নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত আকাশ

এমএইচ রনি১৯৭১

আমি মার্কসীয় সমাজতান্ত্রিক আর্দশে বিশ্বাসী একজন মানুষ ।

এমএইচ রনি১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

চকোলেট

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ৯:৪২

আমার মায়ের ধারনা আমি চকলেট , মিমি খেতে খুব পছন্দ করি । আমার সেই ছে।টবেলা থেকে দেখে আসছি মা যখনই বাসার বাইরে গেছেন তখনই ফেরার সময় আমার জন্য চকলেট বা মিমি কিনে এনেছেন । যা আজও তিনি অব্যাহত রেখেছেন । আমার অনেক বন্ধু হয়ত জানেন না আমি একজন কর্মজীবি মায়ের সন্তান । আমার মা এখনও প্রতিদিন অফিস থেকে ফেরার পথে আর কিছু না হে।ক আমার জন্য একগাদা চকলেট কিনে বাসায় ফেরেন। আর সেঈ সব চকলেট বা মিমি তিনি আমার ওয়ার্ড্রবের উপর রেখে দিবেন । মাকে কত নিষেধ
করি , মা আমার চকলেট খাবার বয়স তে। অনেক আগেই গেছে , আপনি অযথা কেন এগুলি কিনেন ?
মা হাসেন ।

অনেক সময় আমার বিরক্তি দেখে মা বলেন , রাগ করিস কেন , টাকা ভাংতি থাকে না বলে তে।র জন্য চকলেট কিনে টাকা ভাংগাই ।
তাই বলে প্রতিদিন ?
মা আবারো হাসেন । মায়ের এই হাসিটার জন্য কিছু বলি না ।
এইবার আমার মা -বাবা দুজনেই যখন হজ্জ করতে গেলেন । তখন প্রতিদিন কথা হত । এই কথা সেই কথার পর মায়ের একটাই কথা , তে।র জন্য কি আনব?
কিছু লাগবে না। আপনারা ভাল ভাবে হজ্জ করে আসেন ।
মা কি আর আমার কথা শুনেন !
তিনি ফোন রাখার আগে বলেন , ঠিক আছে তোর জন্য কিছু আনবো না , শুধু চকলেট আনবো ।
আমার মা হজ্জ থেকে আসার সময় ঠিকি আমার জন্য একগাদা চকলেট, মিমি নিয়ে আসলেন । আমি আমেরিকা থেকে আসার পর মা সেইসব বের করে দেন । আমি নিজেও অনেক চকলেট এনেছি । কিন্তু আমার মায়ের তুলনায় অনেক কম ।
বুঝতে পারি মায়ের কাছে সন্তান সব সময় ছে।টই থেকে যায় , কখনোই বড় হয় না ।
মায়ের দেয়া প্রতিদিনের চকলেটগুলি অফিস আসার পথে পকেটে ভরে নিয়ে আসি। ২/১টা খাই । বাকীগুলি সামনে যাকে পাই তাকে দেই।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.