নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত আকাশ

এমএইচ রনি১৯৭১

আমি মার্কসীয় সমাজতান্ত্রিক আর্দশে বিশ্বাসী একজন মানুষ ।

এমএইচ রনি১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

ক্যামেরা

০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ২:৩৮

যে বয়সে শিশু-কিশোররা বাবা মায়ের কাছে নানান আবদার করে ,সেই বয়েসে আমি ঠিক উলটো ছিলাম ।
ছোটবেলা থেকে নিজের শখের কোন কিছু কিনে দেয়ার জন্য পরিবারের কাছে আবদার করতাম না। এমনিতেই আমি লাজুক টাইপের ছিলাম ।সেধে না দিলে কিছু চেয়ে পাওয়ার ইচ্ছেটা কেন যেন হতো না ! তাই সহজে মা-বাবার কাছে শখের কথা বলতামও না। সবসময় টিফিনের টাকা বাঁচিয়ে জমানো টাকায় শখের জিনিষটি কিনেছি । একসময় স্ট্যাম্প জমানো ছিলো হবি । সাপ্তাহ শেষে জমানো টাকায় স্ট্যাম্প কিনতাম । ক্লাস ফাইভে পড়ার সময় লাল রংগের ডানলপ বাইসাইকেলের প্রতি ভীষন দুর্বলতা জন্মেছিলো। বাবার কাছে বললে হয়তো কস্ট করে কিনে দিতেন ।কিন্তু কেন যেন মনে হতো কিনে দিতে না পারার অক্ষমতায় বাবা-মা ভীষন কস্ট পাবেন । অনেক পরে আমি জমানো টাকায় সেই লাল রংগের বাইসাইকেল কিনেছি ।কেনার ৩/৪মাস পরে সাইকেলটি চুরি হলে সারারাত চোখের জলে ভেসেছি ।
ইন্টার পড়ার সময় ছবি তোলার নেশা পেয়ে বসায় খুব ইচ্ছে হয়েছিলো সস্তা একটি ক্যানোন ক্যামেরা কেনার । তখন সম্ভবতঃ দাম ছিলো ৩/৪হাজার টাকা। এতো টাকা আমার পক্ষে জমানো কস্টই ছিলো । বাসা থেকে প্রতিদিন কলেজ যেতে যে টাকা দেয়া হতো তা কলেজ ক্যান্টিনেই আড্ডা দিয়ে শেষ করে ফেলতাম । তাই টাকা জমানো হতো না বলেই সেই ক্যামেরা কেনার ইচ্ছেটা আর পুরন করা হয়নি । ছবি তোলার শখ অনেকটাই মিটেছে পাভেলের ক্যামেরায় । যতোবার বিদেশ গিয়েছি ,প্রতিবারই ভেবেছি এইবার একটা ক্যামেরা কিনেই দেশে ফিরবো । বিদেশে নানান ব্যস্ততায় এবং অনেক দাম দেখে তা আর কেনা হয়ে উঠেনি ।কিন্তু ছবি তোলার শখ আগের মতনই রয়ে গেছে ! এইবার প্যারিস থেকে আসার সময় মনে মনে ঠিক করেছি কখনোই ক্যামেরা কিনবো না। কত মানুষেরইতো জীবনে কত শখ অপুর্ন থেকে যায় । আমার না হয় একটা শখ অপুর্নই থাকুক !
এ জীবনে আমার নিজের একটা ক্যামেরা আর কেনা হবে না!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.