| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজু রণরাজ
''নিষিদ্ধের জীবনী'' নিষেধ না মানা পথিক আমি নিষিদ্ধ আচরণে অভ্যস্ত। নিষিদ্ধ কোন নদী অথবা মাঠ ধরে ছুটে চলা নির্জীব আবেগ। আমি নিষিদ্ধ কিছু দেখলেই বলি ছুঁয়ে ফেলো ছুঁয়ে ফেলো নিষিদ্ধ অনুভবে . ডাক ও শাঁখের শব্দে আমি নগ্ন নৃত্য করি নিষিদ্ধ ভঙ্গিতে। আমার উল্লাস সব নিষিদ্ধ মন্ত্রের মতো। নিষিদ্ধ সবকিছু আমার ভালো লাগে। নিষিদ্ধ জীবন, নিষিদ্ধ সুখ, নিষিদ্ধ কষ্ট, নিষিদ্ধ যৌনতা, আমি প্রিয়ার শরীর ছুঁয়ে নিষিদ্ধ সময়ে নিষিদ্ধ আনন্দ খুঁজি। আমার ভালো লাগেনা নিষেধ মানতে। আমি নিষেধ না মানা নিষিদ্ধ কেউ। আমি নিষিদ্ধ শক্তির ঠাকুর। আমি আজন্ম নিষিদ্ধ ভগবানের নিষিদ্ধ মৃত্যু দুত। আমি নিষিদ্ধ দেবতার নিষিদ্ধ আতংক . আমি শুধু নিষিদ্ধের নিষিদ্ধ কলংক। প্রবল পূর্ণিমা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় নিষিদ্ধ বাস্তবতা। আমি সেদিকেই পা বাড়াই। আমি নিষিদ্ধ গোলাপ মুঠো করে ধরে রক্তাক্ত হই নিষিদ্ধ হৃদয়ের হাতছানিতে। নিষিদ্ধ সব কিছু থেকে অমি প্রেরনা পাই। -রাজু রনরাজ
ডা. আইজুর সাথে হেকমত এর ও একমত না হয়া উপায় নাই আর আমি তো পুরাই সমর্থনের উপর মহাসমর্থন জানাইতেসি।
যে জায়গায় লাখ লাখ বার উচ্চারিত হইল রাজনৈতিক কেউ এলাউড না সেইখানে হাবিজাবি চেলারা হান্দায়া যায় কেমনে?কিসের যেন গন্ধ পাইতাসি।
শাকের তলায় মাছের চুবাস।
ছাত্র ইউনিয়নের এস এম শুভ,ছাত্রলীগের সাধারন সম্পাদক নাজমুল হাসান,সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাইফুজ্জামান নামক রাজনতিক তান্ত্রিকেরা কেমনে বক্তিমা দিবার পারে?এই যদি মনে থাকবো রাজনৈতিক কোনো বৈতলেরে যদি নাইবা আশ্রয় দিবো তয় হানিপ্পা রে বোতলের ইডা কেন দিছিলো?
আন্দলনের প্রধান তোতা ভাই ও বন্ধুগন,আপনাদের মাতাল বিহেভের কারনে আন্দোলনটা ডাইনে বামে লাইত কাইত?বাট হুয়াই দিজ কলাভেরি?
সচেতন জাতি জবাব চায়। এতদিন পর কেন আন্দোলন তার মূল ভিত্তি থেইকা সইরা যাইতেছে?কোন আহাম্মকের পো এর ভিত্তি নাড়ায়া দিলো!জবাব তারে দিতেই হইব।
ভাইরে গণমানুষের আবেগ লইয়া তামসা করিস্না!ধরা খাইলে নেড়া বানায়া দিবো।
ব্লাডি হিপোক্রেটের দল।
তোরা ধ্বংস হো।
জয় বাংলা
জয় জনতা
জয় তারুন্য।
২|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৬
রাজু রণরাজ বলেছেন: Right
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
কান্টি টুটুল বলেছেন:
শুরুতে কইল শাহবাগে কোন নেতা নাই,জনতা এই কারণেই শাহবাগে গেল। আজকে দেখলাম নেতারা মঞ্চে ঠেলাঠেলি করে।আর কিছুদিন চলতে পারলে আবুল আর সুরঞ্জিত বাবুরাও হয়ত বক্তিমা দিত।