নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেবতার দেবতা আমি মানুষ..

দেবতার দেবতা আমি মানুষ..

রাজু রণরাজ

''নিষিদ্ধের জীবনী'' নিষেধ না মানা পথিক আমি নিষিদ্ধ আচরণে অভ্যস্ত। নিষিদ্ধ কোন নদী অথবা মাঠ ধরে ছুটে চলা নির্জীব আবেগ। আমি নিষিদ্ধ কিছু দেখলেই বলি ছুঁয়ে ফেলো ছুঁয়ে ফেলো নিষিদ্ধ অনুভবে . ডাক ও শাঁখের শব্দে আমি নগ্ন নৃত্য করি নিষিদ্ধ ভঙ্গিতে। আমার উল্লাস সব নিষিদ্ধ মন্ত্রের মতো। নিষিদ্ধ সবকিছু আমার ভালো লাগে। নিষিদ্ধ জীবন, নিষিদ্ধ সুখ, নিষিদ্ধ কষ্ট, নিষিদ্ধ যৌনতা, আমি প্রিয়ার শরীর ছুঁয়ে নিষিদ্ধ সময়ে নিষিদ্ধ আনন্দ খুঁজি। আমার ভালো লাগেনা নিষেধ মানতে। আমি নিষেধ না মানা নিষিদ্ধ কেউ। আমি নিষিদ্ধ শক্তির ঠাকুর। আমি আজন্ম নিষিদ্ধ ভগবানের নিষিদ্ধ মৃত্যু দুত। আমি নিষিদ্ধ দেবতার নিষিদ্ধ আতংক . আমি শুধু নিষিদ্ধের নিষিদ্ধ কলংক। প্রবল পূর্ণিমা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় নিষিদ্ধ বাস্তবতা। আমি সেদিকেই পা বাড়াই। আমি নিষিদ্ধ গোলাপ মুঠো করে ধরে রক্তাক্ত হই নিষিদ্ধ হৃদয়ের হাতছানিতে। নিষিদ্ধ সব কিছু থেকে অমি প্রেরনা পাই। -রাজু রনরাজ

রাজু রণরাজ › বিস্তারিত পোস্টঃ

বনলতা নয় সুরঞ্জিত সেন!...

০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৫

হাজার বছর ধরে পথ হাঁটিতেছি দিরাই এর পথে,

নলুয়ার হাওর থেকে নিশীথের অন্ধকারে কালনী সাগরে,

অনেক ঘুরেছি আমি অনুন্নতের ধূসর জগতে,

সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে গুপ্ত নগরে!

আমি সচেতন প্রাণ এক

চারিদিকে কালো বেড়ালের খালি ঘেন ঘেন,

আমাদের আজীবন অশান্তি দিয়েছিলো

দিরাই এর সুরঞ্জিত সেন!



বাল তার কবেকার অন্ধকার বেদিশার আশা,

মুখ তার তলদেশের ক্ষৌরোকার্য,

অতি দূর সেলুনের পর

বাল ফেলে যে নেতা খেলিতেছে পাশা!

সবুজ ধানের দেশ যখন সে চোখে দেখে,

কোটি কোটি টাকা ঘুষের ভিতর-

তেমনি দেখেছি তারে

দিরাই বাজারে;

বলেছে সে,ভোট দিলে সব পাবেন

কাকের নীড়ের মতো দাঁত কেলে

দিরাই এর সুরঞ্জিত সেন।



পাঁচ বছর ক্ষমতার মেয়াদ ফুরালে

পায়ু বায়ু মাখা শব্দের মতন

নিজের দূর্নীতির গন্ধ মুছে ফেলে চিল,

সব নেতা পথে আসে

সবাই চুকিয়ে যায় জনতার সব লেনদেন!

থাকে শুধু প্রাইভেট কার

মার্কেটে বসিবার

দিরাই এর সুরঞ্জিত সেন।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৬

সোহেলভাই বলেছেন: ভাই অসাধারন হইছে। আপনাকে কাছে পাইলে একখান উম্মা খাইতাম। আহ! বেচারা চোরোণ জিত।

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৫

সাজিদনজরুল বলেছেন: Waw RajuNando Ronoraj Das

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৭

মাহমুদুর রাহমান বলেছেন: আহা, চুরঞ্জিত যদি দেখিত, আনন্দে আপ্নারে কোলে নিয়ে নাচত =p~ =p~ =p~ =p~

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৬

রাজু রণরাজ বলেছেন: তাহার কোলে উঠিবার আগে যেনো প্রাণ বায়ু বের হয়ে যায়। :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.