| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজু রণরাজ
''নিষিদ্ধের জীবনী'' নিষেধ না মানা পথিক আমি নিষিদ্ধ আচরণে অভ্যস্ত। নিষিদ্ধ কোন নদী অথবা মাঠ ধরে ছুটে চলা নির্জীব আবেগ। আমি নিষিদ্ধ কিছু দেখলেই বলি ছুঁয়ে ফেলো ছুঁয়ে ফেলো নিষিদ্ধ অনুভবে . ডাক ও শাঁখের শব্দে আমি নগ্ন নৃত্য করি নিষিদ্ধ ভঙ্গিতে। আমার উল্লাস সব নিষিদ্ধ মন্ত্রের মতো। নিষিদ্ধ সবকিছু আমার ভালো লাগে। নিষিদ্ধ জীবন, নিষিদ্ধ সুখ, নিষিদ্ধ কষ্ট, নিষিদ্ধ যৌনতা, আমি প্রিয়ার শরীর ছুঁয়ে নিষিদ্ধ সময়ে নিষিদ্ধ আনন্দ খুঁজি। আমার ভালো লাগেনা নিষেধ মানতে। আমি নিষেধ না মানা নিষিদ্ধ কেউ। আমি নিষিদ্ধ শক্তির ঠাকুর। আমি আজন্ম নিষিদ্ধ ভগবানের নিষিদ্ধ মৃত্যু দুত। আমি নিষিদ্ধ দেবতার নিষিদ্ধ আতংক . আমি শুধু নিষিদ্ধের নিষিদ্ধ কলংক। প্রবল পূর্ণিমা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় নিষিদ্ধ বাস্তবতা। আমি সেদিকেই পা বাড়াই। আমি নিষিদ্ধ গোলাপ মুঠো করে ধরে রক্তাক্ত হই নিষিদ্ধ হৃদয়ের হাতছানিতে। নিষিদ্ধ সব কিছু থেকে অমি প্রেরনা পাই। -রাজু রনরাজ
শুনলাম আরিফ জেবতিক চিনহিত করেছেন তোফায়েল সাহেবের সহচর লীগার লাকীকে আঘাত করেছেন। আরিফ ভাই কি সব ছেড়ে লাকীর মাথার দিকে তাকিয়ে ছিলেন?
একটা জিনিস মনে রাখবেন,রাজাকারের ফাঁসী দিতে গেলে কিন্ত এই সরকার ছাড়া বিকল্প কোন পথ খোলা নেই।
আন্দোলন যেন কোনভাবেই সরকার পতন নীতিতে ধাবিত না হয়!সোভিয়েত উনিয়ন সহ আরো কয়েকটি দেশের পরিণতির কথা মাথায় রাখুন!আমরা নিশ্চই চাইনা বাংলাদেশ ভেঙে উত্তর বাংলাদেশ দক্ষিন বাংলাদেশ হয়ে যাক। ''ছোট একটা রুটি তারে যদি টুটি,না ভরবে পেট্ বেহুদা কেটকেট''
সুতরাং যতোই কালো মাথায় লাল গোল চিনহ দিয়ে দেখিয়ে দেয়া হোক যে যা হচ্ছে সব আওয়ামী ষড়যন্ত্র এতে কান দিবেন না। যেহেতু এখানে কোন নেতৃত্ব নেই নিজেই নিজের গতিতে আন্দোলন করে যান। এর বিপরীতে হাল ধরে লাল সেনাদের ব্রেইন ওয়াশে মগ্ন হলেই কিন্ত শেষ!আম ও যাবে ছালা ও যাবে...
মনে রাখবেন,লাল পতাকার রাজনীতি কখনোই সুফল বয়ে আনে নাই আনবে ও না.....
২|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০২
রাজু রণরাজ বলেছেন: দুঃখিত আপনার কথা যদি নেতিবাচক হয় তাহলে আমি পড়তে নারাজ। আমি ছাগু না। আমি একজন সচেতন নাগরিক...
৩|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
প্রগ্রেসিভ বলেছেন: আ'লীগতো আজীবনই লাল পতাকার রাজনীতিকে ব্যবহার করেছে। আবার সময়মতো তারা বামদের ভ্রান্ত নীতিতে বিভ্রান্ত হয়েছে। কখনো প্রয়োজন শেষে দূরে ঠেলে দিয়েছে। আসলে বামদের খেলায় বঙ্গবন্ধু বিভ্রান্ত হয়েছিলেন। এখন তার কন্যা সেপথেই আছেন। আমরা গণতন্ত্র চাই। পরমত সহিষ্ঞুতা চাই। বহুদলীয় গণতন্ত্র চাই। আইনের শাসন চাই। চীন রাশিয়ার মতো কমিউনিস্ট পার্টির শাসন চাই না। আ'লীগ সেই খেলায় নিজেদের সম্পৃক্ত করলে তার ফল তারাই ভোগ করবে।
৪|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
বিপুল কুমার বিশ্বাস বলেছেন: একটা জিনিস মনে রাখবেন,রাজাকারের ফাঁসী দিতে গেলে কিন্ত এই সরকার ছাড়া বিকল্প কোন পথ খোলা নেই।
আন্দোলন যেন কোনভাবেই সরকার পতন নীতিতে ধাবিত না হয়!সোভিয়েত ইউনিয়ন সহ আরো কয়েকটি দেশের পরিণতির কথা মাথায় রাখুন!আমরা নিশ্চই চাইনা বাংলাদেশ ভেঙে উত্তর বাংলাদেশ দক্ষিন বাংলাদেশ হয়ে যাক। ''ছোট একটা রুটি তারে যদি টুটি,না ভরবে পেট্ বেহুদা কেটকেট''
বিপরীতে হাল ধরে লাল সেনাদের ব্রেইন ওয়াশে মগ্ন হলেই কিন্ত শেষ!আম ও যাবে ছালা ও যাবে
৫|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১০
রাজু রণরাজ বলেছেন: আওয়ামিলীগ ও কম বড় খিলাড়ি নয় তাই আজ পর্যন্ত বামরা সুবিধা করতে পারেনি পারবে ও না। কিন্তু আফসোস এরকম একটা আন্দোলন থেকে ও বিফল ফায়দা লুটবে বামরা।
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
আগুয়ান বলেছেন:
গণজাগরণ ও আমার কিছু কথা-
Click This Link