| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজু রণরাজ
''নিষিদ্ধের জীবনী'' নিষেধ না মানা পথিক আমি নিষিদ্ধ আচরণে অভ্যস্ত। নিষিদ্ধ কোন নদী অথবা মাঠ ধরে ছুটে চলা নির্জীব আবেগ। আমি নিষিদ্ধ কিছু দেখলেই বলি ছুঁয়ে ফেলো ছুঁয়ে ফেলো নিষিদ্ধ অনুভবে . ডাক ও শাঁখের শব্দে আমি নগ্ন নৃত্য করি নিষিদ্ধ ভঙ্গিতে। আমার উল্লাস সব নিষিদ্ধ মন্ত্রের মতো। নিষিদ্ধ সবকিছু আমার ভালো লাগে। নিষিদ্ধ জীবন, নিষিদ্ধ সুখ, নিষিদ্ধ কষ্ট, নিষিদ্ধ যৌনতা, আমি প্রিয়ার শরীর ছুঁয়ে নিষিদ্ধ সময়ে নিষিদ্ধ আনন্দ খুঁজি। আমার ভালো লাগেনা নিষেধ মানতে। আমি নিষেধ না মানা নিষিদ্ধ কেউ। আমি নিষিদ্ধ শক্তির ঠাকুর। আমি আজন্ম নিষিদ্ধ ভগবানের নিষিদ্ধ মৃত্যু দুত। আমি নিষিদ্ধ দেবতার নিষিদ্ধ আতংক . আমি শুধু নিষিদ্ধের নিষিদ্ধ কলংক। প্রবল পূর্ণিমা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় নিষিদ্ধ বাস্তবতা। আমি সেদিকেই পা বাড়াই। আমি নিষিদ্ধ গোলাপ মুঠো করে ধরে রক্তাক্ত হই নিষিদ্ধ হৃদয়ের হাতছানিতে। নিষিদ্ধ সব কিছু থেকে অমি প্রেরনা পাই। -রাজু রনরাজ
এ কথা আজ অনস্বীকার্য যে কয়েকজন তথাকথিত মুক্তচিন্তার ঝান্ডাবাহী কান্ডজ্ঞানহীন অপদার্থ ব্লগারের জন্য মুক্ত ব্লগিং আজ হুমকির সম্মুখীন!শুধু মাত্র এই কয়েকজন কুলাঙ্গার স্বঘোশিত নাস্তিক(মুলত ধর্ম বিদ্বেষী) এর কারণে সাধারণ মানুষ মনে করে ব্লগার মানেই নাস্তিক।
অথচ প্রগতিশীল মাত্রেই জানেন যে মুক্তচিন্তা মানেই ধর্মকে গালাগাল করা নয়!
তুমি নাস্তিক সেটা তোমার ব্যাক্তিগত দর্শন কিন্ত তোমার কোনো অধিকার নেই কারো ধর্মীয় অনুভুতিতে আঘাত করার। তারচেয়ে তুমি ৩ কামড়ার বাল ফেলবার সেলুন খুললেও ভালো নাম কামাতে পারবে। নিজের ফেইম স্প্রেড করার জন্য অবশ্যই ধর্মকে আঘাত করে নয়!
হ্যা আমি প্রগতিশীল কিন্ত আমার ধর্মীয় বিশ্বাস আছে!আমার অনুভুতিতে আঘাত লাগে। তোমার পারিবারিক অসঙ্গতি ভুল শিক্ষা হয়তো তোমাকে ধর্ম বিদ্বেষী হিসেবে তৈরী করেছে কিন্ত আমাদের অনুভুতিতে আঘাত দেয়া কোন্ ধরনের নাস্তিকতা?
সবশেষে সবার প্রতি অনুরোধ থাকবে আসুন,সব ধরনের ধর্মবিদ্দেষী দাঙ্গাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াই।
জয় বাংলা
দ্বীন ইসলাম জিন্দাবাদ।
২|
২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৭
রায়হান হোসেন রানা বলেছেন: হে হে হে
৩|
২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৬
রাজু রণরাজ বলেছেন: We should prevent them as soon as possible...
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২১
মোহাঃ আব্দুল আওয়াল (তমাল) বলেছেন:
সহমত