![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আত্মীয় স্বজন
-মাসুদুল হাসান রনি
বাবার বাবা'র ছিলো অনেক
বিশাল জমিদারি
জায়গা জমি অর্থকড়ি
অনেকগুলি বাড়ি ।
দাদার সুত্রে বাপ চাচাদের
আছে অঢেল বিত্ত
তারপরেও হায় ! নাই নাই ভাব
গলা শুকায় নিত্য ।
ফুফুরা খুব ভালো আছেন
সবার অনেক আছে
তাঁরা কারো ধার ধারেন না
যান না কারো কাছে ।
মামাদের কেউ ব্যবসা করেন
কেউ উচ্চপদস্থ
কারো মিলে লক্ষ শ্রমিক
খাটান উদয় অস্ত ।
চাচাতো ভাই ফুপাতো বোন
নামী দামী সবাই
জ্ঞানে গুনে একটুও নয় কম
মামাতো বোন ওভাই ।
কেউ কেউ আবার হোমরা চোমরা
দিনকে করেন রাত
কেউ বা আবার রাজনীতিবিদ
ভীষন লম্বা হাত ।
এদের নিয়ে গর্বিত হই
বুক ফুলিয়ে বলি
কিন্তু কোথাও যাই না আমি
নিজের মতন চলি ।
-----------------------
১০.১১.২০১৫
ঢাকা-নারায়ণগঞ্জ হাইওয়ে
ঢাকা
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১৪
আরণ্যক রাখাল বলেছেন:
