নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেবতার দেবতা আমি মানুষ..

দেবতার দেবতা আমি মানুষ..

রাজু রণরাজ

''নিষিদ্ধের জীবনী'' নিষেধ না মানা পথিক আমি নিষিদ্ধ আচরণে অভ্যস্ত। নিষিদ্ধ কোন নদী অথবা মাঠ ধরে ছুটে চলা নির্জীব আবেগ। আমি নিষিদ্ধ কিছু দেখলেই বলি ছুঁয়ে ফেলো ছুঁয়ে ফেলো নিষিদ্ধ অনুভবে . ডাক ও শাঁখের শব্দে আমি নগ্ন নৃত্য করি নিষিদ্ধ ভঙ্গিতে। আমার উল্লাস সব নিষিদ্ধ মন্ত্রের মতো। নিষিদ্ধ সবকিছু আমার ভালো লাগে। নিষিদ্ধ জীবন, নিষিদ্ধ সুখ, নিষিদ্ধ কষ্ট, নিষিদ্ধ যৌনতা, আমি প্রিয়ার শরীর ছুঁয়ে নিষিদ্ধ সময়ে নিষিদ্ধ আনন্দ খুঁজি। আমার ভালো লাগেনা নিষেধ মানতে। আমি নিষেধ না মানা নিষিদ্ধ কেউ। আমি নিষিদ্ধ শক্তির ঠাকুর। আমি আজন্ম নিষিদ্ধ ভগবানের নিষিদ্ধ মৃত্যু দুত। আমি নিষিদ্ধ দেবতার নিষিদ্ধ আতংক . আমি শুধু নিষিদ্ধের নিষিদ্ধ কলংক। প্রবল পূর্ণিমা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় নিষিদ্ধ বাস্তবতা। আমি সেদিকেই পা বাড়াই। আমি নিষিদ্ধ গোলাপ মুঠো করে ধরে রক্তাক্ত হই নিষিদ্ধ হৃদয়ের হাতছানিতে। নিষিদ্ধ সব কিছু থেকে অমি প্রেরনা পাই। -রাজু রনরাজ

রাজু রণরাজ › বিস্তারিত পোস্টঃ

প্রোপাগান্ডা-খাইলে গো তোর মা আইলো চুক্কা রড লইয়া...

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫

ভাই চেতেন কেনু?সাঈদী নিজামী কি আপনার বাপ হয়?ভাব দেখাইতেছেন ওরে আমার কোকিলা টান না মাইরা খুইল্লালা!

জবাবে ভদ্রলোক বেজায় ক্ষেপ্লেন,তিনি বললেন হ সাইদী নিজামী আমার বাপ!আপনার কুনু প্রবলেম আছে?

আমি মাথা নাইরা বুঝাইয়া দিলাম আমার কোনো প্রবলেম নাই!দুই পিতার ঔরসে যার জন্ম সে তো ব্যাপক পাব্লিসিটি পাওয়ার দাবিদার...!



হায়রে বেডা দুধু খাইতে কি অহন আর ফিডার লাগে নিকি?যাহ দুষ্টু!



যাক সে কথা!আন্দোলন চলতেসে তাহার মতো!টগবগাইন্না ঘোড়ার লাহান!আমি ও সেই ঘোড়ার সওয়ার!

কিন্ত ভাই এইডা কি শুরু হৈলো?এই যে আস্তিক নাস্তিক ভাব নিয়া তেনা প্যাচাইতেছেন আন্দোলনটারে কি আপনার বৌ এর ব্রেসিয়ার পাইসেন যে ইচ্ছা মতো কচলাইবেন?হাত যদি নিশপিশ করে তাইলে যান দরজা লাগায়া হুইয়া পরেন সয়াবীন তেল আর ফেমিকন আমরা সাপ্লাই দিমু। এক আপদ গেল। নাস্তিক ভাইয়ারা,কিতা হইসে?ইতা কিতা?খোচায়া মাতৈন কেনে?ইতা এখন বাদ দেন!আন্দলন্ডা সফল হউক। আপনারা বরং চ্যানেলে চ্যানেলে গিয়া লিউনার্দো ডি কাফ্রীও হোন। আমরা আন্দোলন নিয়া থাকি।



কাল্পনিক পোস্টখানা এখানেই শেষ!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.