নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেবতার দেবতা আমি মানুষ..

দেবতার দেবতা আমি মানুষ..

রাজু রণরাজ

''নিষিদ্ধের জীবনী'' নিষেধ না মানা পথিক আমি নিষিদ্ধ আচরণে অভ্যস্ত। নিষিদ্ধ কোন নদী অথবা মাঠ ধরে ছুটে চলা নির্জীব আবেগ। আমি নিষিদ্ধ কিছু দেখলেই বলি ছুঁয়ে ফেলো ছুঁয়ে ফেলো নিষিদ্ধ অনুভবে . ডাক ও শাঁখের শব্দে আমি নগ্ন নৃত্য করি নিষিদ্ধ ভঙ্গিতে। আমার উল্লাস সব নিষিদ্ধ মন্ত্রের মতো। নিষিদ্ধ সবকিছু আমার ভালো লাগে। নিষিদ্ধ জীবন, নিষিদ্ধ সুখ, নিষিদ্ধ কষ্ট, নিষিদ্ধ যৌনতা, আমি প্রিয়ার শরীর ছুঁয়ে নিষিদ্ধ সময়ে নিষিদ্ধ আনন্দ খুঁজি। আমার ভালো লাগেনা নিষেধ মানতে। আমি নিষেধ না মানা নিষিদ্ধ কেউ। আমি নিষিদ্ধ শক্তির ঠাকুর। আমি আজন্ম নিষিদ্ধ ভগবানের নিষিদ্ধ মৃত্যু দুত। আমি নিষিদ্ধ দেবতার নিষিদ্ধ আতংক . আমি শুধু নিষিদ্ধের নিষিদ্ধ কলংক। প্রবল পূর্ণিমা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় নিষিদ্ধ বাস্তবতা। আমি সেদিকেই পা বাড়াই। আমি নিষিদ্ধ গোলাপ মুঠো করে ধরে রক্তাক্ত হই নিষিদ্ধ হৃদয়ের হাতছানিতে। নিষিদ্ধ সব কিছু থেকে অমি প্রেরনা পাই। -রাজু রনরাজ

রাজু রণরাজ › বিস্তারিত পোস্টঃ

''ধর্মকারী''ব্লগ ব্যান করা হোক...

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০

দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে দেখা যাচ্ছে সংঘাত গড়াচ্ছে আস্তিক নাস্তিক সংঘর্ষের দিকে।

আমরা এটা চাইনা!চাইনা গণ মানুষের স্বার্থে করা এই আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত হোক। আন্দোলন বিতর্কিত হোক। সে কারনে নাস্তিক ভাইরা একটু চুপ থাকেন!ধর্মের সাথে সাংহর্ষিক লেখালেখি বন্ধ করেন। এই ধরনের বিকৃত আচরণ কোনো কালেই ভালো ফল বয়ে আনেনি আনবে ও না। আপনাদের লেখার কারণেই সমাবেশের দিকে আঙ্গুল তুলে বলা হচ্ছে''ঐটা নাস্তিকদের সমাবেশ''আপনাদের বিতর্কিত হবার মনোভাব থেকে আজ সমাবেশ ও বিতর্কিত।

এটা কোনো কাজের কথা না!ধর্মানুভুতিতে আঘাত করে পাওয়া সস্তা জনপ্রিয়তা যদি জীবনে বিপর্যয় ডেকে আনে তা সত্যি দুর্ভাগ্যের ব্যাপার। কি দরকার আধ্যাত্মিক বিশ্বাসকে গালাগাল করার?তাহলে আপনাদের আর ঐ মৌলবাদীদের মধ্যে ফারাক থাকল কই?



তাই অনুরোধ করছি,নাস্তিক ভাইরা একটু চুপ থাকুন। সেই বিষয়ে উল্লেখযোগ্য প্লাটফর্ম ''ধর্মকারী''ব্লগ ব্যান করার জোর দাবী জানাচ্ছি। সেই সাথে ''সচলায়তন'' ও ''মুক্তমনার''ব্লগারদের ও অনুরোধ করছি একটু সচেতন হবার।

আমরা রাজীবের মতো আর কোনো স্বজনের লাশ দেখতে চাইনা...

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪

োসমানী বলেছেন: কি দরকার আধ্যাত্মিক বিশ্বাসকে গালাগাল করার?তাহলে আপনাদের আর ঐ মৌলবাদীদের মধ্যে ফারাক থাকল কই


কোন ব্লগ ব্যান করার পক্ষে আমি নই। যে যার মত প্রকাশ করুক (যদিও এ সব মুক্তমনাদের দাবীতে সরকার সোনার বাংলা ব্লগ বন্ধ করে দিছে)। এটা বাকশালী আচরণ। এখন মানুষ বাকশাল খাবে না। সরকারের বুঝা উচিত।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪

তামীম বলছি বলেছেন: কিছুদিন আগেও ধর্মকারী ব্যান ছিল বাংলাদেশে। অতি সাম্প্রতি এইটা খুলে দেওয়া হয়েছে।
বিটিসিএল এর কে বা কার নির্দেশে এইটা খুলে দেওয়া হল, সেটা বের করা গেলে বাংলাদেশকে কারা সাম্প্রদায়িক সংঘাতের দিকে ঠেলে দিতে চায়, সেটা বেরিয়ে আসবে।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩২

অভুতপূর্ব বলেছেন: আর কত ব্যান করবেন ভাই, সব খোলা থাক । মানুষ দেখুক, পড়ুক, জানুক তারপর নিজের বিবেক দিয়ে বিবেচনা করুক। ভয় নাই, সবশেষে সত্যেরই জয় হবে। এইটুকু বিশ্বাস তো রাখতেই হবে।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮

মিত্রাক্ষর বলেছেন: নাস্তিক কোন সমস্যা ছিল না, সমস্যা হল ধর্ম নিয়ে গালিগালাজ করা। আমার মনে হয়না ধর্মীয় অনুভুতিতে আঘাত হানার জন্য রাজিবকে হত্যা করা হয়েছে। সে যদি ইসলাম নিয়ে ব্যাঙ্গ-মস্করা না করতো তাহলে শাহবাগের আন্দোলন আজ দুভাগে বিভক্ত হত না।
ধর্ম সবার কাছেই একটা সেন্সেটিভ ব্যাপার। ব্লগ কর্তিপক্ষকে এ ব্যাপারে কঠোর হতে হবে।

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০

রাজু রণরাজ বলেছেন: ''সোনার বাংলাদেশ'' ''ধর্মকারী'' ব্লগ এগুলা না থাকাই ভালো... আর কোনো রক্তপাত দেখতে চাইনা। ভালো লাগেনা!!!ধর্মান্ধতা আর নব্য নাস্তিক্যবাদ যদ্দিন না দূরীভূত হবে এ দেশে শান্তি আসবেনা। নাস্তিক আর মৌলবাদী এই দুই সম্প্রদায় মূলত অশান্তির জন্য দায়ী...

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪২

রাজু রণরাজ বলেছেন: @মিত্রাক্ষর... আপনার সাথে সহমত

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪২

রাজু রণরাজ বলেছেন: @অরিন্দম007... যুক্তি এবং প্রমাণ সহ নিজেকে উপস্থাপন করুন!সামু অথবা আমার ব্লগে কেউ যদি কিছু লিখে বা বলে সেখানে যুক্তি খণ্ডন বা তর্কের একটা ব্যাপার থেকে যায়!মত প্রকাশের যেটা আসল রূপ এখানে তার চর্চা হয়... কিন্ত''সচলায়তন'' ''ধর্মকারী'' ও ''মুক্তমনায়'' সে সুযোগ নেই... ওরা একটা চক্র হিসেবে কাজ করে যাচ্ছে।

৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

মিজান আফতাব বলেছেন: মিত্রাক্ষর বলেছেন: নাস্তিক কোন সমস্যা ছিল না, সমস্যা হল ধর্ম নিয়ে গালিগালাজ করা। আমার মনে হয়না ধর্মীয় অনুভুতিতে আঘাত হানার জন্য রাজিবকে হত্যা করা হয়েছে। সে যদি ইসলাম নিয়ে ব্যাঙ্গ-মস্করা না করতো তাহলে শাহবাগের আন্দোলন আজ দুভাগে বিভক্ত হত না।
ধর্ম সবার কাছেই একটা সেন্সেটিভ ব্যাপার।


সহমত মিত্রাক্ষরের বক্তব্যে।

৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০১

চ।ন্দু বলেছেন: ব্লগ ব্যান করলে সর্বপ্রথম "মুক্তমনা"কে করা উচিৎ। ওখানকার ব্লগাররা সভ্য মানুষ হিসেবে গণ্য কিনা সেটা সন্দেহ করার যথেষ্ট অবকাশ রয়েছে।

১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

বিপ্লবী পথিক বলেছেন: সকল নাস্তিক ব্লগ ব্যান করা হোক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.