![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজনের পর একজন ব্লগার খুন হন।
প্রতিবাদে আমরা রাজপথে দাঁড়াই । সভা,সেমিনার,মিডিয়ায় নিন্দার ঝড় তুলি। কড়া ভাষায় লিখে ফেসবুক গরম করি । পুলিশ, প্রশাসন মওকা পেয়ে তীর ছুঁড়েন বিএনপি জামাত, জংগীর দিকে। কিন্তু আসল খুনী ও পরিকল্পনাকারীরা গ্রেফতার হয় না!
ব্লগার রাজীবকে হত্যার দায়ের স্বীকারোক্তি দেয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিলো, তাও অনেকদিন হল। আশিকুর রহমান বাবুর হত্যাকারীদের হাতেনাতে স্পট থেকে পাকড়াও করেছিল কয়েকজন পথচারী এবং পুলিশ তাদের গ্রেফতার করে। কিছুদিনের মধ্যে হয়ত রাজীব হত্যার ফাইনাল চার্জশীটও পুলিশ দিবে।
কিন্তু প্রশ্ন হচ্ছে যাদের গ্রেফতার করা হল , তাদের কাছে পুলিশ কি স্বীকারোক্তি পেল? কেন আশিকুরের হত্যাকারীদের ধরার পর আজো পরিস্কার ধারনা পাওয়া গেল না এরা কারা?
অন্তত এ দুইটি খুনের সাথে জড়িতদের সম্পর্কে কোন সন্দেহ থাকার কথা নয়।
তাহলে তদন্তের চুড়ান্ত চার্জশীট দিতে কেন কালক্ষেপন করা হচ্ছে ?
পুলিশ রিমান্ডে গ্রেফতারকৃতরা কি স্বীকারোক্তি দিয়েছিল ?
এসব বলে ,জানতে চেয়ে আর কি হবে !
শুধু বুঝতে পারছি ,মামলার তদন্তের জঠিলতা, বিচারকার্যের দীর্ঘসুত্রিতা এবং বিচারহীনতার সংস্কৃতির জন্যই অপরাধপ্রবনতা বেড়েই চলেছে।
২| ০৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭
কালের সময় বলেছেন: মরনের শেষ নাই ।
৩| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০১
সজিব হাওলাদার বলেছেন: শুধু ব্লগার কেন এই দেশে এখন কেউ নিরাপদ নয়।
৪| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৩
প্রতিবিম্ব প্রতিচ্ছায়া বলেছেন: পুতিনকে বলুন এই দেশে বোমা মারতে
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৮
হাসান মাহবুব বলেছেন: ব্লগার, বিদেশী, শিয়া, পুলিস... মার্ডার র্যাম্পেজ চলছেই। এরপর কে? যে কেউ।