নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত আকাশ

এমএইচ রনি১৯৭১

আমি মার্কসীয় সমাজতান্ত্রিক আর্দশে বিশ্বাসী একজন মানুষ ।

এমএইচ রনি১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

ভিন্নমতের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতার জন্য চাই গণতান্ত্রিক চর্চা

১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২৯


আপনার বা আমার সব কথাই যে সবার পছন্দ হবে , ভালোভাবে গ্রহন করবেন তা বলছি না । ভিন্নমত থাকতেই পারে । আপনার কথা বা মত আমার পছন্দ নাও হতে পারে । তাই বলে আমি আপনাকে গাল-মন্দ দিতে পারি না। আপনার মতের বিরুদ্ধে আমার যদি কোন বক্তব্য থাকে ,যুক্তি থাকে তা যুক্তি দিয়ে খন্ডন করা উচিত । আপনার বক্তব্য যদি আমার মনে হয় সমাজ ও রাস্ট্রের ক্ষতিকারক কিংবা ভুল কোন বার্তা প্রদান করছে ,তাহলে সেই বক্তব্যের বিরুদ্ধে আমার যুক্তি তুলে ধরা যেতে পারে । এইটাই হচ্ছে গণতান্ত্রিক মুল্যবোধের পরিচয় ।

কিন্তু যখনই আমাদের দেশে কেউ কোন কিছুর প্রতি ভিন্নমত প্রকাশ করেন কিংবা তার যুক্তি তুলে ধরেন তা আমরা সহ্য করতে পারছি না। আমরা তাদের বিরুদ্ধাচারন শুধু করি না ,পারলে তাদের গায়ের কাপড় খুলে চামড়া তুলে ফেলি । বিজ্ঞানমনস্ক কিছু লিখলে বা বললে তা নাস্তিক্যবাদের তকমা এটে দিচ্ছি । একবারও ভিন্নমতটি কি ছিলো ,কি বলতে চেয়েছেন সেই ব্যক্তি, তা আমরা খুটিয়ে দেখি না, দেখার প্রয়োজনবোধ করি না। বক্তব্য দেয়ার সাথে সাথে হইচই বাঁধিয়ে একদল মানুষ তাকে বা তাদের কাফের,মুরতাদ ঘোষনা করে মৃত্যু পরোয়ানা জারি করে দিচ্ছি । ব্লগে লিখলেই নাস্তিক বানিয়ে দিচ্ছে । ব্লগারদের হত্যা করে দায় স্বীকার করছে যারা ,তারা থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। বিচারহীনতার সংস্কৃতির কারনেই ভিন্নমতপোষনকারীদের হত্যাকারীরা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একের পর এক খুনের মচ্ছবে মেতেছে । রাস্ট্র ও সমাজে গনতান্ত্রিক মুল্যবোধের চর্চার অভাবও এর জন্য অনেক বেশী দায়ী ।

সমাজ,রাস্ট্র ও ব্যক্তিজীবনে গনতান্ত্রিক মুল্যবোধের চর্চার সুযোগ নিশ্চিত করা না গেলে ততোদিন সমাজে ভিন্নমতের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতার অনুপস্থিতি বিরাজ করবে । তাই রাজনৈতিক দলের অভ্যন্তরে যেমন গনতন্ত্রের চর্চা সবার আগে জরুরী, তেমনি ব্যক্তিপর্যায়ও গনতান্ত্রিক মুল্যবোধের চর্চার প্রকাশ জরুরী ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.