নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেবতার দেবতা আমি মানুষ..

দেবতার দেবতা আমি মানুষ..

রাজু রণরাজ

''নিষিদ্ধের জীবনী'' নিষেধ না মানা পথিক আমি নিষিদ্ধ আচরণে অভ্যস্ত। নিষিদ্ধ কোন নদী অথবা মাঠ ধরে ছুটে চলা নির্জীব আবেগ। আমি নিষিদ্ধ কিছু দেখলেই বলি ছুঁয়ে ফেলো ছুঁয়ে ফেলো নিষিদ্ধ অনুভবে . ডাক ও শাঁখের শব্দে আমি নগ্ন নৃত্য করি নিষিদ্ধ ভঙ্গিতে। আমার উল্লাস সব নিষিদ্ধ মন্ত্রের মতো। নিষিদ্ধ সবকিছু আমার ভালো লাগে। নিষিদ্ধ জীবন, নিষিদ্ধ সুখ, নিষিদ্ধ কষ্ট, নিষিদ্ধ যৌনতা, আমি প্রিয়ার শরীর ছুঁয়ে নিষিদ্ধ সময়ে নিষিদ্ধ আনন্দ খুঁজি। আমার ভালো লাগেনা নিষেধ মানতে। আমি নিষেধ না মানা নিষিদ্ধ কেউ। আমি নিষিদ্ধ শক্তির ঠাকুর। আমি আজন্ম নিষিদ্ধ ভগবানের নিষিদ্ধ মৃত্যু দুত। আমি নিষিদ্ধ দেবতার নিষিদ্ধ আতংক . আমি শুধু নিষিদ্ধের নিষিদ্ধ কলংক। প্রবল পূর্ণিমা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় নিষিদ্ধ বাস্তবতা। আমি সেদিকেই পা বাড়াই। আমি নিষিদ্ধ গোলাপ মুঠো করে ধরে রক্তাক্ত হই নিষিদ্ধ হৃদয়ের হাতছানিতে। নিষিদ্ধ সব কিছু থেকে অমি প্রেরনা পাই। -রাজু রনরাজ

রাজু রণরাজ › বিস্তারিত পোস্টঃ

বিধি বাম-বাম পন্থী ছাগুরা(bloody communist)...

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮

''মাঝে মাঝে মিছিল করা ছাড়া তাদের কোনো সক্রিয় ভূমিকা ছিলোনা। পৃথিবীর কোন প্রান্তে কি হল তার জন্য ওরা মিছিল বের করে অথচ কলেজের জলের কলটা তিনদিন খারাপ হয়েছিল সেদিকে খেয়াল করেনি''



''কালবেলা'' উপন্যাসে ছাত্র ইউনিয়ন তথা বাম রাজনীতির ব্যাখ্যা এভাবেই করেছেন সমরেশ মজুমদার....

আসলেই তো তাই,ওরা সেকালে যা ছিলো একালেও তাই বড্ড সেকেলে প্রকৃতির।

কোনো নীতি নেই আদর্শ নেই বিপ্লব বিপ্লব করে করে রাজ্য উদ্ধার করতে চায় মাথায় ঝুলানো থাকে নাস্তিকতার সাইনবোর্ড। ওরা তেল গ্যাস নিয়ে কথা বলবে বলুক সেটাই তাদের ঐতিজ্জ কিন্ত বড় বড় আন্দোলন গুলাতে পিন মারে কেন?ঢোল ডপকা বাজিয়ে লাল পতাকা উড়িয়ে চে গুয়েভারার মুরিদরা দেশ উদ্ধার করবে। হাহ। সে আশায় গুড়ে বালি. একাত্তরকে এরা ঘোলাটে করেছিলো একাত্তর পরবর্তী সময় এদের চরিত্র ঘোলাটে ছিলো এরা এখনো ঘোলাটে,ঘোলাটে করতে চাইছে এখনকার আন্দোলন ও। যেখানে বাম ঢুকেছে সেখানে গু এর গন্ধ ছড়িয়েছে। বাংলাদেশের রাজনীতিতে এরা গোদের উপর বিষফোঁড়ার মতোই ক্ষতিকর।

তাই আসেন দেশ থেকে জামাত শিবিরের পাশাপাশি বাম ও নাস্তিক হটাই।



জয় বাংলা

জয় বঙ্গবন্ধু।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৫

দিকদর্শন বলেছেন: whats the matter................? all Bangladeshi knows that, now leftist are pick point of the govt.

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৩

রাজু রণরাজ বলেছেন: You are wrong brother... But they are trying hard to do it...

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৭

প্রবাস কন্ঠ বলেছেন: একমত

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৬

সপ্তম ইন্দ্রিয় বলেছেন: "একাত্তরকে এরা ঘোলাটে করেছিলো একাত্তর পরবর্তী সময় এদের চরিত্র ঘোলাটে ছিলো এরা এখনো ঘোলাটে"
:-< :-< :-<
৫২ ভাষা আন্দোলন , ৬৯ গন অভ্যুথন , ৭১ মুক্তিযুদ্ধ , ৯০ এর স্বৈরাচারী বিরোধী আন্দলোন , হালের ফকর-মইন সরকার, এসবে ছাত্র ইউনিয়ন এর কোন ভুমিকা নাই , কি বলেন ভাই? :-<

ভালো কথা লেঞ্জা বৃত্তি ছাত্র সংগঠন মানে কিছু বোঝেন? :-<

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৬

রাজু রণরাজ বলেছেন: @সপ্তম ইন্দ্রিয়... স্টুপিডের মতো কথা বলবেন না। সত্য কথা শুনলে গা জ্বলে কেন?সেই মানসিকতা নাই কেন?পাইসে একটা কিসু হইলেই হড়বড় কইরা বৈলা দিবো ছাগু... হালা আচুদায় ছাগু মানে বুঝস?আমার পাস্ট পোস্টগুলা দেইখা তারপর বল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.