![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এবার সময় প্রকাশনের মালিক ফরিদভাইকে হত্যার হুমকি দিয়েছে জংগীরা।
এই হত্যার হুমকি দিয়েছে আল-আহরার ইউকে নামে একটি সংগঠন। আজ রোববার সকাল ৯টা ৪৮ মিনিটে মোবাইল ফোন খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে এ হুমকি দেওয়া হয়।
এসএমএসে সন্ত্রাসীরা লিখেছে, ‘নাস্তিকদের বই অনেক ছেপেছ। এখন মৃত্যুর জন্য প্রস্তুত হও।’ এসএমএসটি রোমান হরফে বাংলায় লেখা।
গতকালের দুইটি ঘটনার পর দুঃশ্চিন্তার রেশ কাটতে না কাটতে আবার এই হুমকি ।
দেশে এইসব কি হচ্ছে !
দেশটা কি জংগীদের অভয়ারন্য হয়ে যাচ্ছে ?
©somewhere in net ltd.
১|
০১ লা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১০
জেআইসিত্রস বলেছেন: আইএস ও তালেবানী রাষ্ট্র প্রমানের উদ্দেশেই একটি মহল অনেক চেষ্টা করে যাচ্ছে।সকল কেই ওদের বিরূদ্ধে রুখে দাড়াতে হবে।