নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেবতার দেবতা আমি মানুষ..

দেবতার দেবতা আমি মানুষ..

রাজু রণরাজ

''নিষিদ্ধের জীবনী'' নিষেধ না মানা পথিক আমি নিষিদ্ধ আচরণে অভ্যস্ত। নিষিদ্ধ কোন নদী অথবা মাঠ ধরে ছুটে চলা নির্জীব আবেগ। আমি নিষিদ্ধ কিছু দেখলেই বলি ছুঁয়ে ফেলো ছুঁয়ে ফেলো নিষিদ্ধ অনুভবে . ডাক ও শাঁখের শব্দে আমি নগ্ন নৃত্য করি নিষিদ্ধ ভঙ্গিতে। আমার উল্লাস সব নিষিদ্ধ মন্ত্রের মতো। নিষিদ্ধ সবকিছু আমার ভালো লাগে। নিষিদ্ধ জীবন, নিষিদ্ধ সুখ, নিষিদ্ধ কষ্ট, নিষিদ্ধ যৌনতা, আমি প্রিয়ার শরীর ছুঁয়ে নিষিদ্ধ সময়ে নিষিদ্ধ আনন্দ খুঁজি। আমার ভালো লাগেনা নিষেধ মানতে। আমি নিষেধ না মানা নিষিদ্ধ কেউ। আমি নিষিদ্ধ শক্তির ঠাকুর। আমি আজন্ম নিষিদ্ধ ভগবানের নিষিদ্ধ মৃত্যু দুত। আমি নিষিদ্ধ দেবতার নিষিদ্ধ আতংক . আমি শুধু নিষিদ্ধের নিষিদ্ধ কলংক। প্রবল পূর্ণিমা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় নিষিদ্ধ বাস্তবতা। আমি সেদিকেই পা বাড়াই। আমি নিষিদ্ধ গোলাপ মুঠো করে ধরে রক্তাক্ত হই নিষিদ্ধ হৃদয়ের হাতছানিতে। নিষিদ্ধ সব কিছু থেকে অমি প্রেরনা পাই। -রাজু রনরাজ

রাজু রণরাজ › বিস্তারিত পোস্টঃ

''নতুন কর্মসূচী-নেতার নাম চেটের বাল''

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪১

আন্দোলনকে আধমরা করে ফেলার কর্মসূচী দেয়া হইসে!আরে চেটের বালগুলা এইটা কি অফিস পাইসোস যে ৯টা ৫টা অফিস করার মতো ৩টা ১০টা আন্দোলন হবে?তাইলে এইটা আর আন্দোলন থাকল কিভাবে?সরকার থেকে যখন খিচুড়ি পরিবেশন করা হৈসিলো তখনি বুঝছিলাম এইটার অবস্থা কেরা বেরা হইয়া যাইবো!গাঙে একবার বাঁধ দিলে সে গাঙের কোন না কু জায়গায় চিরস্থায়ী চর পরে!আহাম্মকের দল সময় বাইন্ধা দিয়া এই যে একটা কাম করলো এইটা তো ভয়াবহ প্রভাব পরবে!এইটা তো তুফান মেইল রেল না যে স্টেশন ধইরা ধইরা কাম চালাইব?নাকি আজকে কক্সবাজারে শিবিরের হামলা আর জাফরের মৃত্যুর প্রভাব পড়ছে?যারা বালের নেতা সাজবার ভং ধর্তেসেন তাদের বলতেসি,ডরাইলে আপনারা ডরাইতে পারেন আমরা ডরাইনাই। আপনারা না আসলে না আইসেন,আমরা চালায়া যাবো আন্দোলন।

আমরা এই কর্মসূচী মানিনা

মানিনা

মানিনা

এর তীব্র নিন্দা জানাই...

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সহি কথা।

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮

শের শায়রী বলেছেন: বুজলাম না কারা এত বড় বিপ্লবী যারা স্কুলের মত টাইম ঠিক করে বিপ্লব ঠিক করে? কারা সেই সব নেতা যারা জনগনের আন্দোলনের দিক নির্দেশনা দেয়? যে মূহুর্তে জামাত হরতাল দিল সেই মূহুর্তে কোথায় আন্দোলন বেগবান হবে তা না আন্দোলন এক রকম বন্ধ করে দিল। আসলেই কি এই সব তথাকথিত নেতাদের কথা সাধারন মানূষ মানবে? আমরা কি আর একবার রাজাকারদের কাছে পরাজিত হব?

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫

অপূর্ণ রায়হান বলেছেন: শাহবাগ আন্দোলনে অংগ্রহণকারী ভাই বোনেরা , শাহবাগ থেকে কেউ সরবেন না । এই আন্দোলন গুটিকয়েক মানুষের ইচ্ছার উপরে চলবে না । প্রয়োজনে ওদেরকে অবাঞ্ছিত ঘোষণা করে নবজাগরণের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হোক । জনগণই সঠিক ও আপোষহীন কণ্ঠস্বরটি খুঁজে নেবে ।

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮

ফ্রাঙ্কেস্টাইন বলেছেন: মানিনা মানবো না।

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১০

রাজু রণরাজ বলেছেন: Just R.I.P those criminals from there....
আমরা থেমে থাকবোনা

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৪

সে।হ।গ বলেছেন: আরো আগেই থামতে হত।এখন আবার টাইম লাইন..৩-১০ টা ! এরপর ৫-১০ টা ..১০-১০ টা এরপর ০-০ টা ।পুরোই গোলমেলে ।

৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩০

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:


সাইদীর রায় চান -- তাইলেই আবার বসতে পারবেন শাহাবাগে ----

৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৯

ক্ষমতা বলেছেন: লাইক

আন্দোলন চলছে চলবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.