নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত আকাশ

এমএইচ রনি১৯৭১

আমি মার্কসীয় সমাজতান্ত্রিক আর্দশে বিশ্বাসী একজন মানুষ ।

এমএইচ রনি১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

হায় আমাদের পুলিশ !

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:২৩

রাত ১ঃ১৫মিনিট । হোটেল সোনারগাঁয়ের মোড় । অনেকটাই জনশুন্য । একজন সিএনজি ড্রাইভারকে একটি চলন্ত ট্রাক থেকে নেমেই ড্রাইভারের নেতৃত্বে ৫/৬ জন শ্রমিক বেলচা ,কোদাল দিয়ে এলোপাথারি মারধোর করছে । ঠিক রাস্তার উল্টোদিকে একুশে টিভির সামনে দাঁড়িয়ে একুশে রাতের একজন সম্মানিত অথিতির সাথে পান্না ভাই কথা বলছেন , পাশে দাঁড়িয়ে আমি কথা শুনছি ।কিন্তু আমার চোখ রাস্তার ওপাড়ে ঘটতে থাকা ঘটনাটি এড়ায় না । চারিদিকে ২/৪ জন রিক্সাওলা ছাড়া আর কেউ নেই । কিন্তু কেউ লোকটিকে বাচাতে এগিয়ে গেল না ।
১জন নিরস্ত্র মানুষকে ৬/৭ জন বেলচা,কোদাল দিয়ে মারছে দেখে নিজেকে সংযত রাখাটা কঠিন হয়ে পড়ে । কোন কথা না বলেই দৌড়ে চিৎকার দিয়ে লোকটাকে বাঁচতে ঝাপিয়ে পড়ি । আমার পিছনে পিছনে কামরুল ও আমার ড্রাইভার আনোয়ার ভাই চলে আসেন । আমাদের তৎপরতায় ট্রাকের ড্রাইভার ও অন্য শ্রমিকরা দৌড়ে পালানোর চেস্টা করে ব্যর্থ হয় । ধরা পড়ে উত্তম-মধ্যম যা দেয়ার দিতেই পান্না ভাই ও আমার অথিতি আমাদের টেনে নিবৃত্ত করেন । এর মধ্যে লোকটিকে বাঁচাতে গিয়ে টানাহেঁচড়ায় আমার বা হাতের কনুই ও বা পায়ের হাঁটু সামান্য ছিলে যায় ।
রোগী মারা যাবার পর যেমন চিকিৎসক আসেন তেমনি একটু দূরে দাড়িয়ে তামশা দেখতে থাকা পুলিশ ঘটনার সবশেষে আসেন ।
সামান্য ছিলে যাওয়া নিয়ে দুঃখ নেই । কামরুল সহ আমরা দুইজন যদি এগিয়ে না যেতাম আজ হয়তো সিএনজি ড্রাইভারকে রক্তাক্ত করে মেরেই ফেলা হতো । আফসোস একটাই ফাইভ স্টার হোটেলের সামনে এই পুলিশ রাতেরবেলা কিসের ডিউটি দেয় ? শুধু দূর থেকে তামশা দেখার জন্য? নাকি ঘটনা ঘটে যাবার পর ঘটনাস্থলে যাবেন ?
হায় কি কর্তব্যপরায়ন আমাদের পুলিশ !

মন্তব্য ১২ টি রেটিং +৫/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৩২

সুমন কর বলেছেন: আপনার কাজের জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। স্যালুট।

কিন্তু যাদের কাজটি করার দরকার, তারা তাদের কাজ কবে করবে !!!

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৪১

গেম চেঞ্জার বলেছেন: স্যালুট বস । আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না । পুলিশ নিয়ে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না তাছাড়া ঐ নির্মম মানুষগুলোকেই কি বলব ?

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৫০

চাঁদগাজী বলেছেন:


বিশ্বের সবচেয়ে দুস্টলোক হচ্ছে আমাদের ৮০ হাজার পুলিশ; এদের বিদায় করা দরকার।

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:১৯

নতুন বলেছেন: আমাদের পুলিশদের আমরা যেভাবে শিখিয়েছি সেইভাবে কাজ করছে তারা।

৮০হাজার পুলিশ কিন্তু আমজনতা থেকেই এসেছে এরা এলিয়েন না। এরা আমাদের সমাজেরই মানুষ...

আমরাও এই রকমেরই হয়ে গেছি।

৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:২০

নতুন বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ সাহসি কাজের জন্য। এখন মানুষ নিজের জীবনের ঝুকি নিতে চায়না।

৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৪৪

ব্লগ সার্চম্যান বলেছেন: আপনার এরকম সাহস ও মহানুভূতিকে সালাম ও শ্রদ্ধা জানাই ভাই । আপনি যা করছেন টা এ যুগের অনেকেই করতে চায় না
দুটি কারনে এক জীবনের ঝুঁকি দুই পুলিশি ঝামেলা পড়ার ভয়ে ।
অথচ ডিউটিরত একজন পুলিশ যেয়ে ওখানে একটি ধমক দিলেই কিন্ত হতো ।

৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৫৭

চাঁদগাজী বলেছেন:


"নতুন বলেছেন: আমাদের পুলিশদের আমরা যেভাবে শিখিয়েছি সেইভাবে কাজ করছে তারা। "

-আপনি পুলিশকে কি কি শিখায়েছেন, তা আপনি জানেন; আমি কিছু শিখাইনি। পুলিশের দায়িত্ব সারা বিশ্বে একই রকম।

৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৩৪

জুনজুন বলেছেন: পুলিশ সাধারনত অপরাধ হয়ে গেলে সেখানে আসে.. চোখের সামনে অপরাধ ঠেকানোর কোন চেষ্টা তারা করে না।

৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৬

জল ও ছবি বলেছেন: পুলিশ তো বর্তমান সরকারের ঘর জামাই, যাহারা সরকারের চাটুকারী এবং মসনদ পাহারা দিতে ব্যস্ত।

১০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫১

মাঘের নীল আকাশ বলেছেন: @চাঁদগাজী বলেছেন: পুলিশের দায়িত্ব সারা বিশ্বে একই রকম।

সহমত!

১১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৬

জল ও ছবি বলেছেন: পুলিশ তো বর্তমান সরকারের ঘর জামাই, যাহারা সরকারের চাটুকারী এবং মসনদ পাহারা দিতে ব্যস্ত।

১২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১৭

নিশাকর বলেছেন: কেও সহজ্ব ঝামেলায় জড়াতে চায় না আজকাল, পুলিশ ও এরোকোম।।।

আপ্নাকে সাধুবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.