![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের ছোট খাটো কিংবা বড় যে কোন সাফল্য দেখলে আবেগে চোখে পানি চলে আসে। সেটা খেলাধুলা হোক আর রাস্ট্রীয় যে কোন স্তরের সাফল্যই হোক ।বুকের মাঝে একধরনের অদ্ভুত শিহরণ ,অনুভুতি আচ্ছন্ন করে ফেলে ।কিছু কুলাংগার ছাড়া দেশটা আমাদের সবার কাছে অনেক বড় কিছু ।
দেশের যে কোন স্তরের মানুষের সফলতায় যেমন আমরা আনন্দিত হই ।তেমনি কারো ব্যর্থতার খবর শুনলে মুষড়ে পড়ি ।কাছ থেকে কিংবা দূর থেকেই তার বা তাদের আবার ঘুরে দাঁড়ানোর জন্য মনপ্রানে দোয়াই করি । এ শুধু আমি একা নই ,আমার মতন অনেকেই করেন ।
বাংলাদেশের মানুষ যেমন সহজ সরল, অথিতিপরায়ন ,একে অন্যের বিপদে সহমর্মিতা প্রদর্শন এবং পাশে দাঁড়ানোর চেস্টা করেন । এটা পৃথিবীতে সত্যি বিরল ।
এ জাতির রয়েছে কয়েক শত বছরের লড়াই সংগ্রামের বীরত্বের ইতিহাস। ঝড় ঝঞ্জায় কখনোই ভেঙ্গে পড়েনি ,বারবার ঘুরে দাঁড়িয়েছে । বাংগালী কখনোই কোন অন্যায়ের কাছে মাথা নত করেনি ।আশা করি যুদ্ধাপরাধীদের বিচার নিয়েও এ সরকার কোন আপোষ করেনি এবং করবেও না । কারন আমরা্তো সেই জাতি যারা বায়ান্নোতে ভাষার জন্য রুখে দাঁড়িয়েছি । বাষট্টিতে শিক্ষার অধিকারের জন্য মোস্তফা ,ওয়াজিউল্লাহ ,বাবলুরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে । ছিষট্টিতে ৬ দফা আদায়ের জন্য লড়াই করেছে । আইয়ুবের রক্তচক্ষু উপেক্ষা করে উনসত্তুরে গণভ্যুত্থান সংঘটিত করেছে । সত্তুরের নির্বাচনে নিরংকুশ জয়লাভ এবং একাত্তুরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন করেছে । যদিও কিছু বেজন্মা,কুলাংগার হানাদারের সাথে হাত মিলিয়েছিলো । সেই কুলাংগার যুদ্ধাপরাধীদের বিচারকার্য যখন চলছে ,তা বানচাল করার জন্য দেশী-বিদেশী নানান ষড়যন্ত্র অব্যাহত রয়েছে ।
ব্লগার, লেখক,প্রকাশক কিংবা বিদেশী খুনের মধ্য দিয়ে দেশ অস্থিতিশীল করে যারা ঘোলাপানিতে মাছশিকার করতে চায় ,তাদের সেই স্বপ্ন ধূলিসাৎ করবে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক বাংগালী ।একমাত্র মানুষের মিলিত প্রতিরোধই পারে এই অন্ধকারের বিরুদ্ধে লড়াইটা জারি রাখতে। মানবতার জন্য-মুক্তিযুদ্ধের জন্য- প্রগতির জন্য একত্রিত হোন।
একেকজন যুদ্ধাপরাধীর বিচার শেষে আমরা যেমন আনন্দিত হচ্ছি ,তেমনি বাকী সব যুদ্ধাপরাধীর বিচার দ্রুত সম্পন্ন করে সরকার জাতি হিসেবে আমাদের কলঙ্কমোচনের মুক্তিই দিবেন । সেই দিনটি হবে ত্রিশলক্ষ শহীদ ও দুইলক্ষ নির্যাতিত মা বোনদের প্রতি যথার্থ সম্মানপ্রদর্শন দেখানো।
©somewhere in net ltd.