন, নিষিদ্ধ সুখ, নিষিদ্ধ কষ্ট, নিষিদ্ধ যৌনতা, আমি প্রিয়ার শরীর ছুঁয়ে নিষিদ্ধ সময়ে নিষিদ্ধ আনন্দ খুঁজি। আমার ভালো লাগেনা নিষেধ মানতে। আমি নিষেধ না মানা নিষিদ্ধ কেউ। আমি নিষিদ্ধ শক্তির ঠাকুর। আমি আজন্ম নিষিদ্ধ ভগবানের নিষিদ্ধ মৃত্যু দুত। আমি নিষিদ্ধ দেবতার নিষিদ্ধ আতংক . আমি শুধু নিষিদ্ধের নিষিদ্ধ কলংক। প্রবল পূর্ণিমা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় নিষিদ্ধ বাস্তবতা। আমি সেদিকেই পা বাড়াই। আমি নিষিদ্ধ গোলাপ মুঠো করে ধরে রক্তাক্ত হই নিষিদ্ধ হৃদয়ের হাতছানিতে। নিষিদ্ধ সব কিছু থেকে অমি প্রেরনা পাই। -রাজু রনরাজ

রাজু রণরাজ › বিস্তারিত পোস্টঃ

নাস্তিক মৌলবাদের ঘাঁটি বামদল...

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮

বাংলাদেশের সুবিধাবাদী বামদল আর মৌলবাদীদের মধ্যে আমি পার্থক্য দেখিনা। ওরা উভয়েই উগ্রপন্থী। ব্যাপারটা এভাবে বলা যেতে পারে যে মুসলিম মৌলবাদী মানে জামাত শিবির,হিন্দু মৌলবাদী মানে শিবসেনা ইস্কন,আর নাস্তিক মৌলবাদের আখড়া হলো এ দেশের বামদলগুলো!

সুবিধাবাদী বামরা বরাবরি পরাজিত তাদের আতলামীর কারণে কেননা মারক্স লেনিন চে বেঁচে এখন কটকটিও খায়না কেউ!এরা হলো নির্বিষ অজগর সাপ শুধুই প্যাচ মারতে জানে নড়া চড়া না করে।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৪

উদাসীফাহিম বলেছেন: জামাট শিবির মুসলিমদল হৈল কবে?
ওরা মওদুদির দল

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৭

বিকেল বলেছেন: উদাসীফাহিম ভাই ভালো বলেছেনঃ জামাত শিবির মুসলিম দল না ... অরা ইসলামের চরম শুত্রুদের মধ্যে অন্যতম ...

এই পয়েন্ট ছাড়া পোস্ট দাতার সাথে সহমত

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৮

উদাসীফাহিম বলেছেন: বিকেল BHAI DHONNOBAD APNAKE.

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

আইজ্যাক নিউটন বলেছেন: অরা ইসলামের চরম শুত্রুদের মধ্যে অন্যতম ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.