নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেবতার দেবতা আমি মানুষ..

দেবতার দেবতা আমি মানুষ..

রাজু রণরাজ

''নিষিদ্ধের জীবনী'' নিষেধ না মানা পথিক আমি নিষিদ্ধ আচরণে অভ্যস্ত। নিষিদ্ধ কোন নদী অথবা মাঠ ধরে ছুটে চলা নির্জীব আবেগ। আমি নিষিদ্ধ কিছু দেখলেই বলি ছুঁয়ে ফেলো ছুঁয়ে ফেলো নিষিদ্ধ অনুভবে . ডাক ও শাঁখের শব্দে আমি নগ্ন নৃত্য করি নিষিদ্ধ ভঙ্গিতে। আমার উল্লাস সব নিষিদ্ধ মন্ত্রের মতো। নিষিদ্ধ সবকিছু আমার ভালো লাগে। নিষিদ্ধ জীবন, নিষিদ্ধ সুখ, নিষিদ্ধ কষ্ট, নিষিদ্ধ যৌনতা, আমি প্রিয়ার শরীর ছুঁয়ে নিষিদ্ধ সময়ে নিষিদ্ধ আনন্দ খুঁজি। আমার ভালো লাগেনা নিষেধ মানতে। আমি নিষেধ না মানা নিষিদ্ধ কেউ। আমি নিষিদ্ধ শক্তির ঠাকুর। আমি আজন্ম নিষিদ্ধ ভগবানের নিষিদ্ধ মৃত্যু দুত। আমি নিষিদ্ধ দেবতার নিষিদ্ধ আতংক . আমি শুধু নিষিদ্ধের নিষিদ্ধ কলংক। প্রবল পূর্ণিমা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় নিষিদ্ধ বাস্তবতা। আমি সেদিকেই পা বাড়াই। আমি নিষিদ্ধ গোলাপ মুঠো করে ধরে রক্তাক্ত হই নিষিদ্ধ হৃদয়ের হাতছানিতে। নিষিদ্ধ সব কিছু থেকে অমি প্রেরনা পাই। -রাজু রনরাজ

রাজু রণরাজ › বিস্তারিত পোস্টঃ

অপধর্মের জীবনীশক্তি...

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪

মানুষ মূলত মানুষ নয়। মানুষ এক প্রকার তরল বায়বীয় কঠিনাকার অবপদার্থ!

একজন মানুষ তখনি তার সুচেতনায় জাগ্রত হয় যখন তার স্বার্থ নাড়া দেয় অথবা যৌনতা নাড়া দেয় পরিপূর্ণ আবেশে। মানুষ আসলে মানুষ নয়। অবরুদ্ধ জীবন আর যৌবনের দাস। মানুষের জীবনী শক্তি তার যৌনতা তথা তার যৌন কর্ম ক্ষমতা দ্বারা পরিচালিত হয়। এতে কোন দেবতার হাত নেই।



মানুষের আরেক ধর্মের নাম মিলনবাদ... তত্তগত দিক দিয়ে বিবেচনা করলে সুদূরপ্রসারী সফলতার নিয়ামক। কোন পঙ্গুত্ত বা অন্ধত্বের ঠাই নেই। এই ধর্মের অনুসারীদের বলা হয় ন্যুডিস্ট বা নগ্ন ধর্মাবলম্বী। প্রকৃতির কাছাকাছি থাকার ভাবাবেগ। প্রকৃতি ই যাদের উপাসনালয়। তারা উপাসনা করে নগ্ন প্রকৃতির নগ্ন ঈশ্বরের। মিলনের মাহাত্মে খুঁজে খুঁজে তুলে আনে স্বর্গের সুখ। বস্তুত প্রকৃতি নিজেও মিলন পরিপন্থী নয়। আর এই মতবাদে বিশ্বাসী যে গোপন না করাতেই মিলনের আনন্দ। আর সেই নগ্ন ধর্ম।



এটা কোনভাবেই কোন অপধর্ম নয়,অন্যভাবে বললে এটা অপধর্ম ধর্মের অপর রূপ...

যেখানে নির্মল নীলাভ হিজাবের ঠাই নেই...

এই ধর্মের প্রার্থনার নাম মিলন।

এই ধর্মের পুণ্যের নাম সঙ্গম।

এই ধর্মের শক্তির নাম যৌবন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.