![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাত দুপুরে
-মাসুদুল হাসান রনি
কইরে তোরা আছিস কোথায়
আয়রে ছুটে আয়রে
রাত দুপুরে ঘরের ভেতর
শব্দ কিসের খটর মটর
কানটা বুঝি যায়রে ।
শব্দ দেখি ক্রমে ক্রমে
রান্নাঘরে ধায় রে
ভয়ে যাচ্ছে মুখ শুকিয়ে
তবু তোরা দ্যাখ লুকিয়ে
চোর ব্যাটা কি খায় রে !
পান্তা লংকা সরিয়ে দ্রুত
খোঁজ নে সে কি চায় রে ,
গোস্ত পোলাও তাঁর পছন্দ
খুশী হবে ভালো মন্দ
যদি খেতে পায় রে !
বাটিভরে পায়েসও দিস
আছে ফ্রিজের বায়' রে ,
হঠাত দেখি লম্ফ দিয়ে
ম্যাও বলে সে শিক গলিয়ে
পালালো হায় ! হায় রে !
--------------------------------
১১.১১.২০১৫
হিমাচল বাস সার্ভিস
ঢাকা-নারায়ণগঞ্জ হাইওয়ে
ঢাকা
২| ১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৭
সাবলীল মনির বলেছেন: বেশ মজা পেলাম ।
৩| ১১ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৪
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । মজার ছড়া ।
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৯
নাবিক সিনবাদ বলেছেন: ভালো লাগলো