![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বইয়ের প্রকাশনা প্রতিষ্ঠান শুদ্ধস্বরের কার্যালয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদ টুটুলসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।আহত অন্য দুজন হলেন তারেক রহিম ও রনদীপম বসু।
শনিবার দুপুরে রাজধানীর লালমাটিয়ায় সি ব্লকে পাঁচতলা একটি ভবনের চারতলায় শুদ্ধস্বরের কার্যালয়ে কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্রের হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হন ওই তিনজন। এতে তাঁদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। ধারনা করা হচ্ছে দুপুর আড়াইটা থেকে তিনটার মধ্যে এ হামলার ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানা-পুলিশ খবর পেয়ে ওই কার্যালয়ের তালা ভেঙে রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
আহমেদুর রশীদ টুটুল ভাইয়ের সাথে আমার দীর্ঘদিনের বন্ধুত্ব ।গত ৯ বছর বইমেলার অনুস্টান' আমাদের বইমেলা' করতে গিয়ে বন্ধুত্ব গড়ে উঠে । নানান সময় আমরা বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘ আড্ডা দিয়েছি । বিভিন্ন সময় তিনি আমার প্রযোজিত একুশে দুপুর ও ইচ্ছেঘুড়ি অনুস্টানে এসেছিলেন। খুব শান্ত এই মানুষটি ছিলেন নিরহংকারী ,স্বল্পভাষী । ব্লগ বা ফেসবুকে কখনোই তিনি কাউকে আক্রমন করে বা ধর্মানুভুতিতে আঘাত হেনে কিছুই লেখেননি । এই রকম একজন মানুষকে কেন মেরে ফেলার জন্য আঘাত করা হবে ? ভাবতেই পারছি না সমাজটা কোথায় নিয়ে যাচ্ছি আমরা !
টুটুল ভাই সহ তিনজনের উপর এই হামলা স্বাধীন মতপ্রকাশের উপর আক্রমন হিসেবেই বিবেচিত হবে । এই হামলার তীব্র নিন্দা ও আক্রমণকারীদের গ্রেফতারের দাবী জানাই ।
নীচের এই দুইটি ছবি আমার প্রযোজিত ইচ্ছেঘুড়ি অনুস্টানের রেকর্ডিং শেষে তোলা। বা' থেকে কবি ও উপস্থাপক আহমেদ মুজতবা মুরশেদ ভাই ,শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদ টুটুল ও আমি ।
২| ৩১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩১
হাতুড়ে লেখক বলেছেন: প্রথমে লেখক, এরপর প্রকাশক! শেষে পাঠক হিসেবে আপনার পালা! রেডি থাকুন।
৩| ৩১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫০
আরণ্যক রাখাল বলেছেন: হতবাক, হতাশ
©somewhere in net ltd.
১|
৩১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২৮
হাতুড়ে লেখক বলেছেন: বিচার চেয়ে কোন লাভ নেই। শুধু চেয়ে চেয়ে দেখে যান। ৯৫% মুসলিমের দেশে এর চেয়ে ভাল কিছু আশা করা যায় না।