![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিজে কখনো ধর্ম নিয়ে কিছু লিখি নাই বা কোথাও কিছু বলিনি । কখনো সরকার বা বিরোধী দল নিয়ে তেমন কিছু বলিও না ,লিখিও না । আমাদের টকশোতে সম্মানিত অথিতিরা কে কি বলেন ,তা সম্পুর্ন তার নিজস্ব ব্যাপার । তারপরেও নানান সময় নির্ধারিত টপিকস নিয়ে কথা বলতে এসে অথিতিরা বাকযুদ্ধে লিপ্ত হন , হট্টগোল করেন । এই সব নিয়ে উপস্থাপক ও অনুস্টান সংশ্লিস্টরা মাঝে মাঝে চরম বিব্রতকর অবস্থায় পরেন । কখনো কখনো এই সব বক্তব্যের কারনে আমাদের গালি গালাজ শুনতে হয় , মনে হয় আমরা যেন এসব শিখিয়ে দিয়েছি প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য !
আরে ভাই টিভি পর্দায় কে কি বলবেন তা একজন উপস্থাপক বা প্রডিউসার জানবে কি করে ? এর জন্য অনুস্টান সংশ্লিস্টরা কেন দায়ী থাকবেন ? আমরা কেন উকিল নোটিশ পাবো ? যে বলেছেন তাকে নোটিশ করেন । যে বক্তব্য আপনার পছন্দ নয় তার বিরুদ্ধে আপনার ক্ষোভ থাকার কথা , সেই ক্ষোভ কেন আমাদের উপর ঝাড়েন ?
কি অদ্ভুত মানসিকতা !
©somewhere in net ltd.