নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত আকাশ

এমএইচ রনি১৯৭১

আমি মার্কসীয় সমাজতান্ত্রিক আর্দশে বিশ্বাসী একজন মানুষ ।

এমএইচ রনি১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

জয় হোক নগর পিতাদের

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২২

ঢাকা শহর যখন ভাগ হয়নি তখন বলা হতো 'এতো বড় শহরে সেবার মান বাড়াতে ঢাকাকে দু'ভাগ করা উচিত ।'
ঢাকা দু'ভাগ হলো।
অনেক জল ঘোলা করে নির্বাচন হলো । বর্তমান ক্ষমতাসীন দুই মেয়র নির্বাচনের পূর্বে আশ্বাস দিয়েছিলেন ' ঢাকার জলবদ্ধতা আর থাকবে না ।'
নগরবাসী আশায় বুক বাঁধলেন । এইবার কিছু একটা হবে !
হায় সবই গুড়েবালি !
ঢাকা এখন দুই নগরপিতার অধীনে । তেনারা সম্ভবতঃ একটু বৃষ্টি হলেই এসিরুমে বসে বাদলাদিনের গান শুনেন এবং আয়েশ করে গরম খিচুড়ি ও গরুর মাংস খেতে ভালোবাসেন ।
তেনাদের কি আর আপনার আমার চিন্তা করতে হয়?
সাড়ে চার বছর পর উনারা ঘুম থেকে জেগে উঠবেন । ততোদিনে আপনি,আমি ম্যানহোলে পড়ে পা ভাংগবো ,যানজটে - জলজটে ডুবে থাকি আর খানা খন্দকে ভরা পথঘাটে মারা পড়বো ।
তাতে তাদের কি আসে যায় !
নির্বাচনের সময় শুধু মিস্টি কথা বলে আমাদের সব ভুলিয়ে দিবেন । আমরা অগা-মগারা সব ভুলে যাবো । তাদের পিছনেই ছুটবো আবার ।
জয় হোক নগর পিতাদের ।
মরন হোক আমার-আপনার ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তেনারা এখন হেসে হেসে বলেন, রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়। দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে এমন হয়েছে। হায়রে ভোট। হায়রে রাজনীতি। শেষ বছরে বলবে, চলমান উন্নয়ন এগিয়ে নিতে আবার ভোট চাই!

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৬

এমএইচ রনি১৯৭১ বলেছেন: সত্যি আমরা কত দুর্ভাগা ! তেনাদের মিস্টি কথায় , মার্কা দেখে সব ভুলে যাবো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.