![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বা আপনি আজ এতোটা আত্মকেন্দ্রিক হয়ে উঠেছি যে, সমাজ, রাস্ট্র গোল্লায় গেলেও আমরা নির্বিকার। বাড়ি ফেরার পথে কর্মজীবি নারী ধর্ষনের শিকার হলেও আমাদের কিছু যায় আসে না ! কোন উৎসব-পার্বনে নারী লাঞ্চিত হলেও চুপ করে থাকাটা যেন রেওয়াজে পরিনত হয়েছে। মুক্তচিন্তার মানুষ খুন হলে নিজেকে আড়াল করে উটের মতন বালিতে মুখ গুজে থাকি । পোষাকধারীদের হাতে মানুষ হারিয়ে যায় শহর,বন্দরে । আমরা শুনি,দেখি কিন্তু আমাদের মুখ ফূটে শব্দ বের হয় না।
মেরুদন্ড বলে কিছু আমাদের আছে কি না ভুলেই গেছি। প্রতিবাদের কন্ঠগুলি এখন পরচর্চা ও পরনিন্দায় সময় কাটায়।
সমাজ, রাস্ট্রর প্রতি আপন দায়িত্ব পালনে আমরা চরম উদাসীন। কিন্তু আপন আখের গোছাতে ভীষন ব্যস্ত । মানুষ ,সমাজ,রাস্ট্রের প্রতি যে দায়বোধ রয়েছে তা বেমালুম ভুলে থাকি।
আমরা একবারও ভাবি না,আমি যতোটা নিজের তার চেয়ে বেশী অন্যের।
কথাটা একটু সহজভাবে বললে আমি বা আপনি এই সমাজ, রাস্ট্রের। কারন এই রাস্ট্রে আমার ,আপনার জন্ম। এই সমাজে আমাদের বেড়ে উঠা। সমাজ ও রাস্ট্রের পয়সায় আমার শিক্ষা, জ্ঞান অর্জন ও মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা। সেই সব সাধারন মানুষ যদি শ্রম না দিতেন, পন্য উৎপাদনে ভুমিকা না রাখতেন, তবে আজকের আমি, আমি হয়ে উঠতাম না। মানুষ, সামাজ, সভ্যতার প্রতি যদি দায়বোধ না থাকে আমি বা আমরা প্রকারন্তরেই নিজেকে ছোট করছি। মানব জনমকেই অপমান করছি।
সময়টা যত খারাপই হোক না কেন ,অন্যায়-প্রতিবাদে জ্বলে উঠার এইটা বোধ হয় শ্রেষ্ট সময়।
©somewhere in net ltd.