![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিডিয়ার মানুষদের নিয়ে সাধারন মানুষের অনেক কেৌতুহল । তাদের কাছে আমরা যেন ভিনগ্রহের মানুষ ! আমাদের ব্যক্তি জীবন , চলাফেরা নিয়ে তাদের কেৌতুহলের শেষ নেই । মিডিয়ার যারা পর্দার সামনে থাকেন সাধারন্যে তাদের চলাফেরা অনেক সময়ই দুর্বিষহ হয়ে উঠে ।
কিন্তু যারা পর্দার পিছনে থাকেন তাদেরকে মানুষ না চিনলেও অন্যধরনের সমস্যা সবসময় মোকাবেলা করতে হয় । কোন সংবাদ প্রকাশে কেউ ক্ষুব্ধ হয়ে নানান ভয় ভীতি প্রর্দশন করেন । কোন অন্যায় আবদার কেউ চাপিয়ে দেয়ার চেস্টা করেন । কেউ সুবিধা নেয়ার জন্য নানান লোভ, প্রলোভন দেখান । কেউ অযাচিতভাবে উপদেশ দিতে আসেন। কেউ আবার উদ্ধর্তন কর্তাব্যক্তির নাম ভাঙ্গিয়ে চোখ রাঙানী বা চাকুরী খেয়ে ফেলার ঔদ্ধত্য দেখান । সরকার ও বিরোধী রাজনৈতিক দলের চ্যালা চামুন্ডারা তো সব সময়ই দেখে নেয়ার হুমকি দেন।
এর উপর রয়েছে অফিস পলিটিক্স । প্রশাসনের হস্তক্ষেপতো আছেই । এতো কিছু সামাল দিয়েও একজন মিডিয়াকর্মীর জীবন কখনোই মসৃন নয় । সাধারন মানুষ কখনোই আমাদের এতোসব দু:খ, কষ্ঠের কথা বুঝবেন না। আপাতত: বাহির থেকে আমাদের দেখে মনে হবে আমরা কতটা সুখের জীবন পার করছি ! আর আমরা যারা ইলেক্ট্রনিক মিডিয়ায় কাজ করি তাদের জীবনে তো কোন উৎসব বা লম্বা ছুটি বলে কিছু নেই। বছরের ৩৬৫দিনই আমাদের জীবন যেন অফিসের সাথে সুতোয় বাধা পড়ে গেছে !
মিডিয়ার মানুষ মনে হয় মানুষ নয় !
২| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৪
ইকরাম বাপ্পী বলেছেন: প্রফেশনাল হ্যাজার্ড কোথাও কম কোথাও মাত্রাতিরিক্ত... ... তাও ভালো... ... কিন্তু যাদের কোন প্রফেশনই নেই তাদের??
©somewhere in net ltd.
১|
০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৩
গেম চেঞ্জার বলেছেন: শান্তি নেই কোথাও!