| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজু রণরাজ
''নিষিদ্ধের জীবনী'' নিষেধ না মানা পথিক আমি নিষিদ্ধ আচরণে অভ্যস্ত। নিষিদ্ধ কোন নদী অথবা মাঠ ধরে ছুটে চলা নির্জীব আবেগ। আমি নিষিদ্ধ কিছু দেখলেই বলি ছুঁয়ে ফেলো ছুঁয়ে ফেলো নিষিদ্ধ অনুভবে . ডাক ও শাঁখের শব্দে আমি নগ্ন নৃত্য করি নিষিদ্ধ ভঙ্গিতে। আমার উল্লাস সব নিষিদ্ধ মন্ত্রের মতো। নিষিদ্ধ সবকিছু আমার ভালো লাগে। নিষিদ্ধ জীবন, নিষিদ্ধ সুখ, নিষিদ্ধ কষ্ট, নিষিদ্ধ যৌনতা, আমি প্রিয়ার শরীর ছুঁয়ে নিষিদ্ধ সময়ে নিষিদ্ধ আনন্দ খুঁজি। আমার ভালো লাগেনা নিষেধ মানতে। আমি নিষেধ না মানা নিষিদ্ধ কেউ। আমি নিষিদ্ধ শক্তির ঠাকুর। আমি আজন্ম নিষিদ্ধ ভগবানের নিষিদ্ধ মৃত্যু দুত। আমি নিষিদ্ধ দেবতার নিষিদ্ধ আতংক . আমি শুধু নিষিদ্ধের নিষিদ্ধ কলংক। প্রবল পূর্ণিমা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় নিষিদ্ধ বাস্তবতা। আমি সেদিকেই পা বাড়াই। আমি নিষিদ্ধ গোলাপ মুঠো করে ধরে রক্তাক্ত হই নিষিদ্ধ হৃদয়ের হাতছানিতে। নিষিদ্ধ সব কিছু থেকে অমি প্রেরনা পাই। -রাজু রনরাজ
আমি মনে প্রাণে আন্দোলনের সমর্থক এবং চাই আন্দোলন সফল হোক,কিন্ত আন্দোলন অন্য দিকে মোড় নিচ্ছেনা তো?কিছু ব্যাপার ঘটছে যা জনমনে বিভ্রান্তির সৃষ্টি করছে!কাদেরের ফাঁসীর দাবীতে সোচ্চার আন্দোলনের মাঠ আসলে কাদের দখলে?
প্রথমে শুনতে পেলাম স্লগাঙ্কন্যা অতিরিক্ত ক্লান্তি ও ডিহাইড্রেশন জনিত সমস্যার কারণে বার্ডেমে চিকিৎসা নিচ্ছেন পরক্ষনেই আবার তাকে শ্লোগানে দেখা যায় এর ও কিছুক্ষন পর সুর উঠে কে বা কারা তাঁর মাথায় বাঁশ দিয়ে আঘাত করেছে!ঘটনার তীব্র নিন্দা জানাই..
লাকী আক্তার বলেন তাকে আঘাত করেছে ছাত্রলীগের ছেলেরা!কিভাবে সম্ভব?এই সারে পাঁচ লাখ মানুষের সমাবেশে আপনি চিনলেন কিভাবে বুঝলেন কিভাবে যে আপনাকে ছাত্রলীগেরাই মেরেছে?তাদের কপালে কি নৌকা মার্কা ট্যাগ লাগানো ছিলো?নাকি এটাও বাম দিব্যদৃষ্টির ফসল?
এদিকে সাত দফা নিয়ে ব্লগারদের আভ্যন্তরীণ কোন্দল ও কারো অজানা নেই। এখানেও ঘোষক নিয়ে বিতর্ক।আন্দোলন আসলে কাদের?ব্লগারদের নাকি জনগণের?
সব মিলিয়ে আসলে পরিষ্কার হচ্ছেনা আম জনতার আন্দোলন আদতেই জনতার থাকছে কিনা নাকি চলে যাচ্ছে তৃতীয় শক্তির দখলে!যদি তাই হয় সেটা হবে খুবই দুখখজনক।
২|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৩
কাজলরেখা-০১ বলেছেন: আমি একমত
৩|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৭
আব্দুল মোমেন বলেছেন: চার দিক থেকে শয়তানরা কাজ করছে। আমাদেরকে সাবধান থাকতে হবে। সবাইকে শতর্ক হওয়ার ডাক দিচ্ছি। ধন্যবাদ।
লড়াই, লড়াই, লড়াই চাই
লড়াই করেই বাঁচতে চাই।
প্রয়োজনে বাঙ্গালী মরতে জানে, ইতিহাস সাক্ষী!!
৪|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৩
রাজু রণরাজ বলেছেন: কীভাবে কি হবে বুঝতে পারছিনা!একজন আবার রিপোর্ট করে আমাকে ছাগু ও ডাকল। হায়রে মানুষ!যাচাই করতে শেখ!জামাত শিবির বামদের আমি নিজেও প্রচন্ড ঘৃণা করি..
৫|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৮
জ্ঞাতিবৈর বলেছেন: কয়েকটা পোষ্ট ধরে বিভ্রান্তি ছড়াচ্ছ। এইটা তারই নতূন সংযোজন।
পোষ্ট রিপোর্টেড।
৬|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪০
চলতে ফিরতে দেখা বলেছেন: ''বিতর্কের মুখে গণসমাবেশ''
-বিতর্কের মুখে নয়, বিতর্কিত হয়ে গেছে, চিহ্নিত কিছু দলের নেতা-কর্মী দিয়ে আন্দোলন করে, আইন অমান্য করে তা সারা দেশের আন্দোলন বলে চালিয়ে দেবার চেষ্টা করা হচ্ছে।
-এটা যদি ব্লগারদের হবে, তবে কেন তারা শুধু বাম রাজনৈতিকদের দিয়ে আন্দোলন হচ্ছে। এখন দেখছি সরকারী দলও সরাসরি জড়িত। সরকারী খরচে খাবারও দেয়া হচ্ছে। আবার নিজেরা মারামারিও করছে এবং জানতে পারলাম মেয়েদের যৌন নির্যাতনও করা হচ্ছে। ধিক ধিক এই সব কর্মকান্ডকে।
-বিশ্বজিত হত্যাকান্ডের বিচার চাই। পুলিশ ধর্ষনের বিচার চাই। চোরদের বিচার চাই।
সব অপরাধের বিচার চাই, চাই, চাই...
৭|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৩
রাজু রণরাজ বলেছেন: @চলতে ফিরতে দেখা... হইসে এইখানে ম্যা ম্যা কইরনা!এক টপিক ছাইরা অন্য টপিকে লাফ দাওয় কেন মিয়া?তুমি কি ছাগু নাকি!আজব!
৮|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮
বি পজেটিভ বলেছেন: ছাগু তোকে গদাম
৯|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৫
ফাহীম দেওয়ান বলেছেন: @ রাজু রণরাজ - যদি ছাগু গোত্রীয় না হন, তবে আর একটাও বিভ্রান্তি মুলক পোষ্ট দিবা না। দিলে রিপোর্ট করবো। এত্ত সন্দেহ হইলে শাহবাগ আইসা দেইখা যান।
১০|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৭
ফাহীম দেওয়ান বলেছেন: @ চলতে ফিরতে দেখা -
"মেয়েদের যৌন নির্যাতনও করা হচ্ছে। " - এই কথা তোরে কে বলছে ?
মনে হইতাছে তুই নিজে করছস।
তুই যদি বেজন্মা না হইস তোর মা-বোনের কথা একবার ভাব। তুই কেমনে তাদের অপমান করিস ?
১১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০
চলতে ফিরতে দেখা বলেছেন: পত্রিকাগুলো ভাল করে পড় দেখেন। আমার নিজের কথা একটিও নয়।
-অগ্নি কণ্যা লাকির মাথা ফাটল কি করে? ওখানেত আমরা যাই নাই। আপনারাই ছিলেন। নিজের নেত্রিকে রক্ষা করতেও পারলেন না।
-যারা নিজেদের নেত্রিকে রক্ষা করতে পারে না। তারা অন্যকিছু করবে কি করে? প্রশ্ন জাগে....
- নারায়নগঞ্জের মামলা করেতে গেলে, মামলা না নিয়ে, সাধারণ ডায়েরি হয়েছে। বিশ্বাস না হয়। পত্রিকার দেখেন।
১২|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৫
রাজু রণরাজ বলেছেন: হ দেখছি,সমাবেশ এখন মারক্স লেনিন এর চে গুয়েভারার দখলে...
১৩|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮
স্মিথ হাসান বলেছেন: লাকী আক্তার বলেন তাকে আঘাত করেছে ছাত্রলীগের ছেলেরা!কিভাবে সম্ভব?এই সারে পাঁচ লাখ মানুষের সমাবেশে আপনি চিনলেন কিভাবে বুঝলেন কিভাবে যে আপনাকে ছাত্রলীগেরাই মেরেছে?তাদের কপালে কি নৌকা মার্কা ট্যাগ লাগানো ছিলো?নাকি এটাও বাম দিব্যদৃষ্টির ফসল?
১৪|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৭
রাজু রণরাজ বলেছেন: @হাসান... আমি কিন্তু যুক্তি দেখিয়ে বলেছি আবেগ দিয়ে বিচার করিনি।
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৯
সিউল রায়হান বলেছেন: তৃতীয় শক্তি (শিবির) চেয়েছিলো আন্দোলনে ঢুকে একে বিতর্কিত করতে কিন্তু ১৯৭১ এর মতই সবাই সব বিভেদ ভুলে শুয়রদের খেদিয়েছে...........
ছাগু তোকে গদাম
রিপোর্টেড