![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সরকারি দলের নেতা-কর্মীদের মুখে উন্নয়নের জোয়ারে দেশ ভেসে যাচ্ছে । তারা একবারও বলেন না, মায়ের পেটের শিশু থেকে শুরু করে শিশু-কিশোর ,ছাত্র-শিক্ষক , সাংবাদিক ,আইনজীবি , গৃহবধূ , পোষাক শ্রমিক সহ কেউ আজ নিরাপদ নয় । খুন,ধর্ষন,গুম ,নিপীড়ন ,দখল ,বিচার বহির্ভুত হত্যাকান্ড যে মাত্রায় সাম্প্রতিক সময়ে বেড়েছে তা অন্য সবার চোখে পড়লেও ক্ষমতাসীন সরকারের চোখে পড়ে না ।তাদের ভাষায় এ সবই মিডিয়ার সৃষ্টি । কি অদ্ভুত তাদের চোখের দৃষ্টিসীমা !
এই সামাজিক অস্থিরতা হঠাত বৃদ্ধি পাইনি । স্বাধীনতার পর থেকে অপরাধ করে পার পেয়ে যাবার মানসিকতা এবং বিচারহীনতার সংস্কৃতি মুলতঃ দায়ী । একইসাথে রাস্ট্র ও সমাজে গণতান্ত্রিক মূল্যবোধের অভাবও দায়ী । দুইদফায় ক্ষমতাসীন থেকে সরকারীদলের অংগ সংগঠনের বেপোরোয়া আচরন জনজীবনকে শংকিত করে তুললেও শীর্ষস্থানীয় নেত্বতের কাছে এসব কিছু মনে হয় না। জবাবদিহিতার কোন সুযোগ না থাকায় এর পূর্নমাত্রায় ব্যবহার করছে সরকারী দল । এইসব অপরাধ সংগঠনে কোথাও কোথাও আইনশৃঙ্খলা বাহিনীও যুক্ত হয়ে পড়ছে ।
এই সরকার ক্ষমতাসীন হবার পর থেকে ছাত্রলীগের দখলদারিত্বের দাপটে শিক্ষাংগনে বিরোধী ছাত্র সংগঠন বলে কোন অস্থিত্বই খুঁজে পাওয় যায় না। ছাত্রলীগ সরকারের প্রচ্ছন্ন প্রশ্রয়ে শুধু বিরোধী ছাত্র সংগঠনকে দমন নয়, এমন কি ভিন্নমতাম্বলী শিক্ষক-কর্মচারিদের গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করেনি । এ তালিকায় সর্বশেষ যুক্ত হলো সিলেটের শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের শান্তিপূর্ন অবস্থান ধর্মঘটে হামলা । এর আগেও আমরা দেখেছি যে কোন ঘটনা ঘটার পর নিন্দার ঝড় উঠলেই ছাত্রলীগ ও সরকারের মন্ত্রী-এমপি বাহাদুররা উচ্চকন্ঠে অস্বীকার করেন ,এ ঘটনায় ছাত্রলীগ জড়িত নয় !
কিন্তু যখন দেশবরেণ্য শিক্ষাবিদ ও জনপ্রিয় লেখক অধ্যাপক জাফর ইকবাল বলেন, যে জয় বাংলা স্লোগান দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল, সে স্লোগানের এতো বড় অপমান আমার জীবনে দেখিনি। আমি অত্যন্ত ক্ষুব্ধ, যেখানে ছাত্রলীগ হামলা করে, তারা জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করেছে।
একজন স্বনামধন্য শিক্ষক এ হামলায় কতটা ব্যথিত হলে বলতে পারেন ‘হামলাকারীরা যদি এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে থাকে তাহলে এর শিক্ষক হিসেবে আমার গলায় দড়ি দিয়ে মরে যাওয়া উচিৎ।"
মনে পড়ে যায় সিলেটের এমসি কলেজের শতবর্ষের পুরানো ছাত্রাবাসে ছাত্রলীগের একপক্ষ আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়েছিলো । সেই ভস্মীভুত ছাত্রাবাস দেখতে গিয়ে হাউমাউ করে কেঁদেছিলেন শিক্ষামন্ত্রী । তিনি কাঁদতে কাঁদতে বলেছিলেন ,"যারা ছাত্রাবাসে আগুন দিতে পারে তারা ছাত্র হতে পারে না ।"
তারপরেও আপনারা কিভাবে শাক দিয়ে মাছ ঢাকতে চান ?
কি অদ্ভুত দেশ আমাদের ! আপনারা মারবেন আবার অস্বীকারও করবেন । ধরে নিলাম আপনারা সোনার ছেলেরা এ কাজ করতেই পারেন না। তাহলে হামলা করলো কে ? ছাত্রলীগের ক্যাম্পাসে কার বুকের পাটা আছে প্রকাশ্যে শিক্ষকদের উপর হাত তুলে? একটু জানতে ইচ্ছে করে হামলাকারীদের মুখে কি শ্লোগান ছিলো ?
শিক্ষাংগনের সুস্টু পরিবেশ বজায় রাখার স্বার্থে সকল ক্রীয়াশীল ছাত্রসংগঠনের সহবস্থান নিশ্চিত করুন । এ সব ঘটনা দায়িত্ব ছাত্রলীগকেই নিতে হবে এবং যারা এসব ঘটনা ঘটায় তাদের বহিস্কার করে সংগঠনের লাগাম টেনে ধরুন ।
©somewhere in net ltd.