| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজু রণরাজ
''নিষিদ্ধের জীবনী'' নিষেধ না মানা পথিক আমি নিষিদ্ধ আচরণে অভ্যস্ত। নিষিদ্ধ কোন নদী অথবা মাঠ ধরে ছুটে চলা নির্জীব আবেগ। আমি নিষিদ্ধ কিছু দেখলেই বলি ছুঁয়ে ফেলো ছুঁয়ে ফেলো নিষিদ্ধ অনুভবে . ডাক ও শাঁখের শব্দে আমি নগ্ন নৃত্য করি নিষিদ্ধ ভঙ্গিতে। আমার উল্লাস সব নিষিদ্ধ মন্ত্রের মতো। নিষিদ্ধ সবকিছু আমার ভালো লাগে। নিষিদ্ধ জীবন, নিষিদ্ধ সুখ, নিষিদ্ধ কষ্ট, নিষিদ্ধ যৌনতা, আমি প্রিয়ার শরীর ছুঁয়ে নিষিদ্ধ সময়ে নিষিদ্ধ আনন্দ খুঁজি। আমার ভালো লাগেনা নিষেধ মানতে। আমি নিষেধ না মানা নিষিদ্ধ কেউ। আমি নিষিদ্ধ শক্তির ঠাকুর। আমি আজন্ম নিষিদ্ধ ভগবানের নিষিদ্ধ মৃত্যু দুত। আমি নিষিদ্ধ দেবতার নিষিদ্ধ আতংক . আমি শুধু নিষিদ্ধের নিষিদ্ধ কলংক। প্রবল পূর্ণিমা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় নিষিদ্ধ বাস্তবতা। আমি সেদিকেই পা বাড়াই। আমি নিষিদ্ধ গোলাপ মুঠো করে ধরে রক্তাক্ত হই নিষিদ্ধ হৃদয়ের হাতছানিতে। নিষিদ্ধ সব কিছু থেকে অমি প্রেরনা পাই। -রাজু রনরাজ
চুমুর ফুৎকারে জ্বেলে দাও
অতৃপ্ত শরীরের সম্ভাবনা,
তোমাকে দুমড়ে মুচড়ে চুষে নেবো
অদ্ভুত অহিংস নীতিতে।
দেহ তো ছুঁয়েছ বহুকাল ধরে
বাকি থাকা মন ওখানে অন্যকিছু
আমার আমূল লালিত ভার্জিন বিদ্রোহ,
ও তুমি ছিনিয়ে নিয়ো সান্ধ আইনে
কার্ফিউ বসিয়ে রাজপথে চত্বরে।
আমার দাবী নিতান্তই নগণ্য
কালবেলা ফুরালে দিগন্তের ডানায়
ভর করে যদি শুয়ে পড়ো এক বিছানায়,
খুলে দিয়ো অন্তর্বাসের জানালা
বুকে নাক নাকে বুক ঘষে খুঁজে নেবো
মৌন মিলনের অধিকার।
©somewhere in net ltd.