| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজু রণরাজ
''নিষিদ্ধের জীবনী'' নিষেধ না মানা পথিক আমি নিষিদ্ধ আচরণে অভ্যস্ত। নিষিদ্ধ কোন নদী অথবা মাঠ ধরে ছুটে চলা নির্জীব আবেগ। আমি নিষিদ্ধ কিছু দেখলেই বলি ছুঁয়ে ফেলো ছুঁয়ে ফেলো নিষিদ্ধ অনুভবে . ডাক ও শাঁখের শব্দে আমি নগ্ন নৃত্য করি নিষিদ্ধ ভঙ্গিতে। আমার উল্লাস সব নিষিদ্ধ মন্ত্রের মতো। নিষিদ্ধ সবকিছু আমার ভালো লাগে। নিষিদ্ধ জীবন, নিষিদ্ধ সুখ, নিষিদ্ধ কষ্ট, নিষিদ্ধ যৌনতা, আমি প্রিয়ার শরীর ছুঁয়ে নিষিদ্ধ সময়ে নিষিদ্ধ আনন্দ খুঁজি। আমার ভালো লাগেনা নিষেধ মানতে। আমি নিষেধ না মানা নিষিদ্ধ কেউ। আমি নিষিদ্ধ শক্তির ঠাকুর। আমি আজন্ম নিষিদ্ধ ভগবানের নিষিদ্ধ মৃত্যু দুত। আমি নিষিদ্ধ দেবতার নিষিদ্ধ আতংক . আমি শুধু নিষিদ্ধের নিষিদ্ধ কলংক। প্রবল পূর্ণিমা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় নিষিদ্ধ বাস্তবতা। আমি সেদিকেই পা বাড়াই। আমি নিষিদ্ধ গোলাপ মুঠো করে ধরে রক্তাক্ত হই নিষিদ্ধ হৃদয়ের হাতছানিতে। নিষিদ্ধ সব কিছু থেকে অমি প্রেরনা পাই। -রাজু রনরাজ
এই যা অবস্থা দেখছি আসলে ভালোভাবে বেঁচে থাকা অসম্ভব!ওদের হাতে অস্ত্র গ্রেনেড ককটেল!আমাদের যা ঐ স্লোগান আর চেতনার বড়াই। কিভাবে কি হবে?পুলিশের সাথে বেদম মার খাচ্ছে আন্দোলনকারীরা!মন খারাপ করা দৃশ্যের অবতারনা!
এদিকে (বিটিভি) বাল টিভি সহ কয়েকটি গণমাধ্যম সাংঘাতিক নীরব যার ফলে এই সহিংসতার খবর পৌছাচ্ছেনা সাধারন জনগণের কাছে!এদের যা বোঝানো হচ্ছে এরা এ নিয়েই সরব। মসজিদ কেন্দ্রীক রাজনীতি কোমলমতি জনতাকে ব্লাক্মেইল করা হচ্ছে। এতে কার লাভ বা কার লস হলো জানিনা। এটুকু বলতে পারি দেশের অবস্থা ভালো না...
পুলিশ আর জনতাকে লেলিয়ে ঐতিয্যবাহি আওয়ামী রাজনীতি থেকে বের হয়ে দেশ ব্যাপি সেনা মোতায়েন করার অনুরোধ রইল সরকারের প্রতি...
বাল ফেলতে ধারালো ব্লেড লাগে বাশের ছিল্কা নয়।
২|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
বাদল চৌধুরী বলেছেন: আজ আমি কোথাও যাবো না'র সােথ একমত। জনগেণর অাকাংখাকে পঁুিজ করে অন্য েকান শক্তি েযন ফায়দা েতালার েচষ্টা না করে, সেদিকে েখয়াল রাখতে হবে।
৩|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২১
হেডস্যার বলেছেন:
বাল থাকলেই তো ফালাইবেন !
হেহ ! সেনা শাসন।
এইডা ফাকিস্তান না।
৪|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
সাউন্ডবক্স বলেছেন: আজ আমি কোথাও যাবো না বলেছেন: আরে রাজু রণরাজ না! আপনেই সেই লিবারেল??
সেনা শাসন চান কেন? নিজের শরীরের রক্ত থাকতে কেন জাশির ভয়ে সেনা শাসণ চাইবেন ??
১০০% ঠিক বলছেন ভাই।
৮৩ তে এর বিরুদ্ধেই আমরা আন্দোলন করেছিলাম।
আমাদের কে যে আসলে কোন তন্ত্রটা সুট করে তা বুঝি না।
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
আজ আমি কোথাও যাবো না বলেছেন: আরে রাজু রণরাজ না! আপনেই সেই লিবারেল??
সেনা শাসন চান কেন? নিজের শরীরের রক্ত থাকতে কেন জাশির ভয়ে সেনা শাসণ চাইবেন ??