নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেবতার দেবতা আমি মানুষ..

দেবতার দেবতা আমি মানুষ..

রাজু রণরাজ

''নিষিদ্ধের জীবনী'' নিষেধ না মানা পথিক আমি নিষিদ্ধ আচরণে অভ্যস্ত। নিষিদ্ধ কোন নদী অথবা মাঠ ধরে ছুটে চলা নির্জীব আবেগ। আমি নিষিদ্ধ কিছু দেখলেই বলি ছুঁয়ে ফেলো ছুঁয়ে ফেলো নিষিদ্ধ অনুভবে . ডাক ও শাঁখের শব্দে আমি নগ্ন নৃত্য করি নিষিদ্ধ ভঙ্গিতে। আমার উল্লাস সব নিষিদ্ধ মন্ত্রের মতো। নিষিদ্ধ সবকিছু আমার ভালো লাগে। নিষিদ্ধ জীবন, নিষিদ্ধ সুখ, নিষিদ্ধ কষ্ট, নিষিদ্ধ যৌনতা, আমি প্রিয়ার শরীর ছুঁয়ে নিষিদ্ধ সময়ে নিষিদ্ধ আনন্দ খুঁজি। আমার ভালো লাগেনা নিষেধ মানতে। আমি নিষেধ না মানা নিষিদ্ধ কেউ। আমি নিষিদ্ধ শক্তির ঠাকুর। আমি আজন্ম নিষিদ্ধ ভগবানের নিষিদ্ধ মৃত্যু দুত। আমি নিষিদ্ধ দেবতার নিষিদ্ধ আতংক . আমি শুধু নিষিদ্ধের নিষিদ্ধ কলংক। প্রবল পূর্ণিমা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় নিষিদ্ধ বাস্তবতা। আমি সেদিকেই পা বাড়াই। আমি নিষিদ্ধ গোলাপ মুঠো করে ধরে রক্তাক্ত হই নিষিদ্ধ হৃদয়ের হাতছানিতে। নিষিদ্ধ সব কিছু থেকে অমি প্রেরনা পাই। -রাজু রনরাজ

রাজু রণরাজ › বিস্তারিত পোস্টঃ

শুধু বেলুন নয় সাথে উড়াই বাহারি কন্ডম-অভূতপূর্ব বিটলামী...

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৫

শাহবাগের হালচাল কেউ বুঝতাসে না!এইরকম মাতলামি আৎলামি কর্মসুচি কে দিতেসে?৩ মিনিট নীরবতা আর মোম বাতির কর্মসুচি দেয়া হৈসিল নিজে জালাইছি ভালো লাগসে নিজের ভেতর একটা প্রেরনা পাইসি। জাতীয় সংগীতের সাথে সাথে সব শিক্ষালয়ে পতাকা উত্তোলন তো আরো অসাধারন ছিলো। মানুষের সেন্টিমেন্টে অনেক আঁচড় কেটেছে।



কিন্ত এই যে বেলুন উরাইন্না কর্মসুচি দিলো,এইটা কিসু হইল?চিঠি নাহয় লেখা গেল কিন্ত আমি কসম কাইট্যা কইতে পারি আইজ পর্যন্ত সিলেটে গ্যাস বেলুন কই পাওয়া যায় দেখিনাই। তো আমরা কি করুম?কন্ডম ফুলায়া পরিবার পরিকল্পনায় মানুষরে এওয়ার কৈরা দুধের স্বাদ ঘুলে মিটামু?



আরে ভাই!করতেছেনটা কি?প্রজন্ম চত্বর কি শিশুপার্ক যে বেলুন ফুলায়া বেলুন উরায়া মৌজ মাস্তি করবেন?শহীদ হয়ে যাওয়া শহীদ দের উদ্দেশ্যে বেলুন্বালা উরু চিঠি দিয়া জামাত তাড়াইবেন? ভালা... তাড়াইতে থাকেন...

এরা একটা একটা কইরা আমাদের কল্লা কাইটা নিক আর আমরা মনের আনন্দে বেলুন ফুলাই,মোম জ্বালাই গান গাই।



হায়রে আন্দোলনের তোতা,তুমি কার মুখের বুলি ছার্তাসো?



মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.