| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজু রণরাজ
''নিষিদ্ধের জীবনী'' নিষেধ না মানা পথিক আমি নিষিদ্ধ আচরণে অভ্যস্ত। নিষিদ্ধ কোন নদী অথবা মাঠ ধরে ছুটে চলা নির্জীব আবেগ। আমি নিষিদ্ধ কিছু দেখলেই বলি ছুঁয়ে ফেলো ছুঁয়ে ফেলো নিষিদ্ধ অনুভবে . ডাক ও শাঁখের শব্দে আমি নগ্ন নৃত্য করি নিষিদ্ধ ভঙ্গিতে। আমার উল্লাস সব নিষিদ্ধ মন্ত্রের মতো। নিষিদ্ধ সবকিছু আমার ভালো লাগে। নিষিদ্ধ জীবন, নিষিদ্ধ সুখ, নিষিদ্ধ কষ্ট, নিষিদ্ধ যৌনতা, আমি প্রিয়ার শরীর ছুঁয়ে নিষিদ্ধ সময়ে নিষিদ্ধ আনন্দ খুঁজি। আমার ভালো লাগেনা নিষেধ মানতে। আমি নিষেধ না মানা নিষিদ্ধ কেউ। আমি নিষিদ্ধ শক্তির ঠাকুর। আমি আজন্ম নিষিদ্ধ ভগবানের নিষিদ্ধ মৃত্যু দুত। আমি নিষিদ্ধ দেবতার নিষিদ্ধ আতংক . আমি শুধু নিষিদ্ধের নিষিদ্ধ কলংক। প্রবল পূর্ণিমা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় নিষিদ্ধ বাস্তবতা। আমি সেদিকেই পা বাড়াই। আমি নিষিদ্ধ গোলাপ মুঠো করে ধরে রক্তাক্ত হই নিষিদ্ধ হৃদয়ের হাতছানিতে। নিষিদ্ধ সব কিছু থেকে অমি প্রেরনা পাই। -রাজু রনরাজ
উড়া ধুরা সাইলেন্ট ম্যাকানিজম। পুরা রাজপথ ফাঁকা। মাঝে মাঝে যে কয়টা রিকশা টিক্সা চলতেসে তাদের চাক্কা আছে সাংঘাতিক আতংকের ভিতর কখন বাটনে চাপ দিয়া শেষ নিশ্বাস বাইর কইরা দেয়।
এমন এক দিনে হাতের আঙ্গুল ধরে হাটতে হাটতে মোর কাল্পনিক পোলা মোরে কইল,বাপু আজকে রাস্তা পাস্তা এতো খালি কেনু?
আমি মৌতাত সুবাসিত প্রসারনশীল হাসি দিয়া কইলাম,ও তুমি বুইজবিনে পুত,ওসব বড়লোকদের কাইজ কাইর্বার। সিগ্নাল দিলেই পুরা রাস্তা পাস্তা ফাঁকা!
কাল্পনিক পোলা কয়,বাপু বড়লোক কিডায়?এরা দেখতে কিমুন হয়?
আমি কইলাম,বুঝবিনে বাপ বিশ্বাস কর্বিনে,বিলিভ ইট অর নট। এরা দেখতে মাইনষের লাহান তয় এরার আঙ্গুল ফুইলা অটুমেটিক কলাগাছ হই গেসে। এরা মাইঝে মৈদ্দে উচা উচা ইস্টেজে গিয়া খারায়া আঙ্গুলের ইশারায় ব্যাক জিনিস অপ কইরা দেয় জ্বালায় পুরায়!
কাল্পনিক পোলা কয়,বাপু হামি বড়লোক দেখবার চাই!
আমি তারে হাত ধইরা কৈলজার ভেতরে ঢুকাইতে ঢুকাইতে কইলাম,বড়লোক দেখতে হয়না বাপ এরারে দেখলে চৌক্ষে কীরা হয় অন্তরে পাপ জমে!
অতঃপর রাস্তার ওপাশে ভাঙচুর দেখিয়া আমি ও আমার কাল্পনিক পোলা পলায়ন করিলাম!
©somewhere in net ltd.