নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত আকাশ

এমএইচ রনি১৯৭১

আমি মার্কসীয় সমাজতান্ত্রিক আর্দশে বিশ্বাসী একজন মানুষ ।

এমএইচ রনি১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

অভিবাসীর দায় পশ্চিমাবিশ্বকেই নিতে হবে

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৩০



এই লেখার সাথে পোস্ট করা ছবির সিরিয়ান এ শিশুটির অপরাধ সে তার পরিবারের সাথে অবৈধভাবে ইউরোপ মহাদেশে পাড়ি জমাতে গিয়েছিল। শেষ পর্যন্ত পারেনি ।সাগরের বুকে মৃত্যুই তার শেষ আশ্রয় হলো।
কিন্ত নীচের আরেকটি ছবি দেখুন সাগরের তিমিকে বাঁচানোর জন্য পশ্চিমা বিশ্বের মানুষদের কি প্রানান্তক চেস্টা । পাশাপাশি দেখুন সিরিয়া ও অন্যান্য আরব দেশ থেকে পালিয়ে আসা শরনার্থীদের ঠেকাতে হাংগেরী ইউরোপের সাথে সকল ধরনের রেল যোগাযোগ বন্ধ করে অভিবাসীদের আটকে রেখেছে ।

পশ্চিমা বিশ্বের কথিত মানবাধিকার সংস্থাগুলো আজ নীরব কেন ? এসব মানুষগুলোর অপরাধ কি ? তাদের দেশে কারা অস্থিরতা সৃষ্টি করেছে ?
আইএস ,তালেবান তো আমেরিকা-ইউরোপের ধনী দেশগুলির সৃষ্টি । তাদের উদ্দেশ্য আজ সবার সামনে পরিস্কার ।মধ্যপ্রাচ্যে আইএস ,তালেবান গোস্টির মাধ্যমে স্থিতিশীলতা নস্ট করে তেল সম্পদের উপর দখল নেয়া । এ কাজে পশ্চিমারা তাদের সাফল্য পেয়েছে । কিন্তু মাঝখান থেকে সাধারন মানুষগুলো বাস্তুভিটা ও দেশত্যাগে বাধ্য হয়েছে । এখন এই অভিবাসীদের স্রোত কেন ঠেকাচ্ছেন ? এতো মানবাধিকারের কথা বলেন অথচ এদের আশ্রয় দিতে আপনাদের কার্পন্যতা কেন ? যুদ্ধ বাধিয়ে দেশে দেশে লুটতরাজ করেছেন ,তাদের সম্পদ ভোগ করবেন কিন্তু এই মানুষগুলোর দায় নিবেন না , তা কি করে হয় ! এ দায় আপনারা পশ্চিমা বিশ্বকেই নিতে হবে ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৫৫

বঙ্গদর্পণ বলেছেন: পশ্চিমাদের উদ্দেশ্য "মধ্যপ্রাচ্যে আইএস ,তালেবান গোস্টির মাধ্যমে স্থিতিশীলতা নস্ট করে তেল সম্পদের উপর দখল নেয়া।" এটা যদি আপনার মত একজন আমনজতা বুঝতে পারেন, তাহলে ইসলামী রাষ্ট্র কায়েম করতে 'সাচ্চা মুসলমান' আইএস ,তালেবান গোস্টিরা বুঝে না কেন? পশ্চিমা বিশ্বের 'ষড়যন্ত্র' আবিষ্কারের চেষ্টা না করে নিজেরাই সংশোধন হউন।

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৩৯

মোঃ ইমরান কবির রুপম বলেছেন: দুঃখজনক হলেও এসব ঘটনার দায় কেউ নিতে চায়না।আমি আপনি কেউনা।এদিকে দেখুন কাউকে খুন করাহলে একাধিক পক্ষ বলছে তারাই খুন করছে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.