নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেবতার দেবতা আমি মানুষ..

দেবতার দেবতা আমি মানুষ..

রাজু রণরাজ

''নিষিদ্ধের জীবনী'' নিষেধ না মানা পথিক আমি নিষিদ্ধ আচরণে অভ্যস্ত। নিষিদ্ধ কোন নদী অথবা মাঠ ধরে ছুটে চলা নির্জীব আবেগ। আমি নিষিদ্ধ কিছু দেখলেই বলি ছুঁয়ে ফেলো ছুঁয়ে ফেলো নিষিদ্ধ অনুভবে . ডাক ও শাঁখের শব্দে আমি নগ্ন নৃত্য করি নিষিদ্ধ ভঙ্গিতে। আমার উল্লাস সব নিষিদ্ধ মন্ত্রের মতো। নিষিদ্ধ সবকিছু আমার ভালো লাগে। নিষিদ্ধ জীবন, নিষিদ্ধ সুখ, নিষিদ্ধ কষ্ট, নিষিদ্ধ যৌনতা, আমি প্রিয়ার শরীর ছুঁয়ে নিষিদ্ধ সময়ে নিষিদ্ধ আনন্দ খুঁজি। আমার ভালো লাগেনা নিষেধ মানতে। আমি নিষেধ না মানা নিষিদ্ধ কেউ। আমি নিষিদ্ধ শক্তির ঠাকুর। আমি আজন্ম নিষিদ্ধ ভগবানের নিষিদ্ধ মৃত্যু দুত। আমি নিষিদ্ধ দেবতার নিষিদ্ধ আতংক . আমি শুধু নিষিদ্ধের নিষিদ্ধ কলংক। প্রবল পূর্ণিমা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় নিষিদ্ধ বাস্তবতা। আমি সেদিকেই পা বাড়াই। আমি নিষিদ্ধ গোলাপ মুঠো করে ধরে রক্তাক্ত হই নিষিদ্ধ হৃদয়ের হাতছানিতে। নিষিদ্ধ সব কিছু থেকে অমি প্রেরনা পাই। -রাজু রনরাজ

রাজু রণরাজ › বিস্তারিত পোস্টঃ

কালো ব্যাজ নাকি শয়তানী লেবাস?...

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬

কালো মুখোশ(কালো ব্যাজ)এক টুকরো কালো কাপড় বুকে ধারণ করে তারা কি আড়াল করতে চায়?বিপ্লবে সংহতিতে শোকের কোনো বেইল নেই। শোক পরিণত করতে হবে শক্তিতে কালো ব্যাজ পরে শয়তানী লেবাসে নয়...



আজ মানুষের বিরুদ্ধে মানুষ নয় পিশাচের বিরুদ্ধে মানুষের লড়াই হোক। কালো ব্যাজ ধারণ করা মানে পিশাচের বেশ ধারণ করা!কালো মৃত্যুর রং,অন্ধকারের রং,ধর্মান্ধতার রং। এই পবিত্র আন্দোলনে কালোর কোনো ঠাই যেন না হয়!



আমরা শোকাহত নই। যোদ্ধারা শোকাহত হয়না!একেকটি মৃত্যু মানে যুদ্ধকে আরেক ধাপ এগিয়ে দেয়া। বিজয়ের পথ আরো সহজ করে দেয়া। সেখানে কালো ব্যাজ এর ভং ধরে তারা কি আড়াল করতে চায়?



সুতরাং সবার প্রতি অনুরোধ এইসব আবাল মার্কা বেশ ধারণ বাদ দেন!বেশ ধরে আন্দোলন হয়না। আজ বাসন্তী তো কাল লাল আবার পরশু কালো!ভাব বাদ দেন!স্টেজে বা স্টেজের পেছনে না মাঠে সক্রিয় হোন..



চোদা খাইবোনা চাইবো গর্ভধারণ এই নীতিতে আন্দোলন চলেনা। মাঠে নাইমা পাছা চুল্‌কাইলে শুধু গোল ই খাইবেন। এখন সময় আসছে, সামনে ফুটবল,শট দেন। জোর কদমে লাত্থি মারেন। যেখানে পাইবেন সেখানেই গোল।



জয় বাংলা...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.