নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত আকাশ

এমএইচ রনি১৯৭১

আমি মার্কসীয় সমাজতান্ত্রিক আর্দশে বিশ্বাসী একজন মানুষ ।

এমএইচ রনি১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

জয়তু ফেসবুক

২৬ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৬

ফেসবুকে বন্ধু সং খ্যা নেহাত কম নয়। কোন স্ট্যাটাস পোস্ট দিলে ৩০ /৩৫টি লাইক পড়ে এবং ২/৩টি কমেন্ট। কোন ছবি পোস্ট করলে গড়পড়তা ২০/৩০লাইক ও ২/৪ টি কমেন্ট আসে। এ নিয়ে আমার কোন খেদ নেই। কিন্তু ফেসবুকের কল্যানে মানুষ আমাকে এতো চেনে তা জানা ছিলো না। সেই প্রসংগে যাবার আগে বলি , আমি মিডিয়ায় নেপথ্যের মানুষ। কেউ আমাকে চেনার কথা নয়। আমি নিজেও সবসময় লো প্রোফাইল মেইনটেন করে চলি। কেউ আমাকে সরাসরি চিনুক বা জানুক আমি তা চাই না।
কিন্তু এই ফেসবুক সব গড়বড় করে দিলো। একবার ইস্তাম্বুল এয়ারপোর্টে নেমেছি দুই ঘন্টার ট্রানজিট প্যাসেঞ্জার হিসেবে । গন্তব্য বার্লিন। সিগারেটের নেশায় ছুটছি স্মোকিং জোনের দিকে। এসময় এক তরুন বাংলাদেশী আমাকে বললো ভাই, আপনার অনেক ছবি দেখি ফেসবুকে।
আমি যুবকটির কথা শুনে হাসি। কিন্তু সে আমার ফেসবুক ফ্রেন্ড নয়। তার সাথে আমার কোন মিউচুয়াল ফ্রেন্ড থাকায় সে আমার সব পোস্ট দেখতে পায়।
আরেকবার প্যারিসের গার্দুলিস্ট মেট্রো স্টেশন থেকে বের হয়ে হাটছি। যাবো গার্দুনর্দে রেজা ভাইর ক্যাফে রয়েলে। রাস্তা পাড় হবার সময় এক বাংলাদেশী তরুন এগিয়ে এসে বললো, আপনার চেহারা খুব পরিচিত। সম্ভবত ফেসবুকেই আপনাকে দেখেছি আপনি অনেক পোস্ট দেন।
আমি হেসে যুবকটিকে চেনার চেস্টা করি। ।
না, এই যুবকটিও আমার ফেসবুক ফ্রেন্ড নয়।
সাত সমুদ্র তেরো নদীর পাড়ে আমাকে কেউ চিনবে, এটা আমার কল্পনায়ও ছিলো না। তাই এক অদ্ভুত ভালো লাগায় কিছুক্ষন আচ্ছন্ন হয়েছিলাম।
ডকুমেন্টারীর কাজে আজ গুলশান থেকে মধ্যরাতে অফিস ফিরেই আবার ছুটি ইস্কাটনে অজান্তিক মিডিয়া হাউজে। এখানে চলছে আমার কাজ। রাত তিনটায় প্যানেল থেকে বেরিয়ে প্রচন্ড সিগারেটের নেশা চেপে বসে। বাংলামোটরের একদম শুরুতে একপান দোকানির দোকান খোলা। আমি যথরীতি সিগারেট কিনে গাড়িতে উঠতে যাব ঠিক এসময় এক অল্পবয়েস্ক তরুন আমাকে দেখে বললো, ভাই, গত কয়েকমাস আপনার অনেক বিপদ গেছে। ইনজুরির অনেক ছবি দেখেছি। একটু সাবধানে চলাফেরা কইরেন।
এবারও আমি অবাক ও বিস্মিত। এই তরুনও আমার ফেসবুক ফ্রেন্ড নয়।
হায় কি অদ্ভুত কথা!
যারা আমার দীর্ঘদিনের পরিচিত তারা কেউ কোনদিন জিগেস পর্যন্ত করেনি। অথচ অচেনা , অপরিচিত মানুষজন
ফ্রেন্ড না হয়েও যেভাবে ফাইন্ড আঊট ও রিকোগনাইজ করেছেন তাতে অদ্ভুত ভালোলাগায় মন ভরে গিয়েছে।
জয়তু ফেসবুক

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪২

মঞ্জু রানী সরকার বলেছেন: জয়তু ফেসবুক

২| ২৬ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫০

আহলান বলেছেন: আহারে ! এমন কপাল কজন ফেসবুকীয়ানের আছে .... ! আমার তো মনে হয় আপনার পেশাই আপনাকে এই সুবিধাটা পাইয়ে দিয়েছে ....

৩| ২৬ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৪

নাবিক সিনবাদ বলেছেন: আমার অনেক হারিয়ে যাওয়া বন্ধুদের খুঁজে পেয়েছি ফেইসবুকে, আই লাভ ফেইসবুক।

৪| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:১৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমারও খুব ইচ্ছে করে আপনার মত হতে। কিন্তু আমি এতটা পপুলার না ফেসবুকে !:(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.