![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতোবার দেশের বাইরে ইউরোপ -আমেরিকা গিয়েছি মন টেকেনি । পোল্যান্ডে পড়তে গিয়েও দফায় দফায় এক দেড় মাস থেকে বারবার দেশে ফিরে এসেছি ।খরচ বাড়লেও কিছুই করার ছিলো না । কোথাও ১৫/২০ দিনের বেশী থাকলেই হাফিয়ে উঠতাম । মন বলতো কখন দেশে যাবো । বিদেশে গেলেই দেশপ্রেম উথলে উঠে । আমার দেশই সেরা মনে হয় ।কেন প্রবাস জীবন বেছে নিবো ?
একটার পর একটা ব্লগার ও প্রগতিশীল লেখক খুন হয় ,তখন ভাবি মুক্তমনা ,প্রগতিশীলদের জন্য দেশটা নিরাপদ নয় । দেশ ছেড়ে দূর প্রবাসে চলে যাই । কিন্তু যখনই আইন প্রনেতারা আশ্বাস দেন ,খুনীদের ধরা হবে ,সব খুনের বিচার হবে । এই আশ্বাসে বুক বেঁধে অপেক্ষা করেছি সুদিন আসবে বলে !
আজ খুব কাছের দুইজন মানুষ মাত্র ২ থেকে ৩ ঘন্টার ব্যবধানে আক্রমনের শিকার হলেন । প্রথমে দুপুর ২ঃ৩০মিঃ থেকে ৩টার মধ্যে নিজ কার্যালয়ে শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদ টুটুল ভাই সহ আরো দুইজনকে কুপিয়ে খুনের চেস্টা করেছে ধর্মান্ধ জংগীরা ।তিনজনের অবস্থা আশংকাজনক । এর ঠিক ৩ঘন্টা পরেই শাহবাগের আজিজ সুপার মার্কেটে নিজ অফিসে খুন হলেন আরেকজন কাছের মানুষ জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন । পরপর দুইটি ঘটনায় মানসিক চাপ নিতে প্রচন্ড কস্ট হচ্ছে । অনেক সুযোগ থাকার পরেও দেশের বাইরের জীবন বেঁছে নেইনি । তাই অনেকেই বলেছেন পাগলামো করেছি । ভুল করেছি ।
দুইজন কাছের স্বজনের উপর আঘাত আমাকে আজ এতোটা কস্ট দিয়েছে যে ,এখন ভাবতে বাধ্য হচ্ছি এদেশ কেন ছাড়লাম না !
২| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০৯
বর্নিল বলেছেন: বিকল্প কিছুই দেখি না।
৩| ০১ লা নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৬
মাঘের নীল আকাশ বলেছেন: আপনার এই ভুলের জন্য আপনার পরবর্তী প্রজন্ম পস্তাবে!
©somewhere in net ltd.
১|
৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০৪
চাঁদগাজী বলেছেন:
দেশ ছেড়ে অনেকেই চলে যাচ্ছে।