নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেবতার দেবতা আমি মানুষ..

দেবতার দেবতা আমি মানুষ..

রাজু রণরাজ

''নিষিদ্ধের জীবনী'' নিষেধ না মানা পথিক আমি নিষিদ্ধ আচরণে অভ্যস্ত। নিষিদ্ধ কোন নদী অথবা মাঠ ধরে ছুটে চলা নির্জীব আবেগ। আমি নিষিদ্ধ কিছু দেখলেই বলি ছুঁয়ে ফেলো ছুঁয়ে ফেলো নিষিদ্ধ অনুভবে . ডাক ও শাঁখের শব্দে আমি নগ্ন নৃত্য করি নিষিদ্ধ ভঙ্গিতে। আমার উল্লাস সব নিষিদ্ধ মন্ত্রের মতো। নিষিদ্ধ সবকিছু আমার ভালো লাগে। নিষিদ্ধ জীবন, নিষিদ্ধ সুখ, নিষিদ্ধ কষ্ট, নিষিদ্ধ যৌনতা, আমি প্রিয়ার শরীর ছুঁয়ে নিষিদ্ধ সময়ে নিষিদ্ধ আনন্দ খুঁজি। আমার ভালো লাগেনা নিষেধ মানতে। আমি নিষেধ না মানা নিষিদ্ধ কেউ। আমি নিষিদ্ধ শক্তির ঠাকুর। আমি আজন্ম নিষিদ্ধ ভগবানের নিষিদ্ধ মৃত্যু দুত। আমি নিষিদ্ধ দেবতার নিষিদ্ধ আতংক . আমি শুধু নিষিদ্ধের নিষিদ্ধ কলংক। প্রবল পূর্ণিমা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় নিষিদ্ধ বাস্তবতা। আমি সেদিকেই পা বাড়াই। আমি নিষিদ্ধ গোলাপ মুঠো করে ধরে রক্তাক্ত হই নিষিদ্ধ হৃদয়ের হাতছানিতে। নিষিদ্ধ সব কিছু থেকে অমি প্রেরনা পাই। -রাজু রনরাজ

রাজু রণরাজ › বিস্তারিত পোস্টঃ

নাস্তিক তাড়াবার যুক্তি-বাঁচতে হলে মানতে হবে...

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৬

জামাত শিবিরের সাথে সাথে চিনা বাম ও কতিপয় নাস্তিক হটানো ও জরুরী হয়ে পরেছে। জামাতি আর বামপন্থী নাস্তিকদের মাঝে কোনো তফাত নেই। ওরা যখনি দেখছে তাদের নিয়ে আলোচনা একটু স্তিমিত হয়ে এসেছে তখনি তারা তাদের ইতরামি শুরু করছে। কেউ এর সুফল ভোগ করছে ইসলামকে সরাসরি ব্যাবহার করে কেউবা ইসলামের বিরুদ্ধাচরণ করে। উভয়ের কেউ ই এরা মুসলিম নয়। কেউ সরাসরি নাস্তিক কেউবা ঘুরিয়ে পেঁচিয়ে নাস্তিক।



এখন মূল ব্যাপারটা হচ্ছে এখানে,এরা উভয় পক্ষই কিন্ত সাম্প্রদায়িক দাঙ্গার পেছনে ভয়াবহ ইন্ধন। এরা শোধরাবার নয়। একটু খেয়াল করে দেখবেন কেউ ই শোধরায়নি,না জাশি না আচিপ মহিউদ্দিন টাইপ আবাল নাস্তিকগুলা। এরা তাদের মতোই কাজ চালিয়ে যাচ্ছে আর মারা যাচ্ছে সাধারন জনগন।

সুতরাং,এইটা অবশ্যই বুঝতে হবে যে বাংলাদেশের জন্য জামাত শিবির যেমন নিরাপদ নয় তেমনি নিরাপদ নয় চিনা বাম সহ নাস্তিক বালগুলা। এদের সবাইকেই নিষিদ্ধ করতে হবে। আইন করে দিতে হবে ধর্ম নিয়ে রাজনীতি বা উস্কানিমুলক কিছু করলেই আর কিছু নয়,

ফাঁসী।



বি.দ্র: নাস্তিকতার বিরুদ্ধে লিখেছি বলে কেউ যদি হুজুগের বসে ছাগু বলে ডাকে তাহলে সে বেজন্মা।



জয় বাংলা

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.