![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক জীবনে কত কিছুই না করলাম !
ছাত্রাবস্থায় সক্রিয় রাজনীতি করেছি । কৈশোরে ছড়া লেখার সুত্রে ঢাকার দৈনিক পত্রিকাগুলিতে দিনের পর দিন ঢুঁ মেরেছি । একটা সময় এসে পেটের জন্য খোরাক জোগাতে কখনো গার্মেন্টস এক্সেসরিজের ব্যবসা ,কখনো প্রিন্টিং এর ব্যবসায় দাঁড়ানোর ব্যর্থ চেস্টা কম করিনি ! বেকার জীবনের হতাশা আসার আগেই এক বড়ভাইর হাত ধরে মিডিয়ায় চলে আসা । তার ফার্মেই কখনো বিজ্ঞাপনের স্টোরি বোর্ড আঁকা, বিজ্ঞাপন নির্মাণে সহকারী , নাটকের প্রোডাকশান ম্যানেজার, নাটকের সহকারী পরিচালক, স্ক্রিপ্ট কম্পোজার ছিলাম । তার অনুপ্রেনায় চলচ্চিত্র সংসদ আন্দোলনের কর্মী থেকে চলচ্চিত্র নির্মাণের সহকারী পরিচালক হওয়া । তারপর একসময় নিজেই নাটক লেখা ও পরিচালনা্য় আসা । ফ্রিল্যান্সে টিকতে না পেরে বিজ্ঞাপন হাউজে চাকুরী নেয়া, দৈনিক পত্রিকায় কাজ করা, কিছুদিন পর টেলিভিশনে চাকুরী , টেলিভিশনের জন্য অনুস্টান নির্মাণ ও প্রযোজনা সহ কত কি করলাম !
ছবি আঁকাটা কক্ষনোই পেশাদারী বা একাডেমিক শিক্ষা ছিল না ,শুধুই মনের আনন্দেই আঁকা জোঁকার চেস্টা । সেটাই যে একসময় কিছু করে খেতে সাহায্য করবে তা কখনোই ভাবিনি !
অনেকদিন পর পুরানো ডাইরীর পাতা উল্টাতে গিয়ে পেয়ে গেলাম ব্যর্থ আকাআকির কিছু ছবি ।
©somewhere in net ltd.
১|
১৩ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৮
আরণ্যক রাখাল বলেছেন: ছবিগুলো চমৎকার| একাডেমিক শিক্ষা না থাকলেও শিল্পী মন আছে, শিল্পের জন্য যা সবচেয়ে জরুরী