নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেবতার দেবতা আমি মানুষ..

দেবতার দেবতা আমি মানুষ..

রাজু রণরাজ

''নিষিদ্ধের জীবনী'' নিষেধ না মানা পথিক আমি নিষিদ্ধ আচরণে অভ্যস্ত। নিষিদ্ধ কোন নদী অথবা মাঠ ধরে ছুটে চলা নির্জীব আবেগ। আমি নিষিদ্ধ কিছু দেখলেই বলি ছুঁয়ে ফেলো ছুঁয়ে ফেলো নিষিদ্ধ অনুভবে . ডাক ও শাঁখের শব্দে আমি নগ্ন নৃত্য করি নিষিদ্ধ ভঙ্গিতে। আমার উল্লাস সব নিষিদ্ধ মন্ত্রের মতো। নিষিদ্ধ সবকিছু আমার ভালো লাগে। নিষিদ্ধ জীবন, নিষিদ্ধ সুখ, নিষিদ্ধ কষ্ট, নিষিদ্ধ যৌনতা, আমি প্রিয়ার শরীর ছুঁয়ে নিষিদ্ধ সময়ে নিষিদ্ধ আনন্দ খুঁজি। আমার ভালো লাগেনা নিষেধ মানতে। আমি নিষেধ না মানা নিষিদ্ধ কেউ। আমি নিষিদ্ধ শক্তির ঠাকুর। আমি আজন্ম নিষিদ্ধ ভগবানের নিষিদ্ধ মৃত্যু দুত। আমি নিষিদ্ধ দেবতার নিষিদ্ধ আতংক . আমি শুধু নিষিদ্ধের নিষিদ্ধ কলংক। প্রবল পূর্ণিমা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় নিষিদ্ধ বাস্তবতা। আমি সেদিকেই পা বাড়াই। আমি নিষিদ্ধ গোলাপ মুঠো করে ধরে রক্তাক্ত হই নিষিদ্ধ হৃদয়ের হাতছানিতে। নিষিদ্ধ সব কিছু থেকে অমি প্রেরনা পাই। -রাজু রনরাজ

রাজু রণরাজ › বিস্তারিত পোস্টঃ

R.I.Pফেইম সিকার: সমাবেশ আমাদের...

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২২

সমাবেশ স্থলের ''ফেইম সিকার''দের উপর ঝাঁপিয়ে পড়ুন,কেটে টুকরো টুকরো করে ফেলে দিয়ে বলুন''ফাক অফ''

এইটা জনগণের সমাবেশ

ইঙ্গিত পেলে আর রেহাই দিবেন না

ব্যাক্তি স্বার্থের উর্ধে আজ দেশের স্বার্থ...

''ফেইম সিকার''রা নিপাত যাক...



কারা ফেইম সিকার?



১. যারা দেখবেন সমাবেশ বিরোধী উল্টা পাল্টা কথা বলে আপনার নজর কাড়তে চাইছে।

২. সমাবেশ স্থলে এক্টিভ না থেকে এক্সপোজে যারা ব্যাস্ত।

৩. মঞ্চে গিয়ে বলার আগে যারা মঞ্চে একটু আলো থাকার জন্য আফসোস করছে।

৪. এখানে ওখানে দাঁড়িয়ে পোজ মেরে ফটো তুলছে।(The field of war is not a photo studio)

৫. মূল মঞ্চে পড়ে থাকছে।

৬. নিজেক জাহির করতে আপ্রাণ চেষ্টা করছে।

৭. বিভিন্ন ভাবে যারা বুঝিয়ে দিতে চাইছে আন্দোলন তাদের কৃতিত্ব।

৮. চ্যানেলের ক্যামেরা দেখলেই যারা ইতি উতি দিচ্ছে।

৯. জনগণ বিরোধী প্রোপাগান্ডা ছড়িয়ে হাইলাইতেড হতে চেষ্টা করছে.

১০. নিজেকে নেতা হিসেবে জাহির করতে চাইছে ভাব্‌ নিয়ে হাঁটছে।



এরকম কাউকে দেখলেই বলবেন''দে লারা''তারপর টেনে ছিরে ফেলবেন। কারন এইটা ব্যাক্তিগত আন্দোলন নয়। এ আন্দোলন আমাদের. এখানে কোন নেতা নেই এখানে আমরা সবাই নেতা।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

জোনাক পোকা প্রামাণ্য জয় বলেছেন: Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.