|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
এখানে মানুষের প্রানের  কোন মুল্য নেই । যতোটা আছে বাড়ির পোষা কুকুরের ।এখানে মানুষ , মানুষ নয় । মানুষ এখনো ক্রীতদাস,  পানির দামে বিকোয় জীবন । এমপি'র গুলিতে  শিশু  আহত হলে কিছু যায় আসে না।  ক্ষমতার দম্ভে  এমপি'র ভাতিজার গাড়ির চাপায় মারা পড়লেও   অভিযুক্ত  পার পেয়ে যান সহজেই। মায়ের গর্ভের  শিশুও এখানে নিরাপদ নয়। পথিবীর আলো দেখার আগেই তাকে  সরকারের পোষ্য ক্যাডাররা বুলেটে সম্ভাষন জানান। সংরক্ষিত  মহিলা আসনের  সাংসদের সন্তানের  গুলিতে  রিক্সা চালক সহ দুজনের জীবন হারানো  কোন ঘটনাই নয়!    বিরোধীদলের হরতালে  সরকারদলীয় ক্যাডারের চাপাতিতে  প্রান দেন নিরীহ বিশ্বজিত।   একটি দুইটি নয় সাতটি  খুনের  পরেও  জামাতাকে  বাঁচাতে  মন্ত্রীর  চেস্টায়  মামলা  কি সহজেই  হাল্কা হয়ে যায়!    তরতাজা মানুষ  যে বাড়ি ফেরার কথা , যার অপেক্ষায়  থাকেন প্রিয়জন। সেই মানুষটি   হয়ে যাচ্ছেন খুন,  নয়তো গুম।  চোখের জলে  প্রিয়জনের অপেক্ষার প্রহর এখানে  শেষ হয় না । 
১১ মাসের শিশু রয়েলকেও ১৯ ঘণ্টা আটকে রাখা হয়  ঝিনাইদহের মহেশপুর থানাহাজতে।সন্তানকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসতে ৪২ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে পুলিশকে। এই রকম অনেক উদাহরন দেয়া যাবে ।
কিন্তু উন্নয়নের তকমা এটে   গলাবাজিতে  পারংগম  সরকারের সভাসদরা।  তাদের  সাথে সুর মিলিয়ে কথা বলেন   জনগনের সেবক পোষাকধারী কর্তা ব্যক্তিরা।   হায় কি সেলুকাস! !  বিচিত্র এদেশ আমার! 
পোষা প্রানীর অসুখ হলে যতোটা উদ্বিগ্ন হন, শত শত মানুষ মরলেও উপরতলার মানুষেরা থাকেন নির্বিকার !  
 আমাদের স্বজনদের কান্না ছুঁয়ে যায় না তাদের পাষাণ হৃদয় ।
হায় ! বাংলাদেশের নিয়তি - শুধুই দুর্গতি !
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.