নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত আকাশ

এমএইচ রনি১৯৭১

আমি মার্কসীয় সমাজতান্ত্রিক আর্দশে বিশ্বাসী একজন মানুষ ।

এমএইচ রনি১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

আমাদের গল্প পর্দায় জালালের গল্প

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১১

অনেকদিন পর একটি ভালো সিনেমা দেখেছি আবু শাহেদ ইমনের প্রথম চলচ্চিত্র " জালালের গল্প" । ইমন যে ভালো সিনেমা বানাবেন তার উপর আগাগোড়াই এই বিশ্বাস ছিলো ।কারন ইমনকে চিনি তার বিশ্ববিদ্যালয় জীবন থেকে । পড়াশুনোর পাশাপাশি ইমন চলচ্চিত্র সংসদ আন্দোলনের সাথে যুক্ত ছিলো ।পরবর্তী সময়ে নিজেকে সিনেমার জন্য প্রস্তুত করেছেন কোরিয়ায় ফিল্মের উপর পড়াশুনো করে ।জালালের গল্প নির্মানে ইমন তার মেধার সর্বচ্চোটাই ঢেলে দেয়ার চেস্তা করেছেন , তা সিনেমা দেখলেই বোঝা যায় ।

সিনেমার সবচেয়ে বড় বিষয় গল্পটা ঠিকঠাক মতন বলা । ইমন খুব দক্ষতার সাথে এই কাজটি করেছেন । সিনেমা দেখতে বসে সব সময় মনে হয়েছে এই গল্প আমার খুব পরিচিত। নিজের দেখা কোন ঘটনা পর্দায় তার প্রতিফলন দেখছি । অভিনয়ে মোশারফ করিম ভালো করেছেন ,তবে তার কাছে প্রত্যাশাটা অনেক বেশীই ছিলো । মৌসুমি হামিদ চমৎকার অভিনয়ে তিনি নিজেকেই অন্যমাত্রায় তুলে এনেছেন । শর্মিমালা'র আরো একটি ভালো কাজ দেখলাম ।
নতুন পরিচালক আবু শাহেদ ইমন প্রথম সিনেমায় আমার মতন অনেক দর্শকের মন জয় করে নিয়েছেন । আশা করছি আগামিতে আরো অনেক সুন্দর সুন্দর সিনেমা তিনি আমাদের উপহার দিবেন । যারা বাংলা সিনেমা নিয়ে হা-পিত্যেশ করেন ,তাদের জন্য বলি একবার হলে গিয়ে " জালালের গল্প" দেখুন । আপনি ঠকবেন না ,ইমন আপনাদের ঠকায়নি ।
জয় হোক বাংলা সিনেমার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.