নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত আকাশ

এমএইচ রনি১৯৭১

আমি মার্কসীয় সমাজতান্ত্রিক আর্দশে বিশ্বাসী একজন মানুষ ।

এমএইচ রনি১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

মিঠুর জন্য সবার কাছে দোয়া চাই

১৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৩

ডিউটিরত অবস্থায় গত বুধবার সকালে একুশে টিভির অনলাইন এডিটর মিঠু আকস্মিকভাবে হ্রদরোগে আক্রান্ত হয়ে এখন শমরিতা হাসপাতালের আইসিইউতে রয়েছেন।

দুঃখজনক হলেও সত্য যে অফিসের জন্য তিনি কাজ করেন ,যে অফিসে্র কাজে দায়িত্বরত অবস্থায় হ্রদরোগে আক্রান্ত হলেন সেই অফিসের ব্যবস্থাপনার কেউ তার কোন খোঁজ খবর নেয়নি। আমার জানামতে অন্য যে কোন টিভি চ্যানেলের কর্মী দায়িত্বরত অবস্থায় অসুস্থ হলে সেই চ্যানেলের কর্তা ব্যক্তিরা কর্মীর খোজ খবর নেয়া থেকে শুরু করে আর্থিক সহযোগীতার হাত বাড়িয়ে দেন। এ ধরনের ভুড়ি ভুড়ি উদাহরন আমাদের মিডিয়াকর্মীদের কাছে রয়েছে । অথচ এমন একটা চ্যানেলে কাজ করি যেখানে কথায় কথায় কর্মীদের ছাটাই ,বেতন -বোনাস আটকে দেয়া নিয়মিত ঘটনা। অসুস্থ অবস্থায় একজন কর্মীর পাশে দাঁড়ানো ,মানবিক সহযোগীতার হাত বাড়ানোর কথা অফিসের ,সেই অফিসের কাছে আজ ,এখন আমরা এসব প্রত্যাশা করিও না।
মিঠুর জন্য সবার কাছে দোয়া প্রত্যাশা করছি ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৩

আহলান বলেছেন: ভুড়ি ভুড়ি ... দুঃখ জনক ...

২| ১৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৪

নয়ন01 বলেছেন: /:)

৩| ১৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৫

নয়ন01 বলেছেন: ভাই আপনি অফিস এর পক্ষ থেকে যান

৪| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৩৫

সুমন কর বলেছেন: চ্যানেলের কর্তা ব্যক্তিরা কি মানুষ !!!! মনে হয় না। X((

মিঠুর জন্য রইলো অনেক শুভকামনা। দ্রুত সুস্থ হয়ে উঠুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.